Plant Engineering & Maintenance Suggestions for Mechanical, Power & RAC Technology 6th semester final exam 2024 I Under BTEB Diploma in engineering 6th semester Plant Engineering & Maintenance final exam will be held on 01 December. Plant Engineering & Maintenance Suggestions will going to be vital for all Mechanical, Power & RAC technology students. Papel edu care super suggestions may help those who are in polytechnic 6th semester final examinee.
প্রথম অধ্যায় ।। প্লান্ট লোকেশন ও লে-আউট
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। প্লান্ট ইঞ্জিনিয়ারিং কাকে বলে?
উত্তরঃ একটি শিল্পকারখানা / ওয়ার্কশপ কীভাবে সজ্জিত হবে, কোন মেশিন কোথায় এবং মেশিনের প্রধান
অংশসমূহ কী বরাবর স্থপিত হবে, কী ধরনের দ্রব্য সেখানে উৎপাদিত হবে, শ্রমিক, মালামাল কোন
প্রকৃতিতে এবং কীভাবে চলাফেরা / সরবরাহ করবে / হবে ইত্যাদি নিয়ে প্রকৌশল বিজ্ঞানে যে শাখাতে আলোচনা
করা হয়, তাকে প্লান্ট ইঞ্জিনিয়ারিং বলে।
২। কারখানার স্থান নির্বাচনের প্রধান ৮টি উপাদানের নাম লেখ।
উত্তরঃ
৩। অবস্থান ব্যয় সারমর্ম চার্ট কী?
উত্তরঃ কারখানার স্থান নির্বাচনে দুটি খরচের বিষয় বিবেচনার মধ্যে আনতে হয়। একটি হলো স্থায়ী খরচ এবং
অন্যটি হলো পরিবর্তনশীল খরচ। কারখানার সম্ভাব্য স্থানের এ দু’প্রকার খরচের তুলনামূলক বিশ্লেষণ একটি
চার্টের মাধ্যমে উপস্থাপন করতে হয়। এ চার্টই হলো অবস্থান ব্যয় সারমর্ম চার্ট।
৪। কারখানার জন্য স্থান নির্বাচনের ভিত্তি দুটি কী কী?
উত্তরঃ কারখানার জন্য স্থান নির্বাচনের ভিত্তি দুটি-
৫। কারখানার সঠিক স্থান নির্বাচনে কী কী সুবিধা পাওয়া যায়?
উত্তরঃ
৬। কারখানা বিন্যাস কাকে বলে? কারখানা বিন্যাসের ৫টি উদ্দেশ্যের নাম লেখ।
উত্তরঃ একটি কারখানার উৎপাদন কার্যক্রমকে সুন্দর ও সহজভাবে সুসম্পন্ন করার জন্য যন্ত্রপাতি, পরিবহন
যন্ত্রপাতি, কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্যের গুদাম ঘর, জিনিসপত্র রাখার স্থান, যাতায়াতের গলিপথ, উৎপাদন
সহায়তাকারী অন্যান্য বিষয়ের যথাযথ অবস্থান নির্ধারণ বা বিন্যাসকেই কারখানা বিন্যাস বলে।
কারখানা বিন্যাসের মূলভিত্তিঃ
৭। যন্ত্রপাতি বিন্যাস কাকে বলে?
উত্তরঃ কারখানা বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য বিধান করে পূর্বপরিকল্পিত উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কারখানার
প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংক্ষিপ্ত করে স্থাপন করাকে যন্ত্রপাতি বিন্যাস বলে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। কীভাবে সুবিধাজনক কারখানার স্থান নির্বাচন করা যায়?
উত্তরঃ কারখানার সঠিক স্থান নির্বাচনের জন্য প্রায় ১৪ টি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এ উপাদানগুলো ভালোভাবে
বিচার বিশ্লেষণ করে কারখানার স্থান নির্বাচন করতে হয়। উপাদানগুলো হলো-
২। কারখানার সঠিক স্থান নির্বাচনের সুবিধা কী কী?
