If you are looking for ssc vocational physics suggestion then you are in right place. In this article we are going for another papel edu care super suggestions. vocational physics 2 suggestions 2022. SSC vocational exam 2022 will be held on 15 September 2022. So now the time for your best preparation with papel edu care. Let’s get started.
বাংলাদেশ করিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি/দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২২ এ ৫০% উত্তর করতে হবে। যেহেতু ৫০% নম্বর উত্তর করতে হবে এবং যেকোনো বিভাগ থেকে উত্তর করলেই হবে সেহেতু সাজেনশনটা ভাল কাজে দিবে। আমরা প্রথমেই দেখে নিব অধ্যায়গুলো কি কি রয়েছে।
এসএসসি ভোকেশনাল পদার্থ ২ সিলেবাসে রয়েছে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থির তড়িৎ, চল তড়িৎ, তড়িৎ চৌম্বক ক্রিয়া, আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান। পরীক্ষায় মোট সৃজনশীল আসবে ১০ টি। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ ও ঘ বিভাগ থেকে আলাদা আলাদ প্রশ্ন আসবে কিন্তু আমাদের উত্তর যেকোনো বিভাগ থেকে দিলেই হবে। অর্থাৎ পদার্থ ২ মোট অধ্যায় ৭ টি প্রশ্ন আসবে ১০ টি আর উত্তর করতে হবে ৩টি। ধরে নিলাম প্রতি অধ্যায় থেকে মিনিমাম একটি প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমরাদের তিনটি অধ্যায় ভাল করে পড়লেই হচ্ছে। তার মাজে স্থির তড়িৎ ও চল তড়িৎ থেকে ২টি করে প্রশ্ন আসবে। তাহলে একজন শিক্ষার্থী যদি স্থির তড়িৎ, চল তড়িৎ এবং তড়িৎ চৌম্বক ক্রিয়া ভালভাবে পড়াশোনা করে তবে নিশ্চিত ভাল ফলাফল করবে। এরপরেও আমরা সবগুলো অধ্যায় এর সাজেশন দেওয়া চেষ্টা করছি।
papel edu care YouTube channel ফলো করুন সকল সাজেশন এর ভিডিও পেতে।
SSC Vocational Physics Suggestion স্থির তড়িৎ
ক) কী/কাকে বলে?
তড়িৎ আবেশ
তড়িৎ বীক্ষণ যন্ত্র
তড়িৎ ক্ষেত্র
তড়িৎ তীব্রতা
তড়িৎ বলরেখা
তড়িৎ বিভব
বিভব পার্থক্য
তড়িৎ আধান
স্থির তড়িৎ
তড়িৎ প্রবাহের একক
পৃথিবীর বিভব কত?
খ)
পেট্রোলবাহী ট্রাকের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে কেন?
ট্যাংকার জ্বালানি ভরার সময় ভূ-সংযোগ করে নিতে হয় কেন?
বিদ্যুৎ লাইনের ধাতব খুটির সরাসরি সংযোগ থাকে না কেন?
বজ্রপাতের সময় ছাতা বা গাছের নীচে থাকার চেয়ে বৃষ্টিতে ভেজা ভাল কেন? ব্যাখ্যা কর।
কুলম্বের সূত্রটি ব্যাখ্যা কর।
তড়িৎক্ষেত্রের তীব্রতার মান 2 X 10^15NC^-1 বলতে কী বোঝায়?
টিভির পর্দা বা মনিটর দ্রুত ময়লা হয় কেন?
পৃথিবীর বিভব শূন্য কেন? ব্যাখ্যা কর।
চুল আঁচড়ানোর পর চিরুনী কাগজের টুকরাকে আকর্ষণ করে কেন?
গ)
উদ্দীপক (i) নং থেকে বস্তু দুইটির মধ্যবর্তী বলের মান নির্ণয় করো।
উদ্দীপকে (ii) থেকে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো।
উদ্দীপকের (ii) থেকে যদি P বিন্দুতে 5c আধান স্থাপন করলে যদি 200N বল অনুভব করে তাহলে ঐ বিন্দুতে তড়িৎ তীব্রতা কত?
উদ্দীপকের প্রথম আধান থেকে 0.5 m দূরে কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা কত?
ঘ)
উদ্দীপকের (i) নং এর বস্তু দুইটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহ কোন দিকে এবং কেন প্রবাহিত হবে বর্ণনা করো।
উদ্দীপকে (ii) খ থেকে তড়িৎক্ষেত্রের তীব্রতা ও বস্তুর উপর অনুভূত বলের পরিবর্তন সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপকের দ্বারা কীভাবে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় বিশ্লেষণ করো।
উদ্দীপকে বলের মান নির্ণয়ে ব্যবহৃত সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন কর।
A ও B কে পরিবাহ তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? গাণিতিক যুক্তিসহ লিখ।
উদ্দীপকের বস্তুটির নিকটে যদি 50 C এর আরেকটি বস্তু 100 cm দূরত্বে রাখা হয় তাহলে মদ্যবর্তী বলের মান কত?
মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য লেখ।/জেনারেটর কয় প্রকার ও কি কি?
বাসা বাড়িতে সংযোগের পূর্বে কোন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এবং কেন? ব্যাখ্যা করো।
বিদ্রুৎ উৎপাদন কেন্দ্রে কোন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয় ব্যাখ্যা করো।
তাড়িত চুম্বকের প্রাবল্য কীভাবে বাড়ানো যায়?
গ.
উদ্দীপকের….নং থেকে মুখ্য কুন্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো।
উদ্দীপকের ….নং থেকে গৌণ কুন্ডলীর পাকসংখ্যা নির্ণয় করো।
উদ্দীপকের ……নং এর গঠন বর্ণনা করো।
উদ্দীপকের …..নং এর কর্যপ্রণালী বিশ্লেষণ করো।
উদ্দীপকের…..নং থেকে গৌণ কুন্ডলীর প্রবাহ মাত্রা নির্ণয় করো।
ঘ.
উদ্দীপকের …নং থেকে যন্ত্রটির ক্রিয়া গাণিতিকভাব ব্যাখ্যা করো।
উদ্দীপকের …নং গৌণ কুন্ডলীতে 2200/1950/80 V পেতে হলে গৌণ কুন্ডলীর পাকসংখ্যার কীরুপ পরিবর্তন হবে।
আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
ক. কী/কাকে বলে?
ফ্যাক্স
তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু
যোগাযোগ যন্ত্র
এনালগ সংকেত
ডিজিটাল সংকেত
ট্রানজিস্টর
তেজস্ক্রিয় পরিমাপের একক
ভূ-উপগ্রহ কেন্দ্র
রাডার
বিগ ব্যাঙ
আকাশ গঙ্গা
X-ray/এক্সরে
অর্ধপরিবাহী।
খ.
কীভাবে ই-মেইল গ্রহণ ও প্রেরণ করা যায়, ব্যাখ্যা করো।
কোন মৌলের তেজস্ক্রিয়তা 10 বেকরেল বলতে কী বোঝ?
ই-মেইল ও ফ্যাক্স এর মধ্যে পার্থক্য লেখ।
n-p-n ট্রানজিস্টর কীভাবে তৈরি করা যায়?
গ.
উদ্দীপকের (i) নং থেকে খেলাটির সম্প্রচার কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপকের (ii) নং থেকে নির্গত কণাগুলোর ভর নির্ণয়/বৈশিষ্ট্য আলোচনা কর।
ঘ.
উদ্দীপকের …নং থেকে এ ধরনের যোগাযোগ প্রযুক্তি জীবনমানকে কীভাবে উন্নত করছে-আলোচনা কর।
উদ্দীপকের …..নং এ মৌলগুলোর ব্যবহার ও বিপদ সম্পর্কে বর্ণনা দাও।
উদ্দীপকের ….নং থেকে মৌলগুলোর মানবকল্যাণে কীরুপ অবদান আছে, বিশ্লেষণ করো।
জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান সুপার সাজেশন
ক. কী/কাকে বলে?
ECG
সিটিস্ক্যান
MRI/এমআরআই
X-ray
ETT
টমোগ্রাফি
খ.
