Diploma In Agriculture 6th semester Suggestions 2024? Pest Management and Economic Entomology Super suggestions for diploma in agriculture 6th semester students. Papel edu care Diploma 6th semester suggestions 2024.
বিষয় কোাডঃ ২২৩৬২
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। ফসলের বালাই কাকে বলে?
২। দেশের কত ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল?
৩। পূর্ণরূপ লেখঃ IPM.
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। বালাই ব্যবস্থাপনা কাকে বলে?
২। ফসলের অর্থনৈতিক ধারপ্রান্ত কী?
রচনামূলক প্রশ্নাবলি
১। সমস্বিত বালাই ব্যবস্থাপনার মূলনীতিগুলো কী, বর্ণনা কর।
২। আইপিএম এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। ফসলের বালাই কাকে বলে?
২। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়গুলো কী কী?
৩। ফাঁদ ফসল কাকে বলে?
৪। দুটি ফাঁদ ফসলের নাম লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। বালাই ব্যবস্থাপনা কাকে বলে?
২। ৫টি ক্ষতিকর পোকার নাম লেখ।
৩। পোকা নিয়ন্ত্রণে আলোর ফাঁদ কৌশলটি বর্ণনা কর।
৪। প্রতিবন্ধকতা সৃষ্টি করে কীভাবে কীটপতঙ্গ দমন করা হয়?
রচনামূলক প্রশ্নাবলি
১। বালাই ব্যবস্থাপনা বলতে কী বুঝ? এর গুরুত্ব বর্ণনা কর।
২। ফসলি ক্ষেতে পোকা বাড়ার সহায়ক কারণগুলো কী কী?
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। জৈবিক দমন পদ্ধতি বলতে কী বুঝ?
২। জৈবিক দমন পদ্ধতির এজেন্ট কত প্রকার ও কী কী?
৩। স্কেস ফেরোমোন ব্যবহার করে মারা যায় এমন কয়টি পোকার নাম লেখ।
৪। ফেরোমোন কাকে বলে?
৫। জুভেনাইল হরমোন কী?
৬। আকর্ষক বা আকর্ষক দ্রব্য কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। কীটপতঙ্গ দমনের এজেন্ট এর সংজ্ঞা দাও।
২। কোয়ারেন্টাইন এর সংজ্ঞা দাও। কোয়ারেন্টাইন বা সংগনিরোধের মূল উদ্দেশ্য কী?
৩। ৫টি ফসলের রোগ ব্যবস্থাপনার ঔষধের নাম লেখ।
রচনামূলক প্রশ্নাবলি
১। ফসলের ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে জৈবিক দমন পদ্ধতির এজেন্টগুলোর ভূমিকা বর্ণনা কর।
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। বালাইনাশক কাকে বলে?
২। কীটনাশক কাকে বলে?
৩। জৈব কীটনাশকের উদাহরণ দাও।
৪। বিষক্রিয়ার ধরন অনুযায়ী কীটনাশক কত প্রকার ও কী কী?
৫। ধূম্র বিষ বা বিষবাষ্প জাতীয় কীটনাশকের উদাহরণ দাও।
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। কীটনাশক ও বালাইনাশক বলতে কী বুঝায়? তা ব্যাখ্যা কর।
২। রাসায়নিক গুণাগুণ অনুসারে কীটনাশকের শ্রেণিবিন্যাস ছক আকারে লিপিবদ্ধ কর।
রচনামূলক প্রশ্নাবলি
১। কীটনাশকের শ্রেণিবিন্যাসের উদাহরণসহ বর্ণনা দাও।
২। বাংলাদেশে দ্বিতীয়বার কীটনাশক অধ্যাদেশ (সংশোধনী) জারি করা হয় কেন? কীটনাশক রেজিস্ট্রেশন দেওয়ার পূর্বে কী কী শর্ত পূরণ করতে হয়?
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। ডেড হার্ট এবং হোয়াইড হেড কাকে বরে?
২। গলমাছিকে অন্য কী নামে ডাকা হয়?
৩। ‘গল’ কীভাবে তৈরি হয়?
৪। চুংগী পোকার জীবনচক্র কত দিন?
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। ধানের হলুদ মাজরা পোকার জীবনচক্র লেখ।
২। ধানের কালো মাথা মাজরা পোকার জীবনচক্র লেখ।
৩। ধানের ‘গল মাছির’ ক্ষতির ধরন ও লক্ষণসমূহ লেখ।
রচনামূলক প্রশ্নাবলি
১। ধানের মাজরা পোকার ক্ষতির ধরন ও লক্ষণ এবং দমন ব্যবস্থা সম্পর্কে লেখ।