Vocational 2023 Trade Suggestions I BTEB SSC Exam I

Shape Image One
Vocational 2023 Trade Suggestions I BTEB SSC Exam I

Vocational 2023 trade suggestions for ssc/dakhil exam I BTEB ssc vocational and dakhil vocational exam will start on april 30. There are number of trade subject in ssc/dakhil vocational exam. Trade 1 exam will held in 18 may 2023 and trade 2 will held in 21 May 2023 I Vocational 2023 trade suggestions can be helpful for BTEB ssc students. However, Papel edu care popularly known as vocational and diploma education care in BD presented Vocational 2023 trade 2 Suggestions.

vocational ssc super suggestions

এসএসসি/দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৩ এর জন্য ট্রেড ২ থেকে আজকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক ২ এর সুপার সাজেশন উত্তরসহ দেখার চেষ্টা করব। নিচের প্রশ্নগুলো থেকে শতভাগ কমন আসবে। পাশাপাশি সকল ট্রেড ১ ও ট্রেড ২ এর উত্তরসহ সুপার সাজেশন ও অনলাইন ক্লাসে যুক্ত হতে কল করুন ০১৭২৩-৪৭৪৪৪২ অথবা ক্লিক করুন

Vocational trade suggestions 2023

Trade 2 General Electrical works suggestions

জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকর্স ২ অতি সংক্ষিপ্ত

১. সেল কী?

  উত্তর: সেল এমন একটি একক ইউনিট, যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ডিসি ভোল্টেজ

        উৎপাদনে সক্ষম হয়, তাকে সেল বলে।

২.সেল এ কোন ধরনের ভোল্টেজ উৎপন্ন হয়?

  উত্তর: সেল এ স্থির মানের ভোল্টেজ উৎপন্ন হয়।

৩. সেলে উৎপন্ন ইএমএফ কীসের উপর নির্ভর করে?

   উত্তর: ইলেকট্রোডের উপর।

৪. সাধারণ সেলে কত ইএমএফ উৎপন্ন হয়?

  উত্তর: ১.৫ ভোল্ট।

৫. সাধারণ সেল কে আবিষ্কার করেন?

  উত্তর:  বিঙ্গানী আলেকসান্দ্রো ভোল্টা ১৭৯৪ সালে সাধারণ সেল আবিষ্কার করেন।


৬. ড্রাই সেলে ইলেকট্রোলাইট হিসেবে কী ব্যবহার করা হয়?
  উত্তর: ড্রাই সেলে ইলেকট্রোলাইট হিসেবে মূলত ড্রাই বা পেস্ট বা জেল এর মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করা
         হয়।

৭. ড্রাই সেলে ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইডের কাজ কী?
উত্তর: ড্রাই সেলে ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইডের কাজ হলো সেলে রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত পানিকে চুষে নেয়া।
৮. লিড অ্যাসিড ব্যাটারির অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কী দিয়ে মাপা হয়?
  উত্তর: হাইড্রোমিটার।

৯.মোটর গাড়ি চালু করতে কোন ব্যাটারি ব্যবহৃত হয়?
উত্তর: লিড এসিড ব্যাটারি।

১০. ব্যাটারির রেটিং কীভাবে লেখা হয়?
 উত্তর: ব্যাটারির রেটিং ভোল্টেজ, অ্যাম্পিয়ার-আওয়ার, ব্যাটারির সংখ্যা দিয়ে লেখা হয়।

১১. ব্যাটারির ক্ষমতা কী কী বিষয়ের উপর নির্ভর করে?
  উত্তর: ব্যাটারির ক্ষমতা ব্যাটারির ধরণ ও ব্যবহৃত অ্যাকটিভ পদার্থের পরিমাণ ও গুণাগুণের উপর নির্ভর করে।

১২. ব্যাটারি চার্জারের প্রধান অংশের নাম লেখ।
  উত্তর: ব্যাটারি চার্জারের প্রধান অংশগুলো হলো- 1. Transformer
                                                              2. Rectifier
                                                              3. Voltage regulator ইত্যাদি।

১৩. সোলার প্যানেলের কাজ কী?
   উত্তর: সোলার প্যানেলের কাজ হলো সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা।

১৪.সোলার এনার্জি ব্যবহারের প্রধান অসুবিধা কী?
 উত্তর: সোলার এনার্জি ব্যবহারের প্রধান অসুবিধা হলো প্রাথমিক খরচ খুব বেশি।

১৫. সৌর বিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি ব্যবহৃত হয়?
উত্তর: সৌর শক্তি।

১৬. সোলার সিস্টেম বলতে কী বোঝায়?
 উত্তর: সূর্য শক্তিকে আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সৌর কোষ। সৌর কোষের সমন্বয়ে গঠিত সোলার
        প্যানেল। আর সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয় ও ব্যবহারের পদ্ধতিই হলো সোলার সিস্টেম।

