Vocational Trade 1 Suggestions 2022 I

Shape Image One
Vocational Trade 1 Suggestions 2022 I

Vocational trade 1 Suggestions all trade. SSC Vocational trade 1 and dakhil vocational trade 1 Suggestions 2022 . All trade with some answer.

Vocational trade 1 suggestions 2022 (Building maintenance)

অতি সংক্ষিপ্ত

১. ছাদের ছাদ কাকে বলে?

২. ছাদ কত প্রকার?

৩. র‌্যাফেটার কি?

৪. টাইলস কি?

৫. পেয়িন্টের সংজ্ঞা কি?

৬. সোকপিট কাকে বলে?

৭. প্রাক্কলন কাকে বলে? 

৮. প্রাক্কলন কত প্রকার?

৯. ভারনিশ কি?   

১০. স্যবল ওয়াল কি?

১১. ফ্লাট কাকে বলে?

১২. ফ্লাট এর জন্য কেমন ভুমি বেশি ভালো?

১৩. টাইলস কত প্রকার?

১৪. পেইন্টের চাহিদা কেমন?

১৫. কংক্রিট কাকে বলে?

উত্তর: সিমেন্ট, বালু, খোঁয়া নির্দিষ্ট অনুপাতে পানির সংমিশ্রণে তৈরি কৃত্রিম পদার্থকে কংক্রিট বলে।

১৬. কংক্রিট কত প্রকার?

উত্তর: কংক্রিট মূলত দুই প্রকার-প্লেইন কংক্রিট বা পি.সি.সি এবং আর.সি.সি কংক্রিট বা আর.সি.সি।

১৭. এক ব্যাগ সিমেন্ট এর ওজন কত?

১৮. এক ব্যাগ সিমেন্ট এর আয়তন কত?

১৯. মেঝে কাকে বলে? (আসবেই) 

২০. মেঝে কত প্রকার?

উত্তর: মেঝে ১৮ প্রকার।

২১. বিম কাকে বলে ? (আসবেই) 

২২. স্টিলের বিম কোন ক্ষেত্রে বেশি উপযোগী

২৩. ভিত্তি কাকে বলে?

উত্তর: ইমারতের সবচেয়ে নিচের অংশ ভিত্তি যা, ইমারতের সকল ভর বা ওজন মাটির গভীরে পৌছে দেয়।

২৪. বিসৃত ভিত্তি কি?

উত্তর: একতলা থেকে পঁচ/ছয় তলা বিশিষ্ট সাধারণ দালানের জন্য যে ভিত্তি ব্যবহার করা হয় তাকে বিস্তৃত ভিত্তি বলে।

২৫. ভিত্তির বেড কি?

২৬. রড ফেব্রিকেশন কাকে বলে?

উত্তর: কন্সট্রাকশন কাজে যেখানে লোহা ব্যবহার করা হয় সেখানে প্রয়োজনীয় শেপ অনুযায়ী রড কাটা এবং বেন্ডিং প্রক্রিয়াকে রড ফ্রেব্রিকেশন বলে।

২৭. রডে কেন মরিচা ধরে?

উত্তর: খোলা স্থানে বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে এসে রডের মরিচা ধরে।

২৮. এম এস রড কি

২৯. এম এস রড কত প্রকার?

৩০. ২টি এম এস রডের নাম লিখ?

৩১. লে আউটের সংজ্ঞা দাও। (আসবেই)

উত্তর: কাগজে আকা ভবনের নকশাকে প্রকৃত মাপ অনুসারে জমিতে স্থানান্তর করারে প্রকৌশলবিদ্যায় লে-আউট বলে।  

এগুলো ভাল ভাবে পড়লে শতভাগ কমন আসবে, , ,

এবার আসুন , , ,

papel edu care YouTube Channel for more videos

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ছাদ কত প্রকার, ও কি কি ?

উত্তর: নির্মাণ উপকরণের উপর ভিত্তি করে ছাদ পাঁচ প্রকার। যেমন-

ক. টিনের ছাদ খ. টালির ছাদ গ. অ্যাসবেসটস সীটের ছাদ ঘ. ফেরো সিমেন্টের ছাদ ও ঙ. আরসিসি ছাদ।

২. র‌্যাফটার কি ও কত প্রকার?

৩. ভাল ছাদের গুনাবলি লিখ?

৪.  ট্রাস এর সংজ্ঞা লিখ?

৫. স্যাবল ওয়াল কাকে বলে এবং কত প্রকার?

৬. ভার্নিশের সংজ্ঞা লেখ?  

৭. ভার্নিশের উপাদান কি কি?

৮. ইম্পেকশন পিট বলতে কি বুঝো?  

৯. প্রাক্কলন এর ব্যাখ্যা দাও?

১০. দরপত্র বলতে কি বুঝ?

১১. প্রাক্কলন কত প্রকার তা ব্যাখ্যা কর?

১২. পেইন্ট ও ভার্নিশের মাঝে পার্থক্য লেখ? 

১৩. মেঝে বলতে কি বুঝায় ব্যাখ্যা কর? (আসবেই) 

উত্তর: যেকোন ইমারতের যে স্থানে মানুষ বসবাস করে, তাকে মেঝে বলে। অর্থাৎ ঘরের পায়ের নিচের জায়গাই হলো মেঝে। যে সমস্ত দালানের অনেকগুলো ফ্লোর থাকে সেক্ষেত্রে ভূমির উপরের প্রথম ফ্লোরকে গ্রাউন্ড ফ্লোর এবং একতলার ছাদকে দোতলার মেঝে বলে।

১৪. ভিত্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর?

উত্তর: ভিত্তির উপরই ভবন বা স্ট্রাকচার দন্ডায়মান থাকে। ভিত্তি ভবনের ওজন বহন করে এমন ধারণা ঠিক নয়। ভবনের ওজন নিরাপদভাবে ভূমিতে দেওয়াই ভিত্তির উদ্দেশ্য। এটা ভবন তৈরির সমতল ক্ষেত্র হিসেবে কাজ করে। এটা ভবনের কাঠামোকে খাড়া রাখে ও বেঁকে যাওয়া থেকে রক্ষা করে। ভবনের ওজন পড়ায় নিচের মাটি সংকুচিত হয়। ভিত্তি সর্বত্র সমানভাবে মাটির সংকোচন হওয়ায় সাহায্যে করে।

১৫. লে আউট দেওয়ার সময় কি কি সর্তকতা অবলম্বন করতে হবে?

উত্তর: লে আউট দেওয়ার সময় যেসব সর্তকর্তা অবলম্বন করা হয় সেগুলো হল:

১) সঠিকভাবে লে-আউট দেয়া না হলে বিল্ডিং এর আকৃতি পরিবর্তিত হয়ে যাবে, যা পরবর্তীতে ঠিক করা দুঃসাধ্য ব্যপার।

২) লে-আউট দেয়ার সময় বাড়ি বাহিরের মাপ ঠিক আছে কিনা ভালোভাবে নজর দিতে হবে।

রচনামূলক প্রশ্ন

১. ঢালু ও সমতল ছাদের মধ্যে পার্থক্য ছক একে লেখ ?

২. ইম্পেকশন পিট নির্মাণের উদ্দেশ্য বর্ণনা কর?

৩. দরপত্রের প্রয়োজনিয়তা বর্ণনা কর?

৪. ফ্লাট বা সমতল ছাদের সুবিধা ও অসুবিধা উল্লেখ কর ?

৫. সোকপিট এর গঠন ও কার্যপ্রণালী?

৬. সিমেন্ট কংক্রিট ফ্লোরিং নির্মাণ কৌশল বর্ণনা কর?

৭. প্রাক্কলন এর প্রয়োজনীয়তা লিখ? 

৮. টাইলস স্থাপন করার পদ্ধতি আলোচনা কর অথবা সিরামিক টাইলস স্থাপন করার পদ্ধতি লেখ?

বর্ণনামূলক প্রশ্ন সুপার চয়েজ,,,

২…৫ .৬..৭..৮…..

You can also enroll our online course

ssc vocational trade 1 General Electrical Suggestions 2022

অতি সংক্ষিপ্তঃ

১. ফেজ অর্থ কি ?

২. এসি তিন ফেজ ব্যবস্থায় ফেজ এঙ্গেল কত?

৩.  লাইন ভোল্টেজ কাকে বলে?

৪.  সিঙ্গেল ফেজ মটর কাকে বলে?

৫. সিলিং ফান এ কোন ধরনের মটর ব্যবহার করা হয়?

৬. সেন্ট্রি ফিওগল সুইচ কি?

৭.  ক্যাপাসিটর মোটরে কন ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়? 

৮. ডিসি মোটর কাকে বলে?

৯   মোটর স্থির অবস্থায় এর ব্যাক ই.এম.এফ কত থকে? 

১০. ডিসি মোটরের ব্যবহার লেখ?

১১. ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ কাকে বলে?

১২. তিন ফেজ পদ্ধতির ফেজ ভোল্টেজ গুলোর মধ্যে কোণিক পার্থক্য কি?

১৩. লাইন ভোল্টেজ কাকে বলে?

১৪. ট্রান্সফরমার কি?

১৫. ট্রান্সফরমারে কোন বিদ্যুতিক রাশিগুলোর পরিবর্তন হয় না?

১৬. ট্রান্সফরমার এ ব্যবহৃত তেলের নাম কি?

১৭. ট্রান্সফরমার এ অ্যামপিয়ার টার্ন কি?

১৮. এসি জেনারেটর কি?

১৯. জেনারেটর এর ফিল্ডে কি ধরনের ভোল্টেজ সাপ্লাই দেয়া হয়?

২০. এক্সাইটেশন কি?

২১. এসি জেনারেটর এ প্রাইমমুভার হিসেবে কি ব্যবহার করা হয়?

২২. এসি জেনারেটর এ প্রধান অংশ কয়টি ও কি কি?

২৩. প্রাইম মুভার কি?

২৪. মোটরের প্রধান ১টি অংশের নাম লিখ?

২৫. যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার নাম কি?

২৬. বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়?

২৭. ডিস্ট্রিবিউশন লাইন বলতে কি বুঝ?

২৮. বাংলাদেশে উৎপন্ন জেনারেটিং ভোল্টেজ কত হবে?

২৯. বাংলাদেশে সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত হবে?

৩০. আমাদের বাসাবাড়িতে সাধারণ কত ভোল্টেজ ব্যবহার করা হয়?

৩১. শহরের পোলে কয়টি তার ব্যবহার করা হয়?

৩২. শহরের পোলে ব্যবহৃত তারগুলোকে কি কি নামে চিহ্নিত করা হয়?

৩৩. Y, R, B, SL ও N বলতে কি বুঝায়?

এগুলো ভাল ভাবে পড়লে শতভাগ কমন আসবে, , ,

এবার আসুন , , ,

Vocational trade suggestions 2022 সংক্ষিপ্ত প্রশ্ন

১. ডেল্টা সংযোগ কাকে বলে?

