বেসরকারি পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য যে কোন শিক্ষাবোর্ড থেকে এসএসসি/ভোকেশনাল (SSC) / দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ন্যূনতম জিপি একটি ২.০০ থাকতে হবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এস.এস.সি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগে যে কোন সালে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে।
বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এ পড়ার খরচ
বেসরকারি পলিটেকনিকে পড়াশোনার খরচ একটু বেশি। সেখানে প্রতিষ্ঠান ও বিষয় ভেদে খরচ পড়বে আলাদা-আলাদা। সে ক্ষেত্রে ৯০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকার মতো খরচ হবে।
বেসরকারি পলিটেকনিক-এর ক্ষেত্রে যে খরচগুলো অত্যাবশ্যকঃ
প্রতি সেমিস্টারে বই কেনা (নতুন/পুরাতন)-১৫০০-২০০০/৫০০-১০০০)
জব শীট তৈরিকরণ সেমিস্টার প্রতি -৫০০টাকার মত (কমবেশি হতে পারে)।
বিভিন্ন সময় কলেজের কাজে বা পড়ালেখার কাজে টুকটাক খরচ আছে।
বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এর তালিকা:-
আমাদের দেশে সাড়ে ছয় হাজারেরও অধিক বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করানো হয়। দেশের সেরা বেসরকারি পলিটেকনিক এর লিস্ট নিচে দেয়া হলো :-
A V A S Polytechnic Institute (এ ভি এ এস পলিটেকনিক ইন্সটিটিউট)
Aero Technical Institute of Bangladesh (এরো টেকনিক্যাল ইন্সটিটিউট অফ বাংলাদেশ)
Agriculture Diploma Institute (এগ্রিকালচার ডিপ্লোমা ইন্সটিটিউট)
Alfah Polytechnic Institute (আলফাহ পলিটেকনিক ইন্সটিটিউট)
Alhaj Mokbul Hossain Degree College (আলহাজ মকবুল হোসাইন ডিগ্রি কলেজ)
Alif Science & technical School (আলিফ সাইন্স এন্ড টেকনিক্যাল স্কুল)
ALPHA Institute of Science & Technology(আলফা ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি )
AMDA Institute of Engineering & Technology (আমদা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি)
Anwar Polytechnic Institute (আনোয়ার পলিটেকনিক ইন্সটিটিউট)
Aunthentic Institute of Science & Technology (অন্থেন্টিক ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি )
B.S Polytechnic Institute (বি এস পলিটেকনিক ইন্সটিটিউট)
Badiul Alam Science & Polytechnic Institute (বদিউল আলম সাইন্স এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট )
Baghmara Polytechnic Institute (বাঘমারা পলিটেকনিক ইন্সটিটিউট)