উত্তরঃ সঠিক স্থান নির্বাচনের ফলে যে সুবিধাবলি পাওয়া যায় তা নিচে উপস্থাপন করা হলো-
৩। কারখানা বিন্যাসের উদ্দেশ্য কী কী? যে কোনো তিনটি উদ্দেশ্যের বিবরণ দাও।
উত্তরঃ কারখানা বিন্যাসের উদ্দেশ্যাবলি:
গমনাগমনের সুবিধাঃ কারখানার সাজসরঞ্জাম ও যন্ত্রপাতি বিন্যাসের সময় শ্রমিক-কর্মী ও মালামাল
চলাচলেলর সন্তোষজনক ব্যবস্থা রাখতে হবে।
ভারসাম্য উৎপাদন প্রক্রিয়াঃ উৎপাদনের বিভিন্ন উপাদান যেমন- মানুষ, রসদপত্র, যন্ত্রপাতি এবঙ অন্যান্য
আনুষঙ্গিক কাজের ভিতর সঠিক সমন্বয় সাধন করে কার্যসম্পাদনের সঠিক এবং সহজ গতি বজায় রাখতে
হবে।
স্থানের মিতব্যয়িতাঃ কারখানা গৃহে যন্ত্রপাতি বিন্যাস এমনভাবে করতে হবে, যেমন কারখানার সকল স্থানের
সঠিক ব্যবহার হয়। অর্থাৎ, বেশি স্থান যেন ব্যয় না হয়।
৪। কারখানা বিন্যাস ও যন্ত্রপাতি বিন্যাসের মাঝে পার্থক্য দেখাও।
উত্তরঃ নিচে কারখানা বিন্যাস ও যন্ত্রপাতি বিন্যাসের মাঝে পার্থক্য দেখানো হলো-
কারখানা বিন্যাস | যন্ত্রপাতি বিন্যাস |
একটি কারখানার উৎপাদন কার্যক্রমকে সুন্দর ও সহজভাবে সুসম্পন্ন করার জন্য যন্ত্রপাতি, পরিবহন যন্ত্রপাতি, কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্যের গুদাম ঘর, জিনিসপত্র রাখার স্থান, যাতায়াতের গলিপথ, উৎপাদন সহায়তাকারী অন্যান্য বিষয়ের যথাযথ অবস্থান নির্ধারণ করাকে কারখানা বিন্যাস বলে। | কারখানা বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে পৃথক পরিকল্পিত উদ্দেশ্যে অর্জনের লক্ষ্যে কারখানা প্রয়োজনীয় যন্ত্রপাতিসমূহকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সজ্জিতকরণকে যন্ত্রপাতি বিন্যাস বলে। |
কারখানা বিন্যাসে পরিবহন, যন্ত্রপাতি, কাঁচামাল সংরক্ষণ, স্টোর রুম ইত্যাদি বিবেচনা করতে হয়। | যন্ত্রপাতি বিন্যাসে পরিবহন, যন্ত্রপাতি, কাঁচামাল সংরক্ষণ স্টোর রুম, গোডাউন ইত্যাদি বিবেচনা করতে হয় না। |
কারখানা বিন্যাস করার পরেই প্লান্ট লে-আউট করা হয়। | যন্ত্রপাতি বিন্যাসের আগে কারখানা বিন্যাস করতে হয়। |
দ্বিতীয় অধ্যায় ।। প্লান্টের ভিত্তি ও সমরেখকরণ
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। অ্যালাইনমেন্ট কী?
উত্তরঃ মেশিন স্থাপনের সময় মেশিনের বড় বড় স্থির এবং চলমান অংশগুলো একটির সাথে অন্যটির নির্দিষ্ট
সম্পর্কে যে অবস্থানে ও যে বরাবরে থাকা উচিত সেভাবে স্থাপন করার প্রক্রিয়াকে অ্যালাইনমেন্ট বলে।
২। গ্রাউটিং কী?
উত্তরঃ মেশিনকে মেঝে বা ফাউন্ডেশন ব্লক এর উপর বসিয়ে চূড়ান্তভাবে সমরেখ ও সমতলীয় করার পর ঐ
অবস্থানে তাকে স্থায়ী, দৃঢ় ও মজবুত করার জন্য তরল সিমেন্ট (সিমেন্ট + পানি) মেশিনের বেজ ও
মেঝে বা ফাউন্ডেশন ব্লক এর মধ্যবর্তী ফাঁকে ঢেলে দিয়ে ফাউন্ডেশন বোল্টের গোড়া পর্যন্ত জমানোকে গ্রাউটিং
বলে। এর ফলে ভার বহনের জন্য বেশ বড় জায়গা তৈরি হয়, অর্থাৎ ভার সমস্ত গ্রাউটিং এলাকায় ছড়িয়ে পড়ে।
৩। ফাউন্ডেশন প্লান কী?