১৭. সাব-স্টেশনে ব্যবহৃত মূল ডিভাইস কোনটি?   উত্তর: ট্রান্সফরমার।

১৮. সাব-স্টেশন কী কাজে ব্যবহৃত হয়?
  উত্তর: সিস্টেমের পাওয়ার লস বা অপচয় কমিয়ে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করাই
        সাব-স্টেশনের কাজ।

১৯. সাব-স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ এর কী পরিবর্তন ঘটানো হয়?
  উত্তর: সাব-স্টেশনের মাধ্যমে প্রয়োজন অনুসারে কম (লো) ভোল্টেজকে বেশি (হাই) ভোল্টেজে এবং হাই
        ভোল্টেজকে লো ভোল্টেজে পরিবর্তন করে বিদ্যুৎ পরিবহন (ট্রান্সমিশন) ও বিতরণ (ডিস্ট্রিবিউশন) করা
         হয়।

২০. সাব-স্টেশন কাকে বলে?
  উত্তর: বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় সাব-স্টেশন এমন সরঞ্জামাদির ব্যবস্থাপনা যা বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য যেমন-
        ভোল্টেজ ফ্রিকুয়েন্সি, এসি হতে ডিসি, পাওয়ার ফ্যাক্টর প্রভৃতির পরিবর্তনে সাহায্য করে থাকে। এই পুরো
        ব্যবস্থাপনাকে সাব-স্টেশন বা উপকেন্দ্র বলে।

২১.সার্কিট ব্রেকার কী?
  উত্তর: এটি একটি সুইচিং ডিভাইস, যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়।
         তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ এর ত্রুটিপূর্ণ সার্কিটকে আপনা-আপনি সাপ্লাই হতে বিচ্ছিন্ন করে।
          আপনা-আপনি কিন্তু সার্কিটকে সংযোগ করে না। এটিই হলো সার্কিট ব্রেকার।

২২. আর্ক কী?
   উত্তর: বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ত্রুটিজনিত কারণে বা ওভারলোড জনিত কারণে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহ
         শুরু হলে বিলের মাধ্যমে সার্কিট ব্রেকারের চলনক্ষম কন্ট্যাক্ট খুলতে আরম্ভ করে তখনই দু’কন্টাক্ট এবং
         সংযোগস্থলে স্পার্কিং বা স্ফুলিঙ্গ দেখা দেয়। একে আর্ক বলে।
 

২৩. সার্কিট ব্রেকার কোন ধরনের যন্ত্র?
 উত্তর: প্রটেক্টিভ ডিভাইস।

২৪. সার্কিট ব্রেকারে অয়েলের কাজ কী?
  উত্তর: অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত অয়েল ইনসুলেশন প্রদান করে এবং আর্ক (অগ্নি নির্বাপক) হিসাবে কাজ
          করে।


২৫. ELCB এর পূর্ণ অর্থ কী?
উত্তর: Earth Leakage Circuit Breaker.

২৬. আর্ক নিভাতে এয়ার সার্কিট ব্রেকারে কী ব্যবহার করা হয়?
  উত্তর: আর্ক নিভাতে এয়ার সার্কিট ব্রেকারে বাতাস ব্যবহার করা হয়।

২৭. রিলের কাজ কী?
  উত্তর: রিলে এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র, যা বৈদ্যুতিক পাওয়ার সার্কিটে দোষ ত্রুটি দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ
         সার্কিট বন্ধের কাজ করে।

২৮.রিলে কার্যকরী করতে ব্যবহৃত বিদ্যুৎ উৎস এসি না ডিসি ?
  উত্তর: এসি।

Electrical works 2 Suggestions 2023


২৯. লাইটনিং কী?
 উত্তর: লাইটনিং শব্দের অর্থ বজ্রপাত। লাইটনিং হলো ব্যাপক স্পার্কিং এবং মেঘপুঞ্জের চার্জ, যা ব্যাপক ভোল্টেজ
        সৃষ্টি করে। এটি অল্প সময়ের জন্য ঘটে। মেঘ ও আর্থের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ, মেঘপুঞ্জের মধ্যে
        ইলেকট্রিক ডিসচার্জ অথবা একই মেঘের বিভিন্ন স্তরের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ এর ঘটনাকে লাইটনিং
        বলে।

৩০. হর্নগ্যাপ অ্যারেস্টার কোথায় ব্যবহার করা হয়?
  উত্তর: হর্নগ্যাপ লাইটনিং অ্যারেস্টার ট্রান্সফরমার প্রটেকশনে ব্যবহার করা হয়।

