Polytechnic Basic Electricity Suggestions I Mid Exam 2024

Shape Image One
Polytechnic Basic Electricity Suggestions I Mid Exam 2024
Basic Electricity super suggession 2024

Polytechnic Basic Electricity Suggestions 2024

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

  • ১। পরমাণুর মূল স্থায়ী কণিকাগুলো কী কী?
  • ২। ইলেকট্রিসিটি কাকে বলে?
  • ৩। বৈদ্যুতিক কারেন্ট বলতে কি বুঝায়?
  • ৪। বিভব পার্থক্য কাকে বলে?
  • ৫। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যু প্রবাহিত হলে কী কী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়?
  • ৬। এক কুলম্ব= কত ইলেকট্রন চার্জ?
  • ৭। পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন কোন চার্জ বহন করে ?
  • ৮। অ্যাম্বিয়ার কাকে বলে?
  • ৯। রোধ কাকে বলে?
  • ১০। মুক্ত ইলেকট্রন বলতে কী বুঝ?
  • ১১। সেমি কন্ডাক্টরের সংজ্ঞা দাও?
  • ১২। আপেক্ষিক রোধ কাকে বলে?
  • ১৩। রোধের তাপমাত্রা সহগ কী?
  • ১৪। আপেক্ষিক রোধের একক লেখ?
  • ১৫। ইনসুলেটর কাকে বলে?
  • ১৬। ক্যাপাসিটরের একক লিখ?
  • ১৭। C1 এবং C2 দুটি ক্যাপাসিটরের সিরিজ সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স কত হবে?
  • ১৮। ক্যাপাসিটরের কাজ কী?
  • ১৯। ক্যাপাসিট্যান্স বলতে কী বুঝ?
  • ২০।ওহমের সূত্রটি লিখ।
  • ২১। I, V ও R এর মধ্যে সম্পর্কে লিখ?
  • ২২। ক্যালরি কিসের একক?
  • ২৩। তাপের যান্ত্রিক সমমান বলতে কী বুঝ?
  • ২৪। সিরিজ সার্কিট কাকে বলে?
  • ২৫। একটি সাধারণ বর্তনীতে কমপ্ক্ষে কয়টি উপাদান প্রয়োজন এবং কী কী?
  • ২৬। 10 ওহম দুটি রোধ সমান্তরালে সংযুক্ত করলে তুল্যরোধের মান কত হবে?
  • ২৭। সমান্তরালে সংযুকত দুটি 2 ওহম রোধের তুল্যরোধ কত হবে?

সংক্ষিপ্ত প্রশ্ন

  • ১। বৈদ্যুতিক চার্জ, কারেন্ট ও ভোল্টেজের একক সহ প্রতীক লেখ?
  • ২। কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও?
  • ৩। । পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভরশীল?
  • ৪। পাঁচটি পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহীর নাম লেখ?
  • ৫। তিনটি ক্যাপাসিটর যথাক্রমে C1, C2, C3 কