ডিপ্লোমা ৪র্থ পর্যায়ের আবেদন- First come first serve (fcfs) ২০২২-২৩

Shape Image One
ডিপ্লোমা ৪র্থ পর্যায়ের আবেদন- First come first serve (fcfs) ২০২২-২৩

ডিপ্লোমা ৪র্থ পর্যায়ের আবেদন বা First come first serve (fcfs) যাকে বলা হয়- আগে আসলে আগে পাবেন। চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, মেরিন, এগ্রিকালচার সহ পলিটেকনিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্নপূরণের মাধ্যম হতে যাচ্ছে FCFS. First come first serve এর মাধ্যমে কীভাবে প্রছন্দের ইনস্টিটিউট এর প্রছন্দের টেকনোলজিতে চান্স পাওয়া যায়? আজকের বিস্তারিত আলোচনা এটা নিয়েই।

ডিপ্লোমা ৪র্থ পর্যায়ের আবেদন 2022-23
FCFS Application 2022-23

ডিপ্লোমা ৪র্থ পর্যায়ের আবেদন কী?

First come first serve বা সংক্ষেপে আগে আসলে আগে পাবেন হল ডিপ্লোমা ভর্তি ২০২২-২৩ এর ৪র্থ ধাপ। বলা হচ্ছে যে এই বার ডিপ্লোমা ভর্তিতে যে ভরাডুবি হয়েছে সেটি থেকে উত্তরণের একমাত্র উপায় হতে পারে (আগে আসলে আগে পাবেন) fcfs I কীভাবে আপনি এই পদ্ধতিতে আপনার প্রচ্ছন্দের টেকনোলজিতে চান্স পেতে পারেন এবং আদৌ পাবেন কীনা চলুন দেখে নেই।

First come first serve (fcfs) এ কারা আবেদন করতে পারবে?

১. যারা ১ম, ২য় ও ৩য় ধাপের ফলাফলে ওয়েটিং এ ছিল।

২. যারা চান্স পেয়েও ভর্তি নিশ্চায়ন করেনি।

৩. যারা নিশ্চায়ন করেও স্ব-শরীরে প্রতিষ্ঠানে ভর্তি হোন নি।

FCFS diploma circular কখন প্রকাশ হবে?

FCFS or First come first serve diploma/polytechnic online application circular 2023 । বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ। বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই papel edu care YouTube channel, Facebook Group and Facebook page সেটি পাওয়া যাবে। তাছাড়া papeleducare.net website এর সেটি দেখা যাবে।

FCFS এর মাধ্যমে ভর্তি কবে?

অগে আসলে আগে পাবেন ডিপ্লোমা ৪র্থ ধাপের ভর্তি আবেদন শুরু হবে ১১ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ ফেব্রুয়ারি অবদি। আবেদন করার সাতে সাথেই দেখা যাবে ফলাফল।

ডিপ্লোমা ৪র্থ ধাপের ভর্তি আবেদন ২০২২-২৩ করার পদ্ধতি

মোট ৩টি ধাপে ‘আগে আসলে আগে পাবেন’ এর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

ধাপ ১ঃ http/govt.btebadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে First Come First Serve FCFS বাটনে ক্লিক করে শিক্ষার্থীর এসএসসি রোল, বোর্ড ও পাশের সন দিয়ে প্রবেশ করতে হবে। ইন্টারফেসটি প্রতিষ্ঠানভিত্তিক শূন্য আসনের তালিকা প্রদর্শন করবে। প্রদর্শিত তালিকা অনুযায়ী হতে পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠান, শিফট ও টেকনোলজি নির্বাচনকরত হবে। নির্বাচনের সাথে সাথে আসনটি ৬ ঘন্টার বরাদ্দ রাখা হবে এবং বরাদ্দ দেওয়ার সাথে সাথে ফলাফল অংশে শিক্ষার্থীর ফলাফলও দেখা যাবে।

ধাপ ২ঃ আসন নির্বাচন করার/বরাদ্দ দেওয়ার ৬ ঘন্টার মধ্যে বরাদ্দকৃত আসনটি নিশ্চায়নের জন্য ৩৮৫ টাকা নিশ্চায়নের জন্য প্রেরণ করতে হবে। নিশ্চায়ন করার পদ্ধতি দেখুন এখানে উক্ত ৬ ঘন্টার মধ্যে নিশ্চায়ন করতে ব্যার্থ হলে বরাদ্দকৃত আসনটি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।

ধাপ ৩ঃ ভর্তি নিশ্চায়ন হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হাজির হয়ে স্ব-শরীরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এইসময় প্রয়োজনীয় কাগজপত্র যেমন এসএসসি মূল নম্বরপত্র, প্রশংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং ৮০৫ টাকা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

কেন পলিটেকনিক ৪র্থ ধাপের ভর্তি আবেদন ২০২২-২৩ গুরুত্বপূর্ণ?

জিপিএ ৫ এর আধিক্য, একই শিক্ষার্থী একাধিক প্রোগ্রামে নিশ্চায়ন সহ অন্যান্য কারণসহ পলিটেকনিক ভর্তি আবেদন ২০২৩ এর অধিকাংশ শিক্ষার্থী তাদের প্রছন্দের টেকনোলজি না পাওয়াতে ৪র্থ ধাপে পেয়ে যাবে। যেসকল শিক্ষার্থী একাধিক প্রোগ্রামে নিশ্চায়ন করেছিল তাদের বাদ দেওয়া আসনটি ফাকা হবে। জেনারেল কলেজে ভর্তি হয়ে যাওয়া অনেক শিক্ষার্থীর আসনটি ফাকা হয়ে যাবে। অনেকে তাদের প্রছন্দের টেকনোলজি না পাওয়ায় স্ব-শরীরে ভর্তি হবে না।

ডিপ্লোমা ৪র্থ পর্যায়ের আবেদন এ কিছু সাবধানতা

যেহেতু শিক্ষার্থীদের সঠিক তথ্যের অভাবে অনেকেই চান্স পায় নি। তাই আগে আসলে আগে পাবেন আবেদন এর ক্ষেত্রে সাবধানতা এবং সবার আগে আবেদনটি করতে হবে। যেহেতু এই আবেদনে সবার আগে যে শূন্য আসন দেখতে পারবে সে সবার আগে ভাল টেকনোলজি পাবে। তাই শিক্ষার্থীকে সজাগ এবং সক্রিয় থাকতে হবে।

এর একটি ভালো সমাধান রয়েছে। ইতিমধ্যেই আমারা আমাদের ডিপ্লোমা ১ম পর্বের অনলাইন ক্লাস ও সুপার সাজেশন প্রোগ্রামে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের আবেদন জুমে এনে আমরা সঠিকভাবে করে দিয়েছি। এবং সেখানে প্রত্যেকেই চান্স পেয়েছে। আপনি যদি ডিপ্লোমাতে পড়তে চান তাহলে আমাদের প্রতিদিন রাত ৯ টায় জুম লাইভ ক্লাস হয়। ডিপ্লোমা ১ম পর্ব সুপার সাজেশন ও অনলাইন ক্লাস প্রোগ্রামটি ৫১০ টাকা দিয়ে ভর্তি হয়ে যান। এবং আমাদের ভর্তি সংক্রান্ত টিম আপনার আবেদন থেকে নিশ্চায়ন সহ সকল তথ্য সবার আগে আপনাকে পোঁছে দিবে। আপনার আবেদনটি আমাদের টিম করে দিবে বিন্যামূল্যে। সেক্ষেত্রে আপনাকে আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ এ এড করে সেখানে ২৪/৭ অনলাইন সাপোর্ট দেওয়া হবে। তাছাড়া নিয়মিত ক্লাস ও সুপার সাজেশন তো থাকছেই। কল করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে: ০১৭২৩-৪৭৪৪৪২

8 Comments

  1. আমার জি পি এ ৪.৬১ (ভোকেশনাল) থেকে আমি fcfs ১ম পর্যায় চান্স পাই নাই এক্ষেত্রে কি করনিন?
    আমার যে-কোনো ইনিস্টিউট হলেই হবে।

  2. ফাস্ট কাম ফাস্ট সার্ভ এর পরেও যদি টেক্সটাইল কলেজগুলোতে সিট ফাঁকা থাকে তাহলে কি পরবর্তীতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে

  3. আমি কারিগরিতে কোন আবেদন করিনি তাহলে কি আমি সরকারি কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবো না

  4. Amar fcfs e 3rd choyes ejta technology peyechi kinto ami confram korini
    Ekhon ki fcfs e 4th abedon dibe ki na???pliz reply 🙏🙏🙏

  5. আমার এসএসসি রেজাল্ট ভোকেশনাল থেকে ৪.৯২ তৃতীয় সেমিস্টার শূন্য আসনে ভর্তি হওয়ার সহজ উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *