সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর তালিকা, যোগ্যতা এবং খরচ

সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট-এর তালিকা, যোগ্যতা এবং খরচ।

সরকারি পলিটেকনিক ভর্তির যোগ্যতা ২০২৩-২৪

সরকারি পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য যে কোন শিক্ষাবোর্ড থেকে এসএসসি/ভোকেশনাল (SSC) / দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য গণিত এবং উচ্চতর গণিতে অবশ্যই জিপিএ ৩.০০ থাকতে হবে। ন্যূনতম জিপি একটি ৩.৫০ থাকতে হবে।

সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এ পড়ার খরচ

সরকারি পলিটেকনিকে ৪ বছরে আপনার পড়াশোনার খরচ পড়বে মাত্র কম বেশি ৫০-৬০ হাজার টাকা।

সরকারি পলিটেকনিক-এর ক্ষেত্রে যে খরচগুলো অত্যাবশ্যকঃ

  • প্রতি সেমিস্টারে বই কেনা (নতুন/পুরাতন)-১৫০০-২০০০/৫০০-১০০০)
  • জব শীট তৈরিকরণ সেমিস্টার প্রতি -৫০০টাকার মত (কমবেশি হতে পারে)।
  • বিভিন্ন সময় কলেজের কাজে বা পড়ালেখার কাজে টুকটাক খরচ আছে।

সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এর তালিকা:-

বাংলাদেশের সর্বমোট ৪৯ টি সরকারি পলিটেকনিক আছে। পলিটেকনিক ইনস্টিটিউট গুলো বিভিন্ন জেলা শহরে অবস্থিত। নিচে সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম এবং সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অবস্থান সহ নিচে দেয়া হলো।

ইন্সটিটিউট-এর নামঅবস্থান
১. ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটতেজগাঁও শিল্প এলাকা
২. চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটনাসিরাবাদ
৩. কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটকোটবাড়ি
৪. বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটআলেকান্দা
৫. সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটটেকনিক্যাল রোড, বরইকান্দি
৬. পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটগাংকোলা
৭. বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটশেরপুর রোড
৮. রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটজুম্মাপাড়া
৯. বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটরাঙ্গামাটি
১০. রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটসপুরা
১১. ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটবায়তুল আমান
১২. খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটখালিশপুর
১৩. ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটচড়পাড়া
১৪. দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটবালুবাড়ী
১৫. ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটহাসপাতাল রোড
১৬. যশোর পলিটেকনিক ইনস্টিটিউটশেখহাটি গ্রাম
১৭. কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া সদর
১৮. ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটশেরে বাংলা নগর, আগারগাঁও
১৯. পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটপটুয়াখালী সদর
২০. টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটদেওলা
২১. গ্রাফিক আর্টস ইনস্টিটিউটসাত মসজিদ রোড, মোহাম্মদপুর
২২. বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স৯৫, শহীদ তাজ উদ্দীন আহমেদ স্মরনী, তেজগাঁও শিল্প এলাকা
২৩. বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটরাম্মালা
২৪. চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটউওর হালিশহর
২৫. ফেনী কম্পিউটার ইনস্টিটিউটনতুন রানীরহাট
২৬. কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটসদর
২৭. নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটসদর
২৮. ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটসদর
২৯. সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটলাবসা
৩০. ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটসদর
৩১. সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটফকিরতলা
৩২. ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটবোরহানউদ্দিন উপজেলা
৩৩. বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটঢলুয়া
৩৪. নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটনরসিংদী সদর
৩৫. মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটইটখোলা বাজার
৩৬. খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটখালিশপুর
৩৭. রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটনাওদাপাড়া বাইপাস রোড়
৩৮. চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটকালিয়াপাড়া-কচুয়া রোড়
৩৯. শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটবুড়িরহাট
৪০. ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটইসলামপুর
৪১. হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটগোপায়া
৪২. শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটভাতশালা
৪৩. কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটদক্ষিণ মুহুরী পাড়া
৪৪. গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটচন্দ্রদিঘলিয়া
৪৫. লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটবাইশমারা
৪৬. মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটমিরকাদিম
৪৭. চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটবারঘরিয়া বাজার
৪৮. কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকরিমগঞ্জ
৪৯. মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটশমসের নগর রোড, মাথারকাপন
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট

22 thoughts on “সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর তালিকা, যোগ্যতা এবং খরচ”

      1. বি এম বি ভোকেশনাল থেকে কি ভর্তির হওয়া যাবে ।

      2. ভাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে কত নম্বর বা পয়েন্ট লাগেব ভর্তি হতে বলতে পারবেন?

    1. MD : Fahirul Islam

      আমি কমার্স এ পড়ি। আমার রেজাল্ট ৪্.২৮। ভর্তি হওয়া যাবে?

    2. ২০২৪ সালে ব্যবসায় শিক্ষা শাখায় ৩.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এই পয়েন্ট নিয়ে কি পলিটেকনিক ভর্তির আবেদন করা যাবে?

  1. দেলোয়ার হোসেন আকাশ

    SSC 2.39 এবং HSC 3.08 আমি কি কোন সরকারি পলিটেকনিক এ ইলেকটিক্যাল এ পড়ার চান্স পাবো?

  2. MD: BELLAL HOSSAIN BADHON

    I have completed my SSC exam in 2024 ,,,,So now I want to get admission in any government pedagogy

  3. MD: BELLAL HOSSAIN BADHON

    I have completed my SSC exam,,,,So now I want to get admission in any government pedagogy

  4. সাব্বির আহম্মেদ

    সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হতে এসএসসিতে মিনিমাম কত মার্ক দরকার,

  5. Abdullah Al Mamun

    আমি SSC পরীক্ষায় 4.33 পাইছি। আমি কি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবো।

  6. এসএসসি ২০২৪ এ বিগ্ঙান বিভাগ থেকে ৪.৬৭ পেয়েছি
    আমি কি সরকারি পলিটেকনিক এ ভর্তি হইতে পারবা

  7. Tanjimul Islam

    আমি SSC পরিক্ষায় GPA 5.00 পেয়েছি আমি কি ভর্তি হতে পারবো

  8. RIFAT HASAN PRINCE

    আমি বিজ্ঞান বিভাগ থেকে ssc GPA 3.67 পেয়ে পাস করেছি আমি কি পলিটেকনিকে ভতি হতে পারবো?

  9. SSC 3.44 সরকারি পলিটেকনিকে যেকোনো বিষয়ে কী চান্স পাবো? প্লিজ একটু বলে সাহায্য করবেন

  10. 4.00 নিয়ে কি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স হবে?

  11. শাহিন

    মুক্তি যোদ্ধার নাতিরা কি কোন সু্যোগ পাবে

  12. আমার গণিত ৭৯ এবং উচ্চতর গণিতে ৮৫, আমি কি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট -এ ভর্তি হতে পারবো?

  13. পিয় শিক্ষক আমার 4.18 আমি কী পলিটেকনিকে ভতি হতে পারব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
Categories
Super Suggestion
Update
Scroll to Top