২. ডেল্টা সংযুক্ত সার্কিটে সুষম লোডের পাওয়ার নির্ণয় কর?

৩. স্টার সংযিত সার্কিটের চিত্র একে, ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ দেখাও?

৪. তিন ফেজ চার তার স্টার সংযোগ এ নিউট্রাল তার কোনটি তা চিত্র অঙ্কন করে দেখাও?

৫. বিদ্যুৎ উৎপাদন গুলোর পদ্ধতির নাম লিখ?

৬. ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝায়?

৭. শহরের পোলে ৬টি তার ব্যবহার করা হয় কেন?

৮. প্রাইম মুভার কাকে বলে,প্রাইমমুভার হিসেবে কি ব্যবহার করা হয়?  

৯. প্রাইম মুভার কাকে বলে?

১০. স্লিপ রিংয়ের কাজ কি?

১১. এসি জেনারেটর ইফিসিএনসি বলতে কি বুঝ?

১২. এসি জেনারেটর এ ফিল্ড এক্সাইটেশন কেন দেয়া হয়?  

১৩. ডিসি মটরের শ্রেণী বিভাগ উল্লেখ কর?

১৪. মটরের বিভিন্ন অংশের নাম লিখ?

১৫. ডিসি মটর কত প্রকার ও কি কি?

১৬. একটি তিন ফেজ ডেটা সংযজিত সার্কিটের লাইন কারেন্ট ৯ এম্পিয়ার হলে, ফেজ ভোল্টেজ কত?

Vocational trade suggestions 2022 রচনামূলক প্রশ্ন

১. তিন ফেজ স্টার পদ্ধতিতে পাওয়ার নির্ণয় কর?

২. ডিসি মোটরে টর্ক কিভাবে উৎপন্ন হয় বর্ণনা কর?

৩. স্টার ডেল্টা ম্যানুয়াল স্টার্টারের সাহায্যে মোটর চালু করার সার্কিট চিত্র অঙ্কন কর?

৪. মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তনের করার পদক্ষেপ গুলো লেখ?

৫. ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থার সিংগেল লাইন ডায়াগ্রাম অংকন করে তাতে ব্যবহৃত বিভিন্ন ট্রান্সফরমার ও ফিগারের অবস্থান দেখাও?

বর্ণনামূলক প্রশ্ন সুপার চয়েজ,,,

২…৫ .৬………

SSC Vocational Trade 1 Suggestions Computer and ICT

Vocational trade suggestions 2022 অতি সংক্ষিপ্ত

১. ডাটাবেজ কী ?

উত্তরঃ পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেজ।

২. ফিল্ড কী ?

 উত্তরঃ ফিল্ড হলো রেকর্ডের ক্ষুদ্রতম অংশ।

৩. রেকর্ড কী?

উত্তরঃ অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকড।

৪. কোয়েরী কী অথবা কোয়েরী শব্দের অর্থ কী ?

উত্তরঃ কোন ডাটাবেজ হতে নির্দিষ্ট শর্তের মাধ্যমে নির্দিষ্ট কোন ডাটা কে অতি দ্রুত ও খুব সহজে প্রদর্শন করাই কোয়েরী।

৫. ফর্ম কী ?  

উত্তরঃ ডাটাবেজে প্রক্রিয়াকৃত বা চূড়ান্তভাবে মনোনীত ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার মাধ্যমে ফ্রম বলে।

৬. রিপোর্ট কী ?

উত্তরঃ একাধিক টেবিলে রক্ষিত অসংখ্য ডাটা থেকে কেবলমাত্র প্রয়োজনীয় ডাটা সমূহকে মুদ্রণ উপযোগী করে তোলার জন্য যা ব্যবহৃত হয় তাকে রিপোর্ট বলা হয়।

৭. ম্যাক্রো কী ?

উত্তরঃ  ম্যাক্রো হলো ডাটাবেজের একটি শক্তিশালী উপাদান।

৮. DBMS এর পূর্ণনাম লিখ ?

উত্তরঃ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Data Base Management System)

৯. DBMS কী ? উত্তরঃ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হল পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।

১০. ফর্মের সুবিধা লেখ ?

উত্তরঃ ফর্ম একটি রেকর্ডের সবগুলো ফিল্ড কে একত্রে পরিদর্শন করে। তাছাড়া ডাটা টেবিল এর ন্যায়  ফর্মেও ডাটা এন্ট্রি করা যায়।

১১. মাইক্রোসফট কী ?

উত্তরঃ মাইক্রোসফ্ট হলো একটি ডাটাবেজ প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেস কে সংক্ষেপে বলা হয় ডিবিএমএস। এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট সিস্ট।

১২. উপাত্ত কী? অথবা উপাত্ত বলতে কী বোঝায় ?

উত্তরঃ  উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক।

১৩. দুটি ডাটাবেজ সফটওয়্যার এর নাম লিখ ?

উত্তরঃ ১. মাইক্রোসফট ২. লিনাক্স।

১৪. কাস্টমাইজ টেবিল কাকে বলে ?

উত্তরঃ  কম্পিউটার ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ডাটাবেজ তৈরীর প্রয়োজন হয়। ডাটাবেজ অনুযায়ী কোন টেবিল তৈরি করা হলে তাকে কাস্টমাইজড টেবিল বলে।

১৫. ডাটা  টাইপ কী?

উত্তরঃ আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হয়। এজন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ডাটাবেজের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আর ডাটাবেজ মানেই হলো বিভিন্ন রকম বা বিভিন্ন ধরনের অসংখ্য ডাটার সমাহার। তাই বিভিন্ন রকম বা বিভিন্ন ধরন গুলোকে ডাটা টাইপ  বা উপাত্তের ধরন বলা হয়।

১৬. ফিল্ড  প্রপার্টিজ কী ?উত্তরঃ কোন ফিল্ডের বৈশিষ্ট্যকে সেই ফিল্ডের প্রোপার্টিজ বলা হয়।

১৭. ইনপুট মাস্ক কী ?

উত্তরঃ অনেক জাতীয় ফিল্ড ডাটার জন্য ইনপুট মাস্ক প্রপার্টি রয়েছে। এসকল ফিল্ডে কিভাবে ডাটা ইনপুট করা হয়ে থাকে তা ইনপুট মাস্ক দ্বারা নিয়ন্ত্রণ করা যায়।

১৮. ডিফল্ট ভ্যালু কী ?

উত্তরঃ কোন ফিল্ডের জন্য কোন কমন ডাটা থাকলে তাকে ডিফল্ট ভ্যাল্যু হিসেবে উল্লেখ করে দেওয়া যায়।

১৯. ভ্যালিডেশন রুল কী ?

উত্তরঃ ফিল্ডে কোন ডাটা ইনপুট করার সময় ভ্যালিডেশন ডাটা কনফার্ম করে।

২০. ভ্যালিডেশন টেক্সট কী ?

উত্তরঃ ফিল্ডে কোন ডাটা ইনপুট করার সময় যদি ভ্যালিডেশন রুল ডাটা কনফার্ম না করে তখন ভ্যালিডেশন টেক্সট ইরর মেসেজ হিসেবে প্রদর্শিত হয্।

২১. ফিল্ড সাইজ কী ?

উত্তরঃ ফিল্ড সাইজে ফিল্ডের আকার কত ক্যারেক্টার হবে তা এখানে নির্ধারণ করে দিতে হয়। ফিল্ড সাইজ ইচ্ছামত পরিবর্তন করা যায়।

২২. ডাটাটেবিল কী? অথবা টেবিল কী ?

উত্তরঃ ডাটা টেবিল হচ্ছে ডাটাবেজ এর একটি মৌলিক উপাদান। এটি রো এবং কলামের সমন্বয়ে গঠিত হয়।

২৩. রেকর্ড কাকে বলে ?

উত্তরঃ  অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।  ডাটা টেবিলের ফিল্ড সমূহের যেসব তথ্যবলি সারি বা সারিসমূহের এন্ট্রি করা হয় ওই সমস্ত ফিল্ড সমূহের প্রতিটি সারির তথ্যগুলির সমষ্টিকে রেকর্ড বলে।

২৪. স্কুল ডাটাবেজের ফিল্ডগুলোর নাম লিখ ?

উত্তরঃ  স্কুল ডাটাবেজে বিভিন্ন ধরনের ফিল্ড থাকতে পারে। তবে সাধারণত স্কুলের ছাত্র-ছাত্রীদের নমুনা ডাটাবেজে- Registration no, Name, Class roll no, Postofice, Upajela, District ইত্যাদি ফিল্ড থাকতে পারে।

২৫.  ব্যাংক সিস্টেম ডাটাবেজ সাধারণত কি কি ফিল্ড নিয়ে গঠিত?

উত্তরঃ  ব্যাংকিং ডাটাবেজে বিভিন্ন-ধরনের-ফিল্ড থাকতে পারে, তবে একটি ব্যাংক সিস্টেমের নমুনা ডাটাবেজে হিসেবে, Account no, Transection number, check no, Dipojit, Balance ইত্যাদি নির্ধারণ করা যেতে পারে ।

২৬. অ্যালগরিদম কী ?

উত্তরঃ অ্যালগরিদম হলো প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে লিপিবদ্ধ করা।

২৭.  প্রোগ্রাম ফ্লোচার্ট কী ?

উত্তরঃনকম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফলো চাট ব্যবহার করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে

এগুলো ভাল ভাবে পড়লে শতভাগ কমন আসবে, , ,

এবার আসুন , , ,

Vocational trade suggestions 2022 সংক্ষিপ্ত প্রশ্ন

১. RDBMS কী ?

উত্তরঃ আরডিবিএমএস  মূলত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কে বলা হয়। এই ধরনের ডাটাবেজের তথ্যগুলিকে টেবিলের  কলাম ও সারির হিসেবে বিন্যস্ত করা হয় প্রতিটি কলামের এবং প্রতিটি ফিল্ডের নির্দিষ্ট শনাক্তকারী সংকেত থাকে পরে ডাটাবেজ থেকে ছোট ছোট প্রয়োজনীয় ডাটা তৈরি করে তাদের শনাক্তকারী আন্তঃসম্পর্ক গড়ে তোলা হয় প্রতিটি ক্ষেত্রে এমন ভাবে তৈরি করা হয় যাতে একটি নিয়ন্ত্রণ ডাটা ফাইল নতুন ডাটা এন্ট্রি করলে তার প্রভাব পড়ে এভাবে গড়ে ওঠে রিলেশনাল ডাটাবেজ আর এই রিলেশনাল ডাটাবেজ ব্যবস্থাপনার জন্য যে সিস্টেম গড়ে তোলা হয় তাকে বলা হয় রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম  বা আর ডিবিএমএস

২. উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য লিখ ?