উত্তরঃ ভারী মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা এবং কাঙ্ক্ষিত মানের মেঝে এর যে নকশা নির্মাতাগণ
সরবরাহ করে থাকেন, তা ই ফাউন্ডেশন প্লান হিসেবে পরিচিত। এই প্লানে মেশিনের প্রোফাইল,
ফাউন্ডেশন ব্লক এর সাইজ এবং মান, ফাউন্ডেশন বোল্টের স্থান ইত্যাদি সবকিছুই উল্লেখ থাকে।
৪। মেশিন ইনস্টলেশনে মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলো কী কী?
উত্তরঃ মেশিন ইনস্টলেশনে মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলো নিম্নরূপ-
৫। মেশিন টুলসকে সঠিকভাবে সমরেখ করার প্রয়োজনীয়তা কী?
উত্তরঃ মেশিন টুলের যথাযথ সমতল ও সমরেখকরণের প্রয়োজনীয়তা নিম্নরূপ-
৬। ভিত্তির বসন বলতে কী বুঝায়?
উত্তরঃ নির্মিতব্য কাঠামো লোড প্রয়োগ করায় ভিত্তির নিচের মাটি সংকুচিত হলে ভিত্তি খাড়াভাবে নিচের দিকে
ডেবে বা বসে যাওয়াকে বসন বলে।
৭। কফারড্যাম বলতে কী বুঝায়?
উত্তরঃ কফারড্যাম এক ধরনের অস্থায়ী বেষ্টনী, যা নদী, হ্রদ ইত্যাদি এলাকায় নির্মাণকাজ চলাকালীন পানি প্রবেশে
বাধাদান করে। সুতরাং নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকায় পানি প্রবেশে বাধাদান করার জন্য যে
অস্থায়ী বেষ্টনী নির্মাণ করা হয়, তাকে কফারড্যাম বলে।
৮। ভিত্তির প্রকার কী কী বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়, যেমন-
৯। কোন অবস্থায় কম্বাইন্ড ফুটিং ব্যবহৃত হয়?
উত্তরঃ নিম্নলিখিত অবস্থায় কম্বাইন্ড ফুটিং প্রদান করা হয়-
১০। ম্যাট বা র্যাফট ভিত্তি কোন অবস্থায় ব্যবহার করা হয়?
উত্তরঃ
১১। ভিত্তি বা ফাউন্ডেশন বলতে কী বুঝায়?
উত্তরঃ প্রত্যেকটি কাঠামো প্রধানত দুটি অংশে বিভক্ত- একটি সুপারস্ট্রাকচার এবং অপরটি সাব-স্ট্রাকচার বা
ফাউন্ডেশন কোনো কাঠামোর সর্বনিম্ন অংশ, যা মাটির ভিতরে থাকে অর্থাৎ কাঠামোর নিম্নতর অংশকে
ফাউন্ডেশন বা ভিত্তি বলে।
১২। কেইসন কী?
উত্তরঃ মাটি অথবা পানির নিচে প্রয়োজনীয় গভীরতায় ভিত্তি স্থাপনের জন্য যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে
কেইসন বলে। অন্যকথায় কাঠ, স্টিল অথবা কংক্রিট ইত্যাদি দ্বারা নির্মিত বক্সের ন্যায় আয়তাকার অথবা বৃত্তাকার
পানিরোধী কাঠামোকে কেইসন বলে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। শ্যাফট এবং পুলির সমরেখতা বলতে কী বুঝায়?
উত্তরঃ প্লান্টে মেশিনারিজ স্থাপনের সময় বিভিন্ন অংশের মধ্যকার সমরেখকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন-
মেঝের সাথে বেসের, বেসের সাথে অন্যান্য অংশের। আবার শ্যাফটের মাধ্যমে এক মেশিন থেকে অন্য মেশিনে
শক্তি ও গতি পরিবহনের সময় সম্পর্কযুক্ত শ্যাফট এবং তাদের যুক্তকারী অংশ কাপলিং ও পুলির মধ্যেও সমরেখ
অবস্থা থাকতে হয়। যেহেতু শ্যাফট সাধারণত একটি লম্বা যন্ত্রাংশ, যা ঘূর্ণনশীল অবস্থায় কাজ করে। তাই এর সাথে
ঘূর্ণনশীল সম্পর্কযুক্ত যন্ত্রাংশ যেমন- কাপলিং ও পুলির কৌণিক, আনুভূমিক ও উল্লম্বগতভাবে যথাযথ ও প্রত্যাশিত
অবস্থানগত সম্পর্ককে শ্যাফট ও পুলির সমরেখতা বলে।
২। মেশিন স্থাপনে কম্পন কমানোর জন্য কী কী বিষয় বিবেচনা করা হয়?
উত্তরঃ কম্পন কমানোর জন্য মেশিন স্থাপনের সময় নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হয়-
৩। মেশিন টুলের যথাযথ সমতল ও সমরেখকরণের প্রয়োজনীয়তা সুবিধাগুলো লেখ।
উত্তরঃ মেশিন টুলের যথাযথ ও সমরেখকরণের প্রয়োজনীয়তা নিম্নরূপ-
৪। প্লান্ট মেশিনারি স্থাপন ও সমরেখকরণের প্রয়োজনীয়তা লেখ।
উত্তরঃ নিম্নে প্রদত্ত কারণের এবং সুবিধাসমূহ পাওয়ার জন্য প্লান্ট মেশিনারিসমূহ যথাযথভাবে ইনস্টলেশন করা
এবং বিভিন্ন অংশের মধ্যে যথাযথ অ্যালাইনমেন্ট থাকা প্রয়োজন, যথা-
৫। ভিত্তি প্রদানের উদ্দেশ্য বা কাজগুলো লেখ।
উত্তরঃ নিম্নলিখিত উদ্দেশ্য বা কার্যসাধনের জন্য ভিত্তি প্রদান করা হয়, যথা-
লোডের তীব্রতা হ্রাসঃ লোডের তীব্রতা হ্রাস করার জন্য অর্থাৎ কাঠামোর ওজনকে বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেওয়ার
জন্য ভিত্তি প্রদান করা হয়, যাতে ভিত্তিতল অতি বোঝা থেকে এড়াতে পারে।
লোডের সুষম বন্টনঃ সুপারস্ট্রাকচারের অসম লোডকে মাটিতে সমভাবে ছড়িয়ে দেওয়া ভিত্তির কাজ। কাঠামোর
অসম বসন প্রতিরোধের জন্য লোডকে সমভাবে মাটির কঠিন স্তরে প্রদান করা হয়।
সমতল পৃষ্ঠ প্রদানঃ কাঠামোর জন্য শক্তি ও সমতল পৃষ্ঠ প্রাপ্তির জন্য, অর্থাৎ কাঠামোর নির্মাণকাজের সুবিধার্থে
সমতল পৃষ্ঠ পাওয়ার জন্য।
স্থায়িত্বঃ নোঙর হিসাবে সুপারস্ট্রাকচারকে ধরে রাখার জন্য, অর্থাৎ কাঠামোার স্থায়িত্ব বৃদ্ধি, পিছলানো এবং
উল্টানো প্রতিরোধ, অনুভূমিক বল ইত্যাদি প্রতিহতের জন্য।
অন্ডারমাইনিং থেকে নিরাপত্তাঃ বন্যার পানির এবং মাটির গর্তে বসবাসকারী প্রাণীদের হাত থেকে কাঠামোকে
নিরাপত্তা প্রদান করার জন্য।
মাটির সরণ প্রতিরোধঃ ভিত্তির মাটির সংকোচন বা প্রসারণজনিত কারণে বা আর্দ্রতার কারণে সুপারস্ট্রাকচারকে
ক্ষয়ক্ষতির হাত থেকে প্রতিরোধ করার জন্য।
৬। ভিত্তির গভীরতা নির্ণয়ে প্রভাববিস্তারকারী বিষয়সমূহ কী কী, উল্লেখ কর।
উত্তরঃ ভিত্তির গভীরতা নির্ণয়ে প্রভাববিস্তারকারী বিষয়সমূহ নিম্নরূপ-
সম্পূর্ণ সাজেশন উত্তরসহ পেতে আমাদের কোর্সে- এ জয়েন করুন অথবা কল করুন : +880 1723-474442
৬ষ্ঠ সেমিস্টার কোর্স লিংক: https://papeleducare.com/courses/diploma-in-mechanical-6th-semester-engineering/
Besides this all other suggestions like Civil, Electrical, Mechanical, Computer, Electronics, RAC, Food, Electromedical, Automobile, Power and others 6th semester suggestions click here or call us at 01723-474442.
We are in YouTube: https://www.youtube.com/papeleducare
We are in Facebook: https://www.facebook.com/Papeleducare