৩১. রিলেকে সার্কিটের অতন্দ্র প্রহরী বলা হয় কেন?
  উত্তর: রিলে, সিস্টেমের প্রতিটি ত্রুটির দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখে এবং ত্রুটি দেখা দেয়ার সাথে সাথেই 
          অপারেট করে সিস্টেমকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বিধায় রিলেকে সার্কিটের অতন্দ্র প্রহরী বলা হয়। ৩২. লাইটনিং অ্যারেস্টার এর কাজ কী?
   উত্তর: এটি লাইটনিং এ সৃষ্ট সার্জ আর্থে প্রেরণ করে সিস্টেম নিরাপদ রাখতে কাজ করে।

৩৩. তাপমাত্রা সহগ বলতে কী বোঝায়?
  উত্তর: কোনো পদার্থের আদি রোধ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে প্রতি একক ওহমে যতটুকু বৃদ্ধি
        পায় বা হ্রাস পায় তাকে উক্ত পদার্থের রোধক তাপমাত্রা গুণাংক বা তাপমাত্রা সহগ বা টেম্পারেচার
        কোয়েফিসিয়েন্ট বলে।

৩৪. বৈদ্যুতিক হিটারের হিটিং এলিমেন্ট এর কাজ কী?
  উত্তর: হিটিং এলিমেন্ট তাপ রেডিয়েশনের মাধ্যমে কোনো স্থানকে উত্তপ্ত করে, আবার কোনো কোনো ক্ষেত্রে
         হিটিং এলিমেন্টের তাপ, পরিবহন, পরিচালন, বিকিরণের মাধ্যমেও ছড়িয়ে যায়।

৩৫. হিটারের হিটিং এলিমেন্ট কীসের তৈরি?
  উত্তর: নাইক্রোম, কালিডো বা সিলিক্রোম ইত্যাদি মিশ্র ধাতুর তৈরি।

Vocational 2023 trade suggestions


৩৬. বৈদ্যুতিক কুকারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে?
  উত্তর: দুটি।

৩৭. বৈদ্যুতিক ইস্ত্রিতে / কেটলিতে থার্মোস্ট্যাটের কাজ কী?
  উত্তর: তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।

৩৮. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট কিসের তৈরি ?
  উত্তর: নাইক্রোম এর সরু ফালি মাইকা পাতের উপর জড়িয়ে হিটিং এলিমেন্ট তৈরি করা হয়।

৩৯. বৈদ্যুতিক ইস্ত্রিতে অপরিবাহী হিসেবে কী কী ব্যবহৃত হয়?
  উত্তর: পোর্সিলিন, আজবেস্টস শীট, মাইকা ইত্যাদি।

৪০. সোল প্লেট কোনটি?
 উত্তর: বৈদ্যুতিক ইস্ত্রির সবচেয়ে নিচের অংশের নাম হলো সোল প্লেট।

৪১.রেফ্রিজারেটর কী?
  উত্তর: রেফ্রিজারেটর এমন একটি কুঠুরি বা কম্পার্টমেন্ট বা ঢাকা কেবিনেট, যা হতে একটি উপায়ে বা পদার্থের
        সাহায্যে তাপ সরানো হয়।

৪২. তাপমাত্রা নিয়ন্ত্রণে রেফ্রিজারেটরে কী ব্যবহৃত হয়?
  উত্তর: টেম্পারেচার কন্ট্রোল সুইচ।

৪৩. রেফ্রিজারেটরের প্রধান অংশের নাম কী?
  উত্তর: কম্প্রেসর।

৪৪. মাইক্রোওয়েভ ওভেনে রান্নার কাজে ব্যবহৃত এনার্জি কোন ধরনের?
  উত্তর: মাইক্রোওয়েভ হলো রেডিও ফ্রিকুয়েন্সির শর্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এনার্জি।

৪৫. মাইক্রোওয়েভ ওভেনে টাইমার মোটরের কাজ কী?
 উত্তর: কুকিং টাইম নির্ধারণ করা।

৪৬. হট প্লেট বলতে কী বুঝায়?
  উত্তর: হট প্লেট হলো ওভেনের মধ্যে MICA ব্যবহৃত নরম প্লেট যা গরম সরঞ্জাম হিসাবে ব্যবহৃত হয়। এর
         কাজ হলো তাপমাত্রা বৃদ্ধি করা।

৪৭. IPS & UPS এর পূর্ণঅর্থ লেখ।
  উত্তর: IPS – Instant Power Supply.
          UPS – Uninterruptable Power Supply.

এসএসসি/দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৩ এর সকল সুপার সাজেশন উত্তরসহ পেতে পাপেল এডু কেয়ার ফেইসবুক পেইজে মেসেজ দিন অথবা কল করুন পাপেল এডু কেয়ার হেল্পলাইন নাম্বারে।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *