SSC Vocational Bangla Suggestions 2022 is finally here. If you are a vocational 2022 candidate then you are in right place. In this post we discuss all about bangla 2 vocational ssc suggestions for final step.
papel edu care always stands for the vocational students. Specially ssc vocational exam 2022. First of all you should check this video.
SSC Vocational Bangla suggestions 2022 for 1st paper you should follow our previous suggestions that is on our fb private group.
ssc vocational bangla 2nd paper suggestions 2022 are as follows:
ssc vocational bangla 1st paper suggestions in on our fb group. please check that. Here is our 2nd paper .
পরীক্ষায় কমন আসার মতো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ এখানে দেওয়া হলো। সবগুলো পড়ে যাবেন।
যে উপকারীর অপকার করে | কৃতঘ্ন | মৃতের মত অবস্থা যার | মুমূর্ষ |
নষ্ট হওয়াই স্বভাব যার | নশ্বর | অশ্বের ডাক | হ্রেষা |
যা দমন করা কষ্টকর | দুর্দমনীয় | যা পূর্বে ছিল এখন নেই | ভূতপূর্ব |
যে শুনেই মনে রাখতে পারে | শ্রুতিধর | অহংকার নেই যার | নিরহংকার |
জয় করিবার ইচ্ছা | জিগিষা | যা দীপ্তি পাচ্ছে | দেদীপ্যমান |
যার কোনো উপায় নেই | অনন্যোপায় | মন হরণ করে যা | মনচোরা |
একই গুরুর শিষ্য | সতীর্থ | বিদেশ থাকে যে | প্রবাসী |
পা হতে মাথা পর্যন্ত | আপাদমস্তক | কোথও উঁচু কোথাও নিচু | বন্ধুর |
যা স্থায়ী নয় | নশ্বর | ইতিহাস রচনা করেন যিনি | ইতিহাসবেত্তা |
যা দীপ্তি পাচ্ছে | দীপ্তিমান | যা বলা হয় নি | অনুক্ত |
সকলের দ্বারা অনুষ্ঠিত | সার্বজনীন | যার অন্য কোন উপায় নেই | নিরুপায় |
উপকারীর উপকার স্বীকার করে যে | কৃতজ্ঞ | অক্ষির সম্মুক্ষে বর্তমান | প্রত্যক্ষ |
যিনি বক্তৃতা দানে পটু | বাগ্মী | অনেকের মধ্যে একজন | অন্যতম |
ইন্দ্রিয়কে জয় করেছে যে | জিতেন্দ্রিয় | একই মাতার উদরে জন্ম | সহোদর |
যা খুব দীর্ঘ নয় | বর্ণচোরা | যা বলা হয় নি | অনুক্ত |
চিরকাল ব্যাপিয়া স্থায়ী | চিরস্থায়ী | দু’বার জন্মে যে | দ্বিজ |
তিন ফলের সমাহার | ত্রিফলা | ময়ূরের ডাক | কেকা |
সাপের খোলস | নির্মোক | লবণাক্ত নয় | আলুনি |
উপস্থিত বুদ্ধি আছে যার | প্রতুৎপন্নমতি | আরাধনার যোগ্য | আরাধ্য |
অন্যদিকে মন যার | অন্যমনা | ভাতের অভাব | হাভাত |
অব্যয় মূলত কত প্রকার? প্রত্যেক প্রকার অব্যয়ের সংজ্ঞা ও উদাহারণ দাও?
যে পদের কোন ব্যয় বা রূপান্ত হয় না তাকে অব্যয় বলে। যেমন- ও, এবং, বা ইত্যাদি।
অব্যয়কে সাধারণত দুইভাগে ভাগ করা যায়।
ক. সার্থক অব্যয়- যার কোন অর্থ আছে তা সার্থক অব্যয়।
খ. নিরর্থক অব্যয়- যার কোন অর্থ নেই তা নিরর্থক অব্যয়।
সার্থক অব্যয়গুলো আবার দুপ্রকার। যেমন-
অ. নামবাচক অব্যয়- যে অব্যয়গুলো স্পষ্টত অর্থ বলে দেয় সেগুলোকে নামবাচক অব্যয় বলে। যেমন- অকস্মাৎ, ক্রমশ।
আ. দ্যোতক অব্যয়- যে অব্যয়গুলো অর্থ সূচনা করে সেগুলোকে দ্যোতক অব্যয় বলে। যেমন- ও, এবং, কিন্তু প্রভৃতি।
১. সংযোগবাচক বা সম্বন্ধবাচক। যেমন- রাম এবং শ্যাম- সংযোগবাচক।
২. মনোভাববাচক বা অন্তর্ভাবার্থক। যেমন- বলিহারি তোমার সাহস।
রচনা/প্রবন্ধ রচনা:
এসএসসি ভোকেশনাল পরীক্ষা ২০২২ এর সকল বিষয় এর শতভাগ কমন উপযোগী সুপার সাজেশন পেতে কল করুন 01723-474442 অথবা 01725-117988