উত্তরঃ নিচে উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য দেওয়া হলঃ

উপাত্ততথ্য
১. তথ্যের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডাটা বা উপাত্ত।১. অনেকগুলো ডাটার সমন্বয়ে গঠিত হয় তথ্য
২. ডাটা বা উপাত্ত হলো তথ্যের উপাদান।২. তথ্য হলো ডাটা বা উপাত্তের প্রক্রিয়াজাত রূপ।
৩. ডেটা বা উপাত্তসমূহ সাধারণত বিচ্ছিন্ন অবস্থায় থা…৩. তথ্যসমূহ সাধারণত বিভিন্ন ফিল্ডে বিভক্ত থাকে।
৪. উপাত্ত বা ডেটা তথ্যের ওপর নির্ভরশীল নয়।৪. তথ্য উপাত্ত বা ডেটার উপর নির্ভরশীল।

৩. ডাটাবেজের ব্যবহারিক ক্ষেত্রসমূহ বর্ণনা কর ?

উত্তরঃ  প্রয়োজন অনুযায়ী ডাটাবেজ তৈরি করার পর ডাটাবেজকে বিভিন্ন কাজে ব্যবহার করাই হচ্ছে ডাটাবেজ সিস্টেম এর প্রধান কাজ নিচে ডাটাবেজ ব্যবহারের কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্রে উল্লেখ করা হলোঃ

 ১। বিভিন্ন ধরনের তথ্য নিয়ে সেসব প্রতিষ্ঠানের কাজ করে তার মধ্যে পরিসংখ্যান নির্বাচন কমিশন, শিক্ষা উন্নয়ন, ইত্যাদি প্রতিষ্ঠান।

২। ব্যাংকের বিভিন্ন কাজ যেমনঃ গ্রাহকের বিবরণ ব্যালেন্স, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন, ব্যাংকিং লেনদেন, ক্রেডিট কার্ড ইত্যাদি।

৩।  বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের বিবিধ তথ্য, রেজিস্ট্রেশন, গ্রেডিং ইত্যাদি কাজে ব্যবহার করা যায়।

৪।  বিভিন্ন উৎপাদন কারখানায় উৎপাদনের মজুদ চাহিদা অর্ডার স্টোর ইত্যাদি কাজে ব্যবহার করা যায়

৫। বিভিন্ন প্রতিষ্ঠান কর্মচারীদের ব্যক্তিগত নথিপত্র বেতন ভাতাদি ওভারটাইম ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।

৪. কতগুলো ডাটাবেজ সফটওয়্যার এর নাম লিখ ?

উত্তরঃ বর্তমানে অনেক ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটারের ব্যবহার করা হয়। উল্লেখযোগ্য কয়েকটি নাম নিচে দেয়া হল-

১। মাইক্রোসফ্ট এক্সেস

২। ওরাকল

৩। এসকিউএল

৪। ডেলফি

৫। ইনফর্মিক্স

৫. DBMS কী ?

উত্তরঃ 

৬. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ লিখ ?

উত্তরঃ

৭. কোয়েরি কত প্রকার ও কী কী ?

উত্তরঃ কুয়েরি বিভিন্ন প্রকার হতে পারে

যেমনঃ সেলেক্ট কোয়েরি, প্যারামিটার কুয়েরি, এসকিউএল কুয়েরি ইত্যাদি।

৮.  উপাত্ত বলতে কি বুঝায় ?

উত্তরঃ উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্রতম একক। উপাত্ত হল ঐ সমস্ত উপাদান, যা প্রক্রিয়া করলে তথ্য বা ইনফরমেশন পাওয়া যায়।  মনে করি, একটা ছেলের, নাম তুহিন, তার বয়স 10 বছর, সে স্কুলে পড়ে, এগুলো সব একেকটি উপাত্ত ।

৯. ডাটাবেজের সুবিধাসমূহ লেখ  ?

উত্তরঃ ১।অতি দ্রুত ডাটা উপস্থাপন করা যায়।

২। অত্যন্ত দক্ষতার সাথে ডাটা পরিচালনা করা যায়

৩। সংরক্ষিত ডাটা কে পরবর্তিতে আপডেট করা যায়।

৪। ডাটাবেজের তথ্যসমূহ কে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডার সাজানো যায়।

৫। অল্পসময়ের বিন্যাস ঘটানো যায়।

১০. মাইক্রোসফট এক্সেলে ডাটা টাইপসমূহের তালিকা তৈরি কর? অথবা পাঁচটি ডাটা টাইপের নাম লিখ ?

উত্তরঃ নিচে মাইক্রোসফট এক্সেল এ ডাটা টাইপ সমূহের তালিকা তৈরি করা হলোঃ

১. Text

২. Memo type

৩. Number Type

৪. Date/ Time

৫. Currency Type

৬. Auto Number

৭. Yes /no

৮. OLE Object(Object Linking and Embeding)

৯. Hyper Link

১০. Lookup Wizard

প্রত্যেকটি ডাটা কোন না কোন ডাটা টাইপ এর অধীনে

১১. নাম্বার ফিল্ডের বর্ণনা দাও ?

উত্তরঃ এটি একটি গাণিতিক ফিল্ড। যেসব ডাটা দিয়ে গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি করার প্রয়োজন হয়। সেই সকল ডাটা নাম্বার টাইপ করতে হয়  ডাটার মানের উপর ভিত্তি করে নাম্বার ফিল্ডকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়।

১২. একটি স্কুল ডাটাবেজ সাধারণত কী কী ফিল্ড নিয়ে গঠিত ?

উত্তরঃ স্কুল ডাটাবেজে বিভিন্ন ধরনের ফিল্ড থাকতে পারে। তবে সাধারণত স্কুলের ছাত্র-ছাত্রীদের নমুনা ডাটাবেজে- Registration no, Name, Class roll no, Postofice, Upajela, District ইত্যাদি ফিল্ড থাকতে পারে।

১৩. ব্যাংক সিস্টেমে ডাটাবেজ সাধারণত কী কী ফিল্ড নিয়ে গঠিত? 

উত্তরঃ ব্যাংকিং ডাটাবেজে বিভিন্ন-ধরনের-ফিল্ড থাকতে পারে, তবে একটি ব্যাংক সিস্টেমের নমুনা ডাটাবেজে হিসেবে, Account no, Transection number, check no, Dipojit, Balance ইত্যাদি নির্ধারণ করা যেতে পারে ।

১৪. High Level প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কি ?

উত্তরঃ উচ্চতার ভাষা মানুষের ভাষার যেমন (ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। উচ্চতর ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে -BASIC, COBOL, PASCAL, JAVA, C++ ইত্যাদি। কম্পাইলার জাতীয় প্রোগ্রাম ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়। এরপর কম্পিউটারে এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে। উচ্চতার ভাষায় প্রোগ্রাম লেখার জন্য প্রোগ্রামারকে বাইনারি কোড সম্পর্কে ধারণা থাকা দরকার নেই। বাইনারি জ্ঞান ব্যতিরেকেই প্রোগ্রামার প্রোগ্রাম রচনা করতে থাকে।

১৫. ১+২+৩+………+ n ধারাটির যোগফল বের করার জন্য এলগরিদম লিখ ?

উত্তরঃ

ধাপ ১- :  শুরু

ধাপ ২-:  যেকোনো একটি সংখ্যা N এর মান গ্রহণ করি।

ধাপ ৩-: যোগফল নির্ণয়ের জন্য চলক S এবং 1,2,3 ইত্যাদি নিদৃষ্ট করার জন্য চলক J যাদের মান যথাক্রমে 0 এবং 1 ধরি

ধাপ ৪- :  S এবং J যোগ করে যোগফল S এ রাখি

ধাপ ৫- :  J এর মান 1 ধরে বৃদ্ধি করি

ধাপ ৬- :  J এর মান N ধরে ছোট বা N এর মান সমান হলে ধাপ ৪এ যাই

ধাপ ৭- :  যোগফল S ছাপায়

ধাপ ৮- :  শেষ করি।

Vocational trade suggestions 2022 রচনামূলক প্রশ্ন

১. মাইক্রোসফট এক্সেস এর লে-আউট উইন্ডোর পরিচয় দাও ?

উত্তরঃ কম্পিউটার চালু হওয়ার পর Start > Programs/All Programs > Microsoft Access > Enter বার্টন/কী চাপলে অথবা মাউসের দ্বারা  Microsoft Access এর উপর ক্লিক করলে মাইক্রোসফট একসেস প্রোগ্রামটি পর্দায় সচল হয়।

Microsoft Access এর লে-আউট উইন্ডেতে টাইটেল বার, মেনু বার, ডাটাবেস টুলবার, ষ্ট্যাটাস বার, টাস্ক বার ইত্যাদি থাকে।

টাইটেল বার (Title Bar): উইন্ডোর শীর্র্ষদেশে মাইক্রোসফট একসেস লেখা লাইন বা বারকেই টাইটেল বার বলে।

মেনুবার (Menu Bar): টাইটেল বারের নীচে File, Edit, View, Insert, Tool, Window, Help  লেখা লাইন বা বারকে মেনুবার বলে।

টুলবার (Tool Bar):  সাধারণত: টাইটেল বারের নীচে বিভিন্ন আইকন বা চিত্র সম্বলিত বারকেই টুলবার বলে। মাইক্রোসফট একসেসে বিভিন্ন টুলবার রয়েছে। তন্মধ্যে ডেটাবেস টুলবারটি ডিফল্ট হিসেবে সেট করা থাকে। টুলবার উইন্ডো থেকে যে কোন টুলবারকে এক্টিভ উইন্ডোতে হিড বা ডিসপ্লে করানো যায়।

ষ্ট্যাটাস বার (Status Bar): উইন্ডোর নীচে ষ্টার্ট-আপ বা টাস্ক বারের উপরে যেখানে Ready (রেডি) লেখা থাকে তাকে ষ্ট্যাটাস বার বলে। এই বারে সর্বদা বিশেষ তথ্য প্রদর্শন করে।

কন্ট্রোল মেনু(Control Menu): টাইটেল বারের শুরুতে চাবি চিহ্নিত বক্সে মাউসের ক্লিক করলে একটি মেনু প্রদর্শিত হয়। একে কন্ট্রোল মেনু বলে।

কোজ (Close):  টাইটেল বারের ডান পাশে ক্রস (Í) চিহ্নিত বার্টনকে কোজ বর্টন বলে। এই বার্টনে কিক করে চলমান উইন্ডো থেকে বের হওয়া যায়।

মিনিমাইজ (Minimize): টাইটেল বারের ডান পাশে বিয়োগ (-)চিহ্নিত বার্টনকে মিনিমাইজ বার্টন বলে। উইন্ডোকে বড় থেকে ছোট করার জন্য এ বার্টনে কিক করতে হয়।

ম্যাক্সিমাইজ (Maximum): টাইটেল বারের ডান পাশে বর্গাকার (¨) চিহ্নিত বার্টনকে ম্যাক্সিমাইজ বার্টন বলে। উইন্ডোকে ছোট থেকে বড় করার জন্য এ বার্টনে কিক করতে হয়।

২. মাইক্রোসফট এক্সেসে একটি নতুন ডাটাবেজ টেবিল তৈরি করার পদ্ধতি বর্ণনা কর ?

