Are you Searching For Polytechnic Chemistry 1 Suggestion Chemistry 1 Super Suggestion 2022 I
ডিপ্লোমা ১ম পর্বের রসায়ন ১ সাজেশন ২০২২ নিয়ে আজকের আলোচনা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন ডিপ্লোমা প্রোগ্রামে অধ্যয়নরত বা পলিটেকনিক কলেজ এর ১ম সেমিস্টার পরীক্ষা এর জন্য রসায়ন ১ এর চূড়ান্ত সুপার সাজেশন।
ডিপ্লোমা ১ম পর্বের পদার্থ বিজ্ঞান ১ সুপার সাজেশনও শেয়ার করা হয়েছিল। সেটি না দেখে থাকলে দেখে নিতে পারেন । ডিপ্লোমা ১ম পর্বের পদার্থ ১ সাজেশন দেখুন এখানে
Diploma Chemistry 1 Suggestions
প্রথমে Polytechnic Chemistry 1 Suggestions দেখে তারপর বুঝিয়ে দেওয়া হবে।
17. পলিমারকরন এবং প্রশমন বিক্রিয়া কাকে বলে? উদাহারণ সহ লিখ?
18. তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া কাকে বলে? উদাহারণসহ লিখ?
19. আইসোমোরিক বিক্রিয়া কাকে বলে?
20. “জারন বিজারন একটি যুগপৎ ক্রিয়া” আলোচনা কর।
21. জারন সংখ্যা বের কর: K2Cr2O7, Kmno4, HNo3, H2SO4, FeCN6-3
22. খর পানি ব্যবহারের সুবিধা, অসুবিধা আলোচনা কর।
23. পানির খরতা কী? এর কারণ উল্লেখ কর।
24. ইলেকট্রোপ্লোটিং প্রক্রিয়া বর্ণনা কর।
25. জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য লিখ?
26. সমগোত্রীয় শ্রেনি কী? উদাহারণ সহ লেখ?
27. কার্যকরী মূলক কী? উদাহারণসহ মূলকের নাম এবং গাঠনিক সংকেত লিখ?
28. এনজাইমের কাজগুলো লিখ?
29. পলিহাইড্রিক অ্যালকোহল সম্পর্কে লিখ?
30. গ্যালভানাইজিং কী ? এর গুরুত্ব লিখ?
রচনামূলক প্রশ্নাবলী
1. মূল কণিকা কী? পরমাণুর মূল কণিকা কয়টি এবং কী কী? বর্ণনা দাও।
2. কোয়ান্টাম সংখ্যা কী? সংক্ষেপে কোয়ন্টাম সংখ্যাগুলোর বর্ণনা দাও?
3. স্থুল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য লিখ?
4. বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাগোগ্রাডোর সূত্র লিখ? এবং ব্যাখ্যা কর।
5. আয়নিক বন্ধন কী? উদাহারনসহ বর্ণনা দাও?
6. সমযোজী বন্ধন কী? উদাহারনসহ বর্ণনা দাও?
7. লবণ কাকে বলে? লবণের শ্রেণিবিভাগ লেখ।
8. বাফার দ্রবণ কী? এর ক্রিয়া কৌশল আলোচনা কর।
9. প্রমাণ দ্রবণ কী? মূলনীতিসহ Na2Co3 দ্রবণ প্রস্তুতসহ বর্ণনা দাও?
10. রাসায়নিক বিক্রিয়া সংঘটনের উপায় উদাহারণসহ আলোচনা কর।
11. দেখাও যে, “জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া”
12.পারমুটেট পদ্ধতিতে পানির খরতা দূরীকরনের পদ্ধতি বর্ণনা কর।
13. পানির খরতা কী? খর পানির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
14. সমগোত্রীয় শ্রেণী বলতে কী বুঝ?
15. জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
16. জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা কর।
17.হাইড্রোকার্বন কী? এর শ্রেণীবিভাগ আলোচনা কর।
18. এনজাইম এবং ফারমেন্টেশন ব্যাখ্যা কর।
19.আম এবং আনারসের কৌটাজাতকরণ ব্যাখ্যা কর।
20. মাছ এবং মাংশ কৌটাজাতকরণের কৌশর আলোচনা কর।
Polytechnic Chemistry 1 Suggestions নাম দেওয়া হলেও এটা মূলত All diploma 1st Semester Chemistry 1 Super Suggestions.
যেহেতু পরীক্ষায় ৫০% নম্বরের উত্তর দিতে হবে তাই কাজটা খুব সহজ। এই সাজেশন এর অতি সংক্ষিপ্ত সব পড়ে ফেলুন। সংক্ষিপ্ত যতটা পারেন পড়ুন। আর রচনামূলক যেকোনো তিনটা বা চারটা অধ্যায় থেকে এই সাজেশন ফলো করুন।
সবথেকে ভালো হয় যেকোনো চারটি অধ্যায় এর সকল সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রস্তুতি নিয়ে যাওয়া। অতি সংক্ষিপ্ত চোখ বন্ধ করে এই সাজেশন সব পড়ুন।
পাপেল এডু কেয়ার সকল বিষয় এর সুপার সাজেশন পেতে 01723-474442 অথবা 01725-117988
Diploma & Vocational Care in Bangladesh স্লোগানকে ব্রত হিসেবে নিয়ে অফলাইন শিক্ষাকে অনলাইনে আরও প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করার প্রয়াসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল শিক্ষার্থীদেরকে শিখাতে এবং তাদের শিক্ষা কার্যক্রমকে বেগবান করাই আমার passion.