এন্ডোস্কপির ব্যবহার লেখ।
রোগ নির্ণয়ে আইসোটোপের ভূমিকা ব্যাখ্যা করো।
ETT এক প্রকার ECG পরীক্ষা ব্যাখ্যা করো। /ইসিজি ও ইটিটি এর মধ্যে পার্থক্য লেখ।
আলট্রাসনোগ্রাফি কী কী রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়?
গ.
ভ্রুণ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভে আলট্রাসনোগ্রাফির ভূমিকা আলোচনা কর।
…….এর রোগ নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ….নং রোগটি নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়। আলোচনা কর।
ঘ
……পরীক্ষাটি অন্য কোন চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে করা যাবে কী? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
…….রোগ নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয় এবং কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের…..নং এর রোগটির চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ কর।
আলোর প্রতিফলন থেকে সুপার সাজেশন
ক) কী/কাকে বলে?
আলোর প্রতিফলন
ফোকাস দূরত্ব
গোলীয় দর্পণ
সমতল দর্পণ
বক্রতার কেন্দ্র
প্রতিবিম্ব
প্রধান ফোকাস
খ)
নিয়মিত ও ব্যাপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখ।
দাঁতের চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এবং কেন? ব্যাখ্যা করো।
কোনো দর্পণ স্পর্শ না করে দর্পণটি কীরুপ তা কীভাবে সনাক্ত করবে?
নিরাপদ ড্রাইভিং এর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ব্যাখ্যা করো।
ভিউমিরর হিসেব সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন?
গ)
উদ্দীপকের …..নং C ও F এর মধ্যে একটি বস্তু স্থাপন করলে তার বিম্বের বর্ণনা করো।
উদ্দীপকের ….নং থেকে PQ বস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো।
উদ্দীপকের ….নং থেকে ফোকাস দূরত্ব নির্ণয় কর।
উদ্দীপকের ……নং প্রতিফলন কোণ কত হবে।
ঘ.
উদ্দীপকের দর্পণগুলোর ব্যবহারের সুবিধা বর্ণনা করো।
প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ….নং এবং …..নং নম্বর দর্পণের তুলনা করো।
উদ্দীপকের …..নং এর লক্ষবস্তুর বিম্বের অবস্থান চিত্রসহ বর্ণনা করো।
To get all subject super suggestions with answer sheet please click here
পাপেল
Diploma & Vocational Care in Bangladesh স্লোগানকে ব্রত হিসেবে নিয়ে অফলাইন শিক্ষাকে অনলাইনে আরও প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করার প্রয়াসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল শিক্ষার্থীদেরকে শিখাতে এবং তাদের শিক্ষা কার্যক্রমকে বেগবান করাই আমার passion.
স্যার, এই সাজেশনের প্রশ্নগুলোর উওরগুলো তো দেন নাই এগুলোর উওরগুলো কোথায় পাবো?? উওরগুলো দিলে খুব ভালো হতো ।। একটা, একটা করে বই বা গাইড থেকে উওর বের করে নিলে অনেক সময় লেগে যাবে ।। আপনি একটু কষ্ট করে এগুলোর উওরগুলো দিয়ে দেন ।। আমাদের জন্য আপনি অনেক কষ্ট করছেন আর একটু কষ্ট করেন স্যার ।।
ধন্যবাদ স্যার
Tnx sir 😍😍
But ai gola ans koi paba akto jodi boltan
sir ans gola jodi ditan valo hoito
স্যার, এই সাজেশনের প্রশ্নগুলোর উওরগুলো তো দেন নাই এগুলোর উওরগুলো কোথায় পাবো?? উওরগুলো দিলে খুব ভালো হতো ।। একটা, একটা করে বই বা গাইড থেকে উওর বের করে নিলে অনেক সময় লেগে যাবে ।। আপনি একটু কষ্ট করে এগুলোর উওরগুলো দিয়ে দেন ।। আমাদের জন্য আপনি অনেক কষ্ট করছেন আর একটু কষ্ট করেন স্যার ।।