উত্তরঃ মাইক্রোসফট একসেসে দুই ভাবে টেবিল তৈরী করা যায়। টেবিল উইজার্ড (Table wizard) ডিজাইন ভিউ (Design view) থেকে।

টেবিল উইজার্ড- এ টেবিল তৈরী করার পদ্ধতি:

  • ডেটাবেজ উইন্ডো থেকে Create Table by using Wizard- এ ডবল কিক করলে টেবিল উইজার্ড বক্স আসবে।
  • উইজর্ডের বাম দিকে Sample Table লেখা অংশে বিভিন্ন টেবিলের নাম থেকে প্রয়োজন মত টেবিল নির্বাচন করতে হবে। এটা নির্বাচন করা হলে উইজার্ডের মাঝের অংশে এটির ফিল্ড সমূহ প্রদর্শিত হবে। সেখান থেকে পছন্দ মত ফিল্ড নির্বাচন করলে তা উইজার্ডের ডান পাশে প্রদর্শিত হয় এবং নতুন টেবিলের ফিল্ড নাম হিসেবে বিবেচিত হয়।
  • ফিল্ড নির্বাচন করা: ফিল্ড নির্বাচিত করা হলে নির্বাচিত ফিল্ড সমূহ Field in my new table বক্সের মধ্যে প্রদর্শিত হবে।

.>   চিহ্নিত বোতাম কিক করে একটি ফিল্ড নির্বাচন করা যায়।

.>>  চিহ্নিত বোতাম কিক করে সকল ফিল্ড একসাথে নির্বাচন করা যায়।

.<    চিহ্নিত বোতাম কিক করে একটি ফিল্ড বাতিল করা যায়।

.<<  চিহ্নিত বোতাম কিক করে সকল  ফিল্ড বতিল করা যায়।

* উইজার্ডের বাম অংশ থেকে Student নির্বাচন করে মাঝের অংশে যথাক্রমে StudentID, First Name, Address, City, Student Number ফিল্ডগুলোতে ডবল কিক করে তা নির্বাচিত করে Finish বার্টনে কিক করলে Student নামে একটি টেবিল তৈরী হবে।

* ডিজাইন ভিউ- এ টেবিল তৈরী করার পদ্ধতি:

ডেটাবেস উইন্ডো থেকে টেবিল ট্যাব নির্বাচন করে এ ডবল ক্লিক করলে ডিজাইন ভিউ আসবে।

* ফিল্ড নেম কলামের প্রথম রো হতে পর্যায়ক্রমে StudentID, First Name, Address, City, Student Number ইত্যাদি লিখতে হবে। Data Type হিসেবে Text নির্বাচন করতে হবে।

* টেবিল Save করার জন্য ফাইল মেনু থেকে Save অপশনে কিক করলে  Save As ডায়ালগ বক্স আসবে টেবিলের নাম লিখে Ok বার্টনে ক্লিক করলে সেভ হবে।

* এবার ফাইল মেনু থেকে Close অপশনে ক্লিক করতে হবে।

৩. একটি ব্যাংকিং ডাটাবেজ তৈরির ধাপসমূহ লিখ ?

উত্তরঃ

৪. একটি স্কুল ডাটাবেজ তৈরির ধাপগুলো লেখ ?

উত্তরঃ ডিজাইন ভিউতে স্কুল ডাটাবেজ তৈরি করাঃ

ধাপ১-

৫. প্রোগ্রাম তৈরির ধাপসমূহ বর্ণনা কর ?

উত্তরঃ  

বর্ণনামূলক প্রশ্ন সুপার চয়েজ,,, ১…এবং …৩…৫…  

বর্ণনামূলক প্রশ্ন সুপার চয়েজ,,,

২…৫ .৬………

SSC Vocational Trade 1 Dress making 2022

Vocational trade suggestions 2022 অতি সংক্ষিপ্ত

১. পোশাক প্রস্তুত প্রনালীর বলতে কি বোঝায় ?  

২. বাংলাদেশের পোশাক শিল্পে শতকরা নারী শ্রমিক কত ?

৩. বর্তমান বাংলাদেশে কতটি গামেন্টস ফ্যাক্টরি আছে ?

৪.  বাংলাদেশে পোশাকশিল্প সর্বপ্রথম কবে স্থাপিত হয় ?  

৫. বাংলাদেশে প্রথম গার্মেন্টস ফ্যাক্টরির নাম কী ?

৬. গার্মেন্টস কাকে বলে ?

৭. পোশাক প্রস্তত পদ্ধতি কীসের উপর নির্ভর করে ?

৮.  শিশুদের দুটি পোশাকের নাম লেখ ?

৯. বানিজ্যিক ভাবে সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার করেন কে ?

১০. পোশাকের সংঙ্গা দাও ?

১১. ফিনিশিং সেকশনের কাজ কী ?

১২. মহিলা এবং পুরুষের পোশাকের পার্থক্য লেখ ?

১৩. ডার্ট কাকে বলে ?

১৪. বটম কাকে বলে ? 

১৫. ফেসিং কাকে বলে ?

১৬. ইনসিম বলতে কী বুঝ  ? 

১৭. ব্যান্ডেড কলার কত প্রকার ও কী কী ?

১৮. টু পিস ব্যান্ডেড কলার কাকে বলে ?

১৯. কম্পোনেট বলতে কী বুঝায়  ?

২০. প্যাচ পকেট কত প্রকার ও কী কী ?

২১. প্লিট কী ?

২২. সেলাইয়ের সংঙ্গা লেখ  ?

২৩. লক স্টিচ কী ?

২৪. হাতের সেলাই কত প্রকার ও কী কী ?

২৫. প্যাটার্ন কাকে বলে ?

২৬. মেজারমেন্ট চার্ট কয় ভাবে করা যায় ?

২৭. শার্টে ইন্টারলাইনিং কোথাই লাগানো হয় ?

২৮. একটি ফতুয়ার অংশ কয়টি ও কী কী ?

২৯. একটি কামিজের মাপ কয়টি ও কী কী ?

৩০. কাপড়ের লে কাকে বলে ?

এগুলো ভাল ভাবে পড়লে শতভাগ কমন আসবে, , ,

এবার আসুন , , ,

Vocational trade suggestions 2022 সংক্ষিপ্ত প্রশ্ন

১. পোশাক প্রস্তত প্রনালির বলতে কী বুঝায় ?   

২. কাটিং সেকশন কাজ বলতে কি বোঝায় ?  

৩. কাটিং সেকশনের কাজের ধাপ ধারাবাহিকভাবে ছক আকারে লেখ ?  

৪. সুইং সেকশনের কাজের ধাপ ধারাবাহিকভাবে ছক আকারে লেখ ?    

৫. ব্যাক রাইজ কাকে বলে  চিত্র সহ লেখ ? 

৬. ফ্রন্ট রাইজ কাকে বলে চিত্র সহ লেখ  ?    

৭. বডি রাইজ কাকে বলে চিত্র সহ লেখ ? 

৮. ডার্ট কত প্রকার ও কী কী চিত্র সহ লেখ ?   

৯.  প্লিট কাকে বলে চিত্র সহ লেখ ?

১০. ফ্লোটিং কাকে বলে চিত্র সহ লেখ ?   

১১.  পাকারিং কাকে বলে চিত্র সহ লেখ ?  

১২. বাটন ডাউন কলার কাকে বলে চিত্র সহ লেখ ? 

১৩. টপ সেন্টর কাকে বলে টপ সেন্টর কত প্রকার ও কী কী চিত্র সহ লেখ?

১৪.  পকেট কত প্রকার ও কী কী চিত্র সহ লেখ?

১৫. কাফ কত প্রকার ও কী কী চিত্র সহ লেখ?

১৬. কলার কত প্রকার ও কী কী  চিত্র সহ লেখ?

১৭. গ্যাদারিং কাকে বলে চিত্র সহ লেখ?

১৮. সেলাইয়ের সংঙ্গা লেখ?

১৯. কয়েকটি হাতের সেলাইয়ের নাম সহ বর্ননা  কর ?

২০. মেশিনের সেলাই কত প্রকার ও কী কী  লেখ?

২১. প্রয়োজনীয় মাপ (টীকাসহ) লেখ?

২২. ফ্রকের অংশ কয়টি ও কী কী  তাদের নাম লেখ?

২৩. একটি ফ্রকের চিত্র অংকন করে তার প্রতিটি আংশ চিহ্নত কর?

২৪. কাপড় বিছানো পদ্ধতি কয়টি ও কী কী?

২৫. পোশাকের কর্তিত অংশ কেন নাম্বারিং করা হয়?

Vocational trade suggestions 2022 রচনামূলক প্রশ্ন

১. পোশাক প্রস্তুত প্রনালী ধারাবাহিক ধাপ বর্ণনা কর ?

উত্তর: যে কোন পন্য উrপাদন করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। পোশাক শিল্প তার ব্যতীক্রম না। এর জন্য দরকার দক্ষ জনশক্তি। প্রয়োজনীয় কাচামাল, যন্ত্রপাতি ও আনুষিক দ্রবাদি। এসব গুলোর পদ্ধতিগত সমন্বয়ে তৈরী করা হয় ক্রেতা চাহিদার উপর নির্ভর করে বিভিন্ন পোশাক। পোশাক প্রস্তুত পদ্ধতি ক্রেতার চাহিদার উপর নিভর করে বিভিন্ন ধাপে সম্পন্ন হয়ে থাকে। নিচে পোশাক  শিল্পে কারকানার পোশাক প্রস্তুতপ্রণালী ( Garment Manufacturing Process)  ছক আকারে দেখানো হলো-

২. কাটিং সেকশনের ধাপ বর্ণনা কর ?      

৩. হাতের সেলাই পদ্ধতি বর্ণনা কর ? 

উত্তর: পৃথিবীতে সর্বপ্রথম হাতের সেলাইয়ের মাধ্যমেই শুরু হয় পোশাক তৈরীর কাজ। পোশাক তৈরীর কাজ শুরু হওয়ার পূর্ব হতে শুরু হয় সেলাই এর কাজ। প্রথমে মানুষ কয়েক পরতা কাপড় একত্রে ভাজঁ করে হাতে সেলাই করে কাথা তৈরী করত। পযায়ক্রমে হাতের সেলাই এর মাধ্যেমে তৈরী হয় পোশাক। মেশিন সৃষ্টির পূর্ব পর্যন্ত মানুষ শুধু নানা ধরনের সেলাইয়ের মাধ্যমে পোশাক তৈরীর সাথে সাথে পোশাকেবর সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা ধরনের জীবজন্তু , লতাপাতা ফুল ও গাছের নকশা তৈরী করত। বর্তমান যুগে পোশাক তৈরীর কাজে হাতের সেলাই প্রায় বিলিন হলে ও তৈরী পোশাক এর মধ্যে এবং নানা ধরনের শাড়ি, চাদর ও কাথার সুচ সুতার কারুকার্য এমন সূক্ষ্ম ও সুন্দর যার মূল্য এবং চাহিদা মেশিনের তৈরী পোশাকের তুলনায় কয়েক গুন বেশী। হাতে সেলাই আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন-

১. সোজা বা রান সেলাই ( Run Stitch)

২. ওরমা বা মুড়ি সেলাই ( Over Edge Stitch)

৩. তুরপাই বা হোম সেলাই ( Hemming Stitch)

৪. তাগাতোলা সেলাই ( Tailor tacking Stitch)

৫. ক্রস সেলাই ( Cross Stitch)

৬.বোতাম ঘর বা কাজ ঘর সেলাই ( Button Hole Stitch)

৭.এমব্রয়ডারি সেলাই ( Embroidery Stitch) ইত্যাদি

৪. মেশিনের সেলাইয়ের বর্ণনা দাও  ?

উত্তর: বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অত্যাধুনিক যন্ত্রপাতির আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রবেশ করে যান্ত্রিক যুগে। েএ যুগে মানুষ চায় স্বল্প খরচে ও স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় জিনিস টি পেতে। মেশিনের সাহায্যে পোশাক তৈরী করতে সময়ের অপচয় যেমন কম হয় তেমনে উrপাদন খরচ ও কম। বর্তমান বিশ্বে অন্যান্য কাজের ন্যায় পোশাক প্রস্তুতের ক্ষেত্রে ও মেশিনের ব্যবহার বেশী দেখা যায়। এমনকি বিভিন্ন ধরনের হাতের সেলাই দ্রুত সম্পন্ন করার জন্য  সৃষ্টি হয়েছে মেশিন।যাকে হ্যান্ড স্টিচ মেশিন (Hand Stitch Machine) বলে।

পোশাক  তৈরীর কাজে বিভিন্ন ধরনের মেশিন ও সেলাই ব্যবহার হলেও মেশিনের সেলাই মূলত দুই প্রকার। যেমন:

 ১. লক স্টিচ (Lock stitch)

২. চেইন স্টিচ (Chain Stitch)

লক স্টিচ (Lock stitch): যে মেশিন ববিন ও ববিন কেস এবং রোটারি হুক বা স্যালেট ও নিডেলের সমন্বয়ে সেলাই তৈরী হয় তাকে লকস্টিচ  মেশিন বলে। এজাতীয় মেশিন দ্বারা যে সেলাই উrপন্ন হয় তাকে লকস্টিচ বলে।যেমন:

১. হ্যান্ড মেশিন

২. পা-চালিত মেশিন

৩. সিঙ্গেল নিডেল লকস্টিচ মেশিন

৪. সিঙ্গেল নিডেল, নিডেল ফিড লক স্টিচ মেশিন

৫. সিঙ্গেল নিডেল, লকস্টিচ উইথ এজ টিমার মেশিন

৬. ডাবল নিডেল লকস্টিচ মেশিন

৭. বাটন হোল লকস্টিচ মেশিন

৮. বারটেক  মেশিন

৯. এমব্রয়ডারি  মেশিন

চেইন স্টিচ (Chain Stitch)

যে মেশিনে ববিন ও ববিন কোসের প্রয়োজন হয় না শুধু নিডেল ও রুপার এর সুতার সমন্বয়ে সেলাই তৈরি হয় তাকে চেইন স্টিচ মেশিন বলে।

এ জাতীয় মেশিন দ্বারা যে সেলাই উrপন্ন হয় তাকে  চেইন স্টিচ বলে।

১. ওভারলক মেশিন

২. সিঙ্গেল নিডেল চেইন স্টিচ মেশিন

৩. ডাবল নিডেল চেইন স্টিচ মেশিন

৪. সিঙ্গেল থ্রেড চেইন স্টিচ মেশিন

৫. ফ্রকের বিভিন্ন অংশের পেটার্ন তৈরি করার নিয়ম বর্ণনা কর ?

উত্তর: ফ্রকের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরীর নিয়ম:

পরিমাণ

লম্বা-২০”

বুক-২৪”

পুট-৯”

গলা-১১.২৫”

উপরের পিছনের অংশের প্যাটার্ন তৈরির নিয়ম :

উপরের পিছনের অংশের মধ্যে রেখা (Center Back Line)

০-১রেখা থেকে ১/৪ দূরে সমান্তরাল ভাবে অঙ্কন করতে হবে।

০-১ মূল লম্বার ১/৪ অংশ +২ টি সেলাই =২০” ৪=৫” +০.৫”=৬”

০-২ =পুটের অংশ +১ টি সেলাই =৯” ২=৪.৫+০.৫=৫”

০-৩= গলায় ১/৫” অংশ= ১১.২৫”=৫=২.২৫”

০-৪ গলার ১/১০ অংশ = ১১.২৫” ১০=১.১২৫”অথবা পছন্দ অনুযায়ী।

৩-৫.১=০-৪ এর সমান = ১.১২৫ নিয়ে ৪ ও ৫ সংযুক্ত করতে হবে। ( গলার সেপ ৫ ও ৫ বিন্দুর ১/৩ ভাগ দুরত্ব ৪ বিন্দু থেকে সোজা রেখে আস্তে আস্তে কার্ভ ভাবে চিত্র অনুযায়ী ৩ বিন্দুর সাথে মিলিয়ে দিতে হবে।)

২-৬ কাধেঁর ঢালু ০.৫” নিয়ে ৩ ও ৬ সংযুক্ত রেখা টানতে হবে।

১-৭ = ০-২ এর সমান = ৫” নিয়ে ১ও৯ বিন্দু কার্ভ ভাবে চিত্র অনুসারী সেপ করতে হবে। এবার ৬ ও ৯ বিন্দু কার্ভ ভাবে চিত্র অনুযায়ী আর্মহোর অঙ্কন করতে হবে।

০-১= মূল লম্বার  অংশ + ২ টি সেলাই = ২০” ৪=৫”+০.৫”+০.৫=৬”

০-২= পুটের ১/২ অংশ = ১ টি সেলাই = ৯” ২ =৪.৫+০.৫=৫”

০-৩ গলার ১/৫ অংশ= ১১.২৫ ৫=২.২৫”

০-৪ গলার  অংশ = ১.৮১২৫” অখবা চাহিদা অনুযায়ী।

৩-৫= ০-৪ এর সমান =১.৮১২৫” নিয়ে ৪ ও ৫ যুক্ত করতে হবে।

(গলার সেপ : ৪ও ৫ বিন্দুর ১/৩ ভাগ দূরত্ব ৪ বিন্দু থেকে সোজা রেখে আস্তে –আস্তে – কার্ভ ভাবে চিত্র অনুযায়ী ৩ বিন্দুর সাথে মিলিয়ে দিতে হবে।)

১-৭=০-২ এর সমান =৫” নিয়ে ২ও ৭ সংযুক্ত করতে হবে।

৭ বিন্দু থেকে ১” ভিতরের দিকে ৮ একটি বিন্দু নিতে হবে এবং ২-৮ সংযুক্ত করতে হবে।

৮-৯ = ০.৭ ৫” এবং ৯-১০=১” নিয়ে ৬ ও ৯ বিন্দুর মাঝামাঝি ১১ একটি বিন্দু নিতে হবে এবং ৬.১১ ও ১০ কার্ভ ভাবে চিত্র অনুযায়ী আর্মহোল সেপ করতে হবে।

নিচের সামনের ও পিছনের প্যার্টাণ তৈরির নিয়ম:

০-১ মূল লম্বা- উপরের অংশের লম্বা =+১ টি সেলাই + হেম = ২০”-৫” +০.৫”+১.৫”=১৭”

০-২= উপরের অংশের চওড়ার ৩ গুণ =১৫”

২-৩=৩-৪ বুকের ১/৪ অংশ –পুটের ১/২ অংশ =২৪” ৪=৬”-৯”২=৪.৫”=৬”-৪.৫”=১.৫”

১-৫=০-২+১.৫=১৫+১.৫”=১৬.৫”

অতপর ৪ ও ৫ রেখা টেনে যোগ করতে হবে।

২ ও ৪ অনুযায়ী কার্ভ ভাবে নিচের অংশের আর্মহোল অঙ্কন করতে হবে।

  ৬. কাপড়ের সঠিক লে তৈরির শর্তাবলি বর্ণনা কর  ?

উত্তর: কাপড় বিছিয়ে কাপড়ের লে সঠিক ও সুন্দর ভাবে তৈরি করার জন্য বেশ কিছু শতাবলী বা কারিগরি দিক পূরণ করা আবশ্যক। এ সকল শতাবলী  মধ্যে কিছু অবশ্যই কিছু পূরণ করতে হবে।

১. কাপড়ের প্লাই এলাইমেন্টের করণ-

মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী কাপড় বিছানো হয়। কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরি করার সময় কাপড়ের প্রতিটি প্লাই যেন মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে সঠিক ভাবে স্থাপিত হয় তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে।

২. সঠিক প্লাই টেনশন

কাপড়ের প্লাই একটির উপর অপরটি সঠিক ও সুন্দর ভাবে স্থাপন করে কাপড়ের লে তৈরি করা হয়। কাপড় হতে ও মেশিন উভয় পদ্ধতিতে বিছানো হয়। তবে যে পদ্ধতিতেই বিছানো হোক না কেন তা অবশ্যই টেনশন বিহিন হতে হবে এবং প্রতিটি প্লাই যেন একই রকম টেনশন বিহিন হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। কাপড় বিছনোর সময় যদি বেশী ঢিলে হয় তাহলে পোশাক তৈরীর পর পোশাকের মোজারমেন্ট বেশী হয়। আর যদি বেশী টাইট হয় তাহলে পোশাক তৈরীর পর পোশাকের মেজারমেন্ট কম হয়।

৩. প্রতিটি প্লাই সমান হতে হবে-

কাপড় বিছানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন কাপড়ের কোন অংশে ভাজ না থাকে বা কাপড় কোথা ও কঁচকে না থাকে। কাপড় বিছানোর সময় কাপড় যদি সমতল অবস্থায় বিছানো না হয় তবে উল্লিখিত অংশ দিয়ে তৈরী পোশাক ক্রটিপূর্ণ হবে।

৪. কাপড়ের ক্রটি দূরীকরণ-

কাপড় স্প্রেডিং করার সময় কাপড়ে যদি কোনরূপ ক্রটি থাকে তবে তা চিহ্নিত করে দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ক্রটি চিহ্নিত করা ও ক্রটিমুক্ত করার দায়িত্ব স্প্রেডারের অর্থাr যারা কাপড় বিছাবে তাদের। কাপড় বিছানোর সময় যদি কোন ক্রটি পরিলক্ষিত হয় তবে তা দূর করার জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহন করা যায়। যেমন ক্রটিযুক্ত স্থানে কাপড় কেটে বাদ দিয়ে ওভারল্যাপিং করে কাপড় বিছানো হয়। আবার কখনো কখনো কাপড় বিছানোর সময় কাপড়ের ক্রটি যদি ছোট স্থান দখল বা ছোট স্থান জুড়ে হয় তবে ‌ঐ স্থান মেটাল পেট অথবা অন্য কোন স্টিকার লাগিয়ে দেওয়া হয়। অতপর কাপড় কাটা শেষ হলে কাপড়ের বান্ডেল একটি মেটাল ডিটেকটর মেশিনের ভেতর দিয়ে অতিক্রম করানো হয়। যে বান্ডেল টোল টেপ থাকে ‌ঐ বান্ডেলটি উক্ক মেটাল ডিটেকটিভ মেশিন দ্বারা চিহ্নিত হয় এবং চিহ্নিত বান্ডেল হতে ক্রটিযুক্ত  অংশ আলাদা করে নিয়ে আর একটি ঐ রূপ অংশ কেটে ঐ স্থানে পুনস্থাপন করা হয়।

৫. কাপড়ের প্লাইয়ের সঠিক দিক নিধারণ-

কাপড় বিছানোর পূবেই দেখে নিতে হবে যে কাপড় কি ধরনের। কাপড় যদি উভয় দিকে একই রকম হয় তাহলে কোন সমস্যা হয় না। কিন্তু কাপড় যদি উভয় দিকে একই না হয় তাহলে কাপড়ের প্লাইয়ের  দিক মার্কারের পরিকল্পনার উপর ভিত্তি করে সর্তকতার সাথে নিধারণ করতে হবে, না হলে পোশাক ক্রটিযুক্ত।

৬. কাপড়ের লে যেন বিকৃত না হয়-

কাপড়ের লে স্থানান্তরের সময় অথবা কাপড়ের লে স্ট্রেইট মেশিন দ্বারা কাটার সময় লে এর নিচের দিকে কাটিং মেশিনের বেজ প্লেটের সাথে ঘর্ষণ কারণে কাপড়ের প্লাই কঁচকে যেোত পারে। এ ধরনের সমস্যা দূরি করার জন্য কাপড়ের লে মসৃন কাগজের উপর তৈরী করা হয়। যাতে মসৃণ কাগজ ব্যবহারের কারণে কাপড়ের সাথে টেবিল ঘষণের ফলে কাপড়ের পৃষ্টা  অমসৃণ হওয়ার সম্ভবনা থাকে না।

৭. ফতুয়ার বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে বর্ণনা কর ?

৮. সঠিকভাবে কাপড় কাটার শর্তাবলি বর্ণনা কর ?

উত্তর : পোশাক শিল্পকারখানার কাপড়ের লে হতে মার্কার অনুযায়ী কেটে পোশাকের অংশ তৈরী করাকেই কাপড় কাটা  বলে। কাপড়ের লে হতে পোশাকের অংশ সমূহ যাতে সুন্দর ও সঠিক ভাবে কাটা হয় তার জন্য নিম্মে বর্ণিত শর্তাবলি পূরণ করা আবম্যক-

ক) কাপড় কাটার সূক্ষ্ণতা

মার্কারের মধ্যস্থিত প্যাটার্ণ সমূহের আকৃতি অনুযায়ী সঠিক আকৃতির অংশ কাটা আবশ্যক। সঠিক আকৃতির অংশ কাটা নির্ভর করে কাপড় কাটার পদ্ধতির উপর এবং কোন কোন সময় মার্কার প্লানিং ও মাকার মেকিং এর উপর।

খ) সুন্দর কর্তিত প্রাপ্ত-

কাপড় কাটার পর কর্তিত অংশের প্রাপ্ত পরিষ্কার ও সুন্দর হওয়া উচিত। লক্ষ রাখতে হবে যেন কর্তিত প্রাপ্ত দিয়ে সুতা বের হয়ে না যায় বা অমসৃণ না হয়। কাটিং লাইফে ঠিকমত ধার না থাকলে এ ধরনের ক্রটি হতে পারে।

গ)  পোড়া বা গলনহীন প্রাপ্ত

ঘর্ষনজনিত তাপে কাপড়ের কর্তিত প্রাপ্ত বরাবর কাপড় পুড়ে যেতে পারে বা গলে গিয়ে কর্তিত প্রান্ত গুলি একটার সাথে আর একটা জোড়া লেগে যেতে পারে। এ সমস্যা সমাধানের জন্য কাটিং নাইফ ধারালো হতে হবে। প্রয়োজনে এন্টি ফিউশন কাগজ ব্যবহার করা যেতে পারে। কাপড় কাটার সময় কাটিং নাইফে সিলিকন লুবিরিকেন্ট স্প্রে করা যেতে পারে, কাপড়ের লে উচ্চতা কমানো যেতে পারে এবং কাটিং নাইফের গতি কমানো যেতে পারে।

ঘ) সামঞ্জস্যপূর্ণ কাটা

কাপড়ের লে এর উপরের প্লাই হতে সর্বনিম্ম প্লাই পযন্ত কর্তিত প্রতিটি অঙ্গের আকৃতি যেন একই আকৃতির হয়।

বর্ণনামূলক প্রশ্ন সুপার চয়েজ,,,

২…৫ .৬………

SSC Vocational Trade 1 General Electronics Suggestions 2022

অতি সংক্ষিপ্ত

১. কি সিগন্যাল এন্টিনার মাধ্যমে প্রেরন করা হয় ?   

২. মডুলেশন প্রসেসের সময় ক্যারিয়ার ফ্রিকুয়েন্সির সাপেক্ষে যে অতিরিক্ত ফ্রিকুয়েন্সি উৎপন্ন হয় তাকে কি বলে ? 

৩. টেলিভিশন শব্দের অর্থ কি? টেলিভিশন সম্প্রচার হয় কোন কোন ব্যান্ডে ?

৪.  সাদা-কালো ছবি কি ?  

উত্তর: যে ছবিতে কেবল সাদা এবং কালো রং থাকে, অন্য কোন প্রকার রঙিণ অংশ থাকে না, সে ছবিকে সাদা – কালো ছবি বলে। 

৫. কয়টি রং মিলে সাদা রং তৈরি হয়?

উত্তর:৭ টি দৃম্যমান রং মিলে সাদা রং তৈরী হয়।

৬. পিকচার এলিমেন্ট কি ? 

উত্তর: একটি ছবি অসংখ্যা সাদা এবং কালো বিন্দুর সমন্বয়ে গঠিত। ছবির প্রতিটি সাদা কালো বিন্দুকেইপিকচার ইলিমেন্ট বলে।

৭. মৌলিক রং কয়টি ও কি কি ?

উত্তর:মৌলিক রং ৩ টি যথা লাল,নীল ও সবুজ।

৮.  ইলেকট্রন বিমের গতিকে এক কথায় কি বলা যেতে পারে ?

উত্তর:মৌলিক রং ৩ টি যথা লাল,নীল ও সবুজ।

৯. স্ক্যানিং কত প্রকার ও কি কি?

উত্তর: স্কানিং সাধারনত দুই প্রকার। যথা:

ক. প্রগ্রেসিভ স্ক্যানিং এবং

খ. ইন্টারলেস স্কা্যাণিং।

১০. লিমিটারের কাজ কি ?

১১. পিউরিটি মেগনেটের কাজ কি ?

১২. রঙিন পিকচার টিউবে কয়টি ইলেকট্রন থাকে?

১৩. কম্পোজিট ভিডিও সিগন্যাল এর উপাদান কয়টি?

উত্তর:কম্পোজিট ভিডিও সিগন্যাল এর উপাদান ৫ টি।

১৪. লো-ফ্রিকুয়েন্সি ডিস্টরশন কমানোর জন্য কয়টি পদ্ধতি ব্যবহার করা হয় ? 

১৫. কন্ট্রাস্ট কন্ট্রোলের কাজ কি ?

১৬. কোনটি এফ এম সাউন্ড আই এফ এর পজিটিভ এবং নেগেটিভ পিকগুলোকে কি করে দেয় ?   

১৭. হরিজন্টাল ডিফ্লেকশন কি ?

উত্তর: যে সার্কিটের মাধ্যমে পিকচার টিউবের ছবিকে ইলেকট্রো –ম্যাগনেটিক পদ্ধতিতে ডানে-বামে ডিফ্রেকশন করা হয়, তাকে হরিজন্টাল ডিফ্লেকশন সার্কিট বলে।

১৮. হরিজন্টাল অসিলেটরে প্রতি সেকেন্ডে কতগুলো ফ্লেম উৎপন্ন হয় ?

১৯. টিভি পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি ?

২০. টিভি পাওয়ার সাপ্লাই কত প্রকার ?

উত্তর: টিভি পাওয়ার সাপ্লাই চার প্রকার।

২১. NTSC, SECAM এর পূর্ণনাম কি ?

উত্তর: NTSC=National Television System Committee

SECAM=Sequential Colour A Memory

২২. PAL কি ?

২৩. বাংলাদেশ টেলিভিশনে কোন পদ্ধতি ব্যাবহার করা হয় ? 

২৪. প্রাইমারি কালার কয়টি ও কি কি?

উত্তর: প্রাইমারী কালার তিনটি। যথা: লাল, নীল ও সবুজ।

২৫. কালার সিগন্যাল এর উজ্জ্বল উপাদানকে কি বলা হয় ?

উত্তর:কালার সিগন্যালের উজ্জল উপাদানকে লুমিন্যান্স বলা হয়।

২৬. একটি বস্তুর (object) কালারকে কি বলা হয়?

উত্তর: হিউ

২৭. প্রাইমারি রঙের তরঙ্গদৈর্ঘ্য কত ?

২৮. পিকচার ইন পিকচার কে সংক্ষেপে কি বলা হয়?

উত্তর: PIP

২৯. কালার টেলিভিশন কি ?

উত্তর: যে টেলিভিশন রিসিভার সার্কিটের মাধ্যমে রঙিন ছবি দেখা যায়, তাকে কারার টেলিভিশন বলে।

৩০. ডিজিটাল টেলিভিশনকে সংক্ষেপে কি বলা হয় ?

৩১. টেলি টেক্সট ও ভিউডাটা বলতে কি বোঝায়  ?

৩২. এলসিডি কি?

৩৩. সিসিটিভি কি ?

এগুলো ভাল ভাবে পড়লে শতভাগ কমন আসবে, , ,

এবার আসুন , , ,

Vocational trade 1 Suggestions 2022 সংক্ষিপ্ত প্রশ্ন

১. মডুলেশন কি?  

উত্তর: যে প্রক্রিয়ায় উচ্চ ক্যারিয়ার ( রেডি ও) ফ্রিকোয়েন্সির সাথে নিম্ন ফ্রিকোয়োন্সির অডিও বা ভিডিও সিগন্যার ফ্রিকোয়েন্সিতে মিশ্রিত করা হয় , তাকে মডুলেশন বলে।

২. মডুলেটেড সিগন্যাল কিসের উপর নির্ভর করে?

৩. মডুলেশন কত প্রকার ও কি কি?   

উত্তর: মডুলেশন তিন প্রকার: যথা:

ক. অ্যামপ্লিচিউড মডুলেশন

খ. ফ্রিকোয়েন্সি মডুলেশন

গ. ফেজ মডুলেশন ইত্যাদি।

৪. অ্যামপ্লিচিউড মডুলেশন কি?

উত্তর:যে মডুলেশন পদ্ধতিতে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিচিউডক মডুলেটিং সিগন্যার অ্যামপ্লিচিউডক এবং ফ্রিকোয়েন্সির অনুক্রমে পরিবর্তন করা হয়।তাকে অ্যামপ্লিচিউডক মডুলেশন বলে।

   ৫. ঘোস্ট কি? 

উত্তর: টিভি রিসিভার প্রতিফলিত ছবির মতোই যদি এক পাশে আর একটি ছবি দেখা যায়,তবে তাকে বলা হয় ঘোস্ট।

৬. ঘোস্টের প্রতিকার বা ঘোস্ট কিভাবে দূর করা যায়? 

উত্তর: ঘোস্টের প্রতিকার: ডাইরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করে মাল্টিপাথ সিগন্যালের মধ্যে একটি সিগন্যাল নিবার্চন করে এই সমস্ত ঘোস্টকে কমানো যায়। তাছাড়া অ্যান্টেনাকে উঁচুতে স্থাপন করে এ ধরনের ঘোস্ট কমানো যায়।

৭. পিকচার এলিমেন্ট কি?   

উত্তর: একটি ছবি অসংখ্যা সাদা কালো বিন্দুর সমন্বয়ে গঠিত। ছবির প্রতিটি সাদা কালো বিন্দুকেই পিকচার ইলিমেন্ট বলে। অসংখ্যা পিকচার ইলিমেন্ট নিয়ে একটি পূর্ণ ছবির সৃষ্টি হয় এবং প্রতিটি পিকচার ইলিমেন্টই উক্ত ছবির সংকেত বহন করে।

৮.  হিউ বলতে কি বোঝায়?

উত্তর: প্রতি কালারের নিজস্ব রংকে হিউ বলা হয়। প্রতিটি বস্তু্‌ নিজে নিজেই একটি হিউ। যেমন- সবুজ পাতা একটি সবুজ হিউ।

৯. স্যাচুরেশন কি? বর্ণনা কর?   

উত্তর: কোনো দৃশ্যের রংয়ের উজ্জলতা দ্বারা সেচুরেশন নির্দেশ করে। কোনো রঙের পূর্ন সেচুরেশন বলতে বোঝায় তার মধ্যে কোনা সাদা রং থাকে না। অথ্যাr সেচুরেশনের সাহায্য রংটা কত গাঢ় তা নির্ণয় করা হয়।

১০.  স্ক্যানিং কাকে বলে?  

উত্তর: টেলিভিশন প্রেরক যন্ত্র হতে প্রতি মুহুর্ত্বে গ্রাহক যন্ত্রে পিকচার ইলিমেন্ট পাঠানোর পদ্ধতিকে স্কাণিং বলা যেতে পারে। অথ্যাr যে পদ্ধতিতে একটি দৃশ্যে বা ছবির সম্পর্ন পিকচার ইলিমেন্টগুলোর ভেঙে ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রেরণযোগ্য করা হয় তাকে স্কানিং বলা হয়। ইলেকট্রন বিমের গতিকে এক কথায় স্কানিং বলা যেতে পারে কারন ইলেকট্রন বিমকে গতিশীল করেই স্কানিং – এর কাজ করা হয়।

১১. প্রগেসিভ স্ক্যানং বলতে কি বোঝায়? 

উত্তর: প্রগেসিভ স্কানিং: যে স্কানিং পদ্ধতিতে একটি ফ্রেম বা ছবির উপর হতে ক্রমাগত স্কানিং করে নিচে নিয়ে এসে পুনরায় আবার উপর থেকে নতুনভাবে স্কানিং করা হয়, তাকে প্রগ্রেসিভ স্কানিং বলে।

১২. অ্যাস্পেক্ট রেশিও বলতে কি বোঝায় ?

উত্তর: অ্যাসপেক্ট রেশিও: টেলিভিশনের পর্দায় উচ্চতা এবং টিভি পর্দায় প্রশস্ততার অনুপাতকে অ্যাসপেক্ট রেশিও বলা হয়। অথ্যাr অ্যাসপেক্ট রেশিও=  ।

১৩. টিভি পর্দার উচ্চতা ১১” হলে চওড়া কত ?

১৪. সাদা কালো পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম লিখ ?

উত্তর: সাদা কালো পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম:

১. গ্লাস ইনভেলাপ

২. ইলেকট্রন গান

৩. ডিফ্লেকশন

৪. ফসফর স্কিন

৫. ফেইস প্লেট

৬. বেইজ

১৫. কম্পোজিট ভিডিও সিগন্যাল এর বিভিন্ন উপাদানের নাম লিখ?

উত্তর: কম্পোজিট ভিডিও সিগন্যালের বিভিন্ন উপাদান:

ক. ভিডিও সিগন্যাল

খ. হরিজন্টাল সিনক্রোনিইজিং পালস

গ. র্ভাটিক্যাল সিনক্রোনাইজিং পালস

ঘ. হরিজন্টাল ব্লাংকিং পালস

ঙ. কালার ব্রাস্ট ক্রোমিন্যাল সিগন্যাল (রঙিন ছবির ক্ষেত্রে)

১৬. সাউন্ড ট্রাপ এর কাজ কি ?

উত্তর: সাধারন টিউন্ড কয়েল অথবা একটি টিউনড ট্রান্সফরমারকে সাউন্ড ট্রাপ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সাউন্ড আইএফ সিগন্যাল ভিডিও ডিটেক্টর বা ভিডিও আউটপুট হতে গ্রহন করা হয়। এটি একটি এলসি টিউন্ড সার্কিট যাকে নিদিষ্ট ফিকোয়েন্সিতে টিউন্ড করা হয়। বস্তুত সাউন্ড ট্রাপের সাহায্য একাধিক কাজ সম্পাদিত হয়ে থাকে। এর কয়েল ট্রান্সফরমারটি ৫.৫ মেগাহার্টজে রেজন্যান্স করা থাকে। ফলে ভিডিও আউটপুট হতে কেবল ৫.৫  মেগাহার্টজের সাউন্ড আইএফ সিগন্যাল সাউন্ড সেকশনে যেতে পারে। অন্যদিকে ৫.৫ মেগাহার্টজ সাউন্ড আইএফ যাতে ভিডিও আউটপুট স্টেজে যেতে না পারে সেজন্য সাউন্ড টেক অফ ট্রান্সফরমার ভিডিও সিগন্যাল পথে একটি ৫.৫ মেগাহার্টজ সংগতি পূর্ন সিরিজ ইম্পিড্যান্স কাজ করে। এইভাবে সাউন্ড আইএফকে ভিডিও আউটপুট যেতে এটি বাদা প্রদান করে। সাউন্ড টেক অফ সার্কিটের এলাইমেন্ট ঠিক না হলে ছবিতে ৫.৫ মেগাহার্টজের ডট ইন্টারফেয়ারেন্স দেখাবে।

১৭. হিউ বলতে কি বুঝ ?

উত্তর: একটি বস্তুর কালারকে হিউ বলা হয়। সমস্ত কালার একটি থেকে অপরটির কালার হিউ এর মাধ্যমে পৃথক করা হয়। বিভিন্ন বস্তুর বিভিন্ন হিউ থাকে। বিভিন্ন ওয়েভ লেন্হের আলোক রশ্মি আমাদের চোকে বিভিন্ন চেতনা উrপন্ন করে এবং একটি অবজেক্ট কালার আমরা যা দেখি তা বস্তু থেকে প্রতিফলিত লাইট স্পেকট্রাম। যেমন, ঘাসের সবুজ হিউ আবার লাল আপেলের লাল হিউ। একে টিন্টও বলা হয়।

১৮. লুমিন্যান্স সিগন্যাল কিভাবে উৎপন্ন হয় ?

উত্তর: লুমিন্যান্স ইনফরমেশন থেকেই সাদা কালো ছবি গঠিত হয়। এটিকে Y সিগন্যাল হিসেবে ধরা হয়। Y  সিগন্যালের হচ্ছে লুমিন্যান্স সিগন্যার। হিউ দ্বারা রঙের মাত্রা এবং আভার বর্নণা পাওয়া যায়। পরিপৃক্তি বা সম্পৃক্তি হচ্ছে  রঙিণ ছবিতে সাদা আলোর উপস্থিতির দ্বারা একে তরল করার মাত্রা। সবুজ,নীল, লাল ইত্যাদি হচ্ছে হিউ। ভিডিও সিগন্যালের উজ্জলতা বা লুমিন্যান্স উপাদানকে  সিগন্যাল নামে অভিহিত করা হয়। হিউ এবং সম্পৃক্তি হচ্ছে রঙিন সিগন্যাল দ্বয়ের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। ৩.৫৮ মেগাহার্টজের কালার সাবক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মডুলেশন হিসেবে ক্রোমিন্যান্স সিগন্যাল ট্রান্সমিটার হতে প্রেরিত হয়।

১৯. আধুনিক টিভির বিশেষ বৈশিষ্ট কি কি ?

  1. ছবির মান উন্নত।
  2. টিভির ওজন কম।
  • সহজ নিয়ন্তণযোগ্য ।
  1. টিভির দাম কম।
  2. ট্রাবল সুটিং সহজ।
  3. পিকচার রেশিও আয়তাকার।
  • উচ্চ রেজুলেশন সম্পন্ন।
  • চোখের কম ক্ষতি করে।
  1. পরিবেশন দূষণ কম।
  2. পাওয়ার খরচ কম।

Vocational Trade 1 Suggestions 2022 রচনামূলক প্রশ্ন

১. মডুলেশন বলতে কি বোঝায়? মডুলেশনের এর বিভিন্ন প্রকারের বর্ণনা দাও?   

উত্তর: যে প্রক্রিয়ায় উচ্চ ক্যারিয়ার (রেডিও) ফ্রিকোয়েন্সির সাথে নিম্ন    ফ্রিকোয়েন্সির অডিও বা ভিডিও সিগন্যাল  ফ্রিকোয়েন্সিকে মিশ্রিত করা হয়,তাকে মডুলেশন বলে।

মডুলেশন তিন প্রকার,যথা:

ক. অ্যামাপ্লিচিউড মডুলেশন

খ. ফ্রিকোয়েন্সি মডুলেশন

গ. ফেজ মডুলেশন ইত্যাদি।

যে মডুলেশন পদ্ধতিতে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির অ্যামাপ্লিচিউড মডুলেটিং সিগন্যাল অ্যামাপ্লিচিউড এবং ফ্রিকোয়েন্সি অনুক্রমে পরিবর্তন করা হয়, তাকে অ্যামাপ্লিচিউড মডুলেশন বলা হয়।

যে প্রকার মডুলেশন পদ্ধতিতে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিকে মডুলেটিং সিগন্যালের  অ্যামাপ্লিচিউড অনুক্রমে পরিবর্তন করা হয়, তাকে ফ্রিকোয়েন্সি মডুলেশন বলা হয়।

যে প্রকার মডুলেশন পদ্ধতিতে মডুলেটিং সিগন্যালের অ্যামাপ্লিচিউড অনুক্রমে ক্যারিয়ার ফেজ কোন পরিবর্তন করা হয়, তাকে ফেজ মডুলেশন বলা হয়।

২. একটি ইয়াগি অ্যান্টেনার গঠন বর্ণনা কর?       

৩. সাদা কালো পিকচার টিউবের গঠন ও কাজ বর্ণনা কর?  

উত্তর: হিটার, ক্যাথোড, অ্যাক্রিলারিটিং গ্রিড, ফোকাসিং গ্রিড,অ্যানোড, ডিফ্লেকশন কয়েল, ফসফরকোটিং স্কিন ইত্যাদির সমন্বয়ে সাদা কালো পিকচার টিউব গঠিত হয়। নিম্নে একটি সাদা কালো পিকচার টিউবের গঠন চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী বর্নণা করা হলো:

ইলেকট্রন গান সেকশনের হিটারের ফিলামেন্টের সাহায্য ক্যাথেঅডকে উত্তপ্ত করা হয়। ফলে ক্যাথোড থেকে ইলেকট্রন বিমের উrপন্ন  হয়। উrপন্ন ইলেকট্রন বিম বিভিন্ন গ্রিড এবংডিফ্লেকশনের কয়েলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে অ্যানোডের সরবরাহকৃত হাইভোল্টেজ দ্বারা আর্কষিত হয়ে স্কিনে আঘাত করে। ফলে স্কিনে আলো বিচ্ছরিত হয়।

 ৪. PAL টিভি রিসিভারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর?  

৫. EHT এর চিত্র অংকন করে সংক্ষেপে এর কাজ বর্ণনা কর?  

উত্তর: ইএইচটি এর পূর্ণ  নাম হলো এক্মট্রা হাই টেনশন। এটি হরিজন্টাল আউটপুট স্টেজে বিশেষ প্রক্রিয়ায় পিকচার টিউবের জন্য হাই ভোল্টেজ উrপন্ন করে। এই উrপন্নকৃত হাইভোল্টেজ সাদা কালো টিভির রিসিভার 16 kv এবং কালার টিভি রিসিভারে 32 kv  হয়ে থাকে। নিম্মে একটি  EHT সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে কাযপ্রণালী বর্ণণা করা হলো:

এখানে হরিজন্টাল অ্যামপ্লিফায়ারে আউটপুট থেকে প্রাপ্ত ভোল্টেজকে একটি স্টেপ আপ ফ্লাইব্যাক ট্রান্সফরমার  এর মাধ্যমে হাই ভোল্টেজ রূপান্তর করা হয়। উক্ত এসি ভোল্টেজকে বিভিন্ন ডায়োডগুলোর মাধ্যমে রেক্টিফাই করে ডিসিতে রূপান্তর করে এবং বিভিন্ন ক্যাপসিটর দ্বারা ফিল্টারিং করে সেকেন্ড অ্যানোড প্রয়োগ করে। সুতরাং হাই এসি ভোল্টেজকে হাই ডিসি বোল্টেজে রুপান্তর করার জন্য ইএইচটি রেক্টিফায়ার ব্যবহার করা প্রয়োজন। 

৬. হরাইজন্টাল ডিফ্লেকশন সার্কিটের কাজ/কার্যপ্রণালি বর্ণনা কর?

উত্তর: যে সার্কিটের মাধ্যমে পিকচার টিউবের ছবিকে ইলেকট্রো ম্যাগনেটিক পদ্ধতিতে ডানে-বামে করা হয়, তাকে হরিজন্টাল ডিফ্লেকশন সার্কিট বলে। নিম্মে একটি হরিজন্টাল ডিফ্লেকশন সার্কিট অঙ্কন করা হলো:

এখানে T হচ্ছে ড্রাইভার ট্রান্সফরমার এবং Q  হচ্ছে হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের ইমিটারে একটি ডেম্পার খাকে এবং ক্যাপসিটর  এরমাধ্যমে একটি ইয়োক কাপলিং করা থাকে।  হচ্ছে আউটপুট ট্রান্সফরমার, যাকে ফ্লাইব্যাক ট্রান্সফরমার বলা হয়। হরিজন্টাল অসিলেটর থেকে প্রাপ্ত সিগন্যাল অনুযায়ী এই সার্কিটের মাধ্যমে পিকচার টিউবের ইলেকট্রন বিমকে ডানে-বামে ডিফ্লেকশন ঘটায়।

৭. ডিজিটাল টিভির রিসিভার ব্লক ডায়াগ্রাম হতে প্রত্যেকটি ব্লকের কাজ বর্ণনা কর?

উত্তর: HDTV এর পূর্ণ নাম হচ্ছে হাইডেফিনেশন টেলিভিশন। এটি একটি ডিজিটাল টেলিভিশন। এই টেলিভিশন নিমার্ণ জটিল এবং ব্যায়সাপেক্ষ । নিম্নে একটি হাইডেফিনেশন টেলিভিশনের  ব্লক ডায়াগ্রাম বর্ণণা করা হলো :

এই HDTV  এর আকার অনেক বড়তাই এর ছবিও বড় আকারের হয়ে থাকে। এই টিভির পিকচার রেজুলেশন খব ভালো এবং  ডিস্টরশন খুব কম থাকে। এতে মাল্টিচ্যানেল সাউন্ড সিস্টেম থাকে। NHK  কতৃক এই টিভিতে আলাদা কনভাটার যুক্ত করা হয়েছে। এই টিভির স্কিনে কোনো ঘোস্ট এর সৃষ্টি হবে না, তাই টিভি দেখে খুব মজা পাওয়া যায়।

বর্ণনামূলক প্রশ্ন সুপার চয়েজ,,,

২…৫ .৬………

SSC Vocational trade 1 Suggestions 2022 Civil Constructions

Vocational trade suggestions 2022 অতি সংক্ষিপ্ত

১. স্টিল রুল কাকে বলে ?   

২. কম্পাস বা ডিভাইডারের কাজ কি ? 

৩. মেজারিং টুলস কাকে বলে ?

৪.  মেজারিং টেপের কাজ কি ?  

৫. ট্রাই স্কোয়ার দ্বারা কত ডিগ্রী কোন আঁকা হয় ?

৬. আইট সাইড ক্যালিপার্স এর কাজ কি ? 

৭. কাটিং টুলস ও মেজারিং টুলসের মধ্যে পার্থক্য লিখ ?

৮.  ভাইব্রেটর মেশিনের প্রকারভেদ লিখ ?

৯. কংক্রিট মেশিন কত প্রকার ?

১০. ভাইব্রেটর বলতে কি বোঝায় ?

১১. ঢালাই এ ভাইব্রেটর কত সময় ব্যবহার করা উচিত ?

১২. স্মুথিং মেশিন কোথায় ব্যাবহার করা হয় ?

১৩. স্প্রিটিং লেভেল কত প্রকার ও কি কি ?

১৪. লেভেলিং টুলস বলতে কি বোঝায় ? 

১৫. স্প্রিট লেভেল কাকে বলে ?

১৬. মেশিনের যান্ত্রিক অংশে কি ধরনের লুব্রিক্যান্ট ব্যবহৃত হয়  ? 

১৭. সিড়ি কাকে বলে ?

১৮. ফুটিং কি ?

১৯. ল্যান্ডিং কাকে বলে ?

২০. রেলিং কাকে বলে ?

২১. ড্রপ ওয়াল কি ?

২২. মেঝের টাইলসের মাপ কত ?

২৩. বিম কি ? 

২৪. সানশেড কি ?

২৫. ভিত্তিতল ককে বলে ?

২৬. সানশেড কোথায় ব্যবহার করা হয় ?

২৭. রিটেইনিং ওয়াল কি ?

২৮. ব্যাকফিল কি ?

২৯. আর্চ কাকে বলে ?

৩০. টাইলস কাকে বলে ?

৩১. সিরামিক ইট কত প্রকার ?

৩২. এক ঘন মিটারে কত ব্যাগ সিমেন্ট ?

৩৩. ফাঁপা ব্লক কাকে বলে ?

৩৪. ফলস সিলিং কি ?

৩৫. ড্রপ ওয়াল কেন নির্মাণ করা হয় ?

এগুলো ভাল ভাবে পড়লে শতভাগ কমন আসবে, , ,

এবার আসুন , , ,

Vocational trade suggestions 2022 সংক্ষিপ্ত প্রশ্ন

১. স্মুথিং মেশিন কত প্রকার ?  

২. ভাইব্রেশনের বিশেষ কৌশল লিখ ?  

৩. ১০/৭ আকারের মেশিন বলতে কি বোঝায় ?   

৪.  ট্রাই স্কয়ার কোথায় ব্যাবহার করা হয় ?     

৫. মারকিং গেজ কেন ব্যবহার করা হয় ? 

৬. লাইন লেভেল কি  ?     

৭. পারটিশন দেয়াল নির্মাণ কৌশল লিখ ? 

৮. একটি সিঁড়ির আংশিক অংশ ড্রইং করে বিভিন্ন অংশের নাম লিখ ?   

৯.  সিড়ি কত প্রকার ও কি কি ?

১০. ড্রপ ওয়াল ও সানশেটের মধ্যে পার্থক্য উল্লেখ কর ?   

১১.  রিটেইনিং ওয়াল কোথায় ব্যাবহার করা হয় ?  

১২. আকৃতি অনুসারে পাচটি আর্চের নাম লিখ  ? 

১৩. এককেন্দ্রিক আর্চের প্রকারভেদ লিখ ?

১৪. সিরামিক ইটের ব্যবহার ক্ষেত্র উল্লেখ কর ?

১৫. টাইলস বসানোর পূর্বে ফ্লোর বা ওয়াল লেভেলিং করার পদ্ধতি লিখ ?

১৬. ফলস সিলিং এর মালামাল লিখ ?

রচনামূলক প্রশ্ন Vocational trade suggestions 2022

১. ভাইব্রেটর জন্ত্রের বর্ণনা দাও ?   

২. কংক্রিট মিক্সার মেশিনের ব্যাবহার লিখ ?     

৩. স্প্রিট লেভেলের ব্যাবহার লিখ  ?   

৪. পাওয়ার ড্রিল মেশিন ব্যবহারের নিরাপত্তা লিখ ?  

৫. বিমের, কলামের এবং সিঁড়ির নির্মাণ কৌশল বর্ণনা কর ?  

৬. রিটেইনিং ওয়ালের ছবি এঁকে বিভিন্ন অংশ দেখাও ?

৭. ফলস সিলিং এর প্রয়োজনীয়তা আলোচনা কর ?

বর্ণনামূলক প্রশ্ন সুপার চয়েজ,,,

২…৫ .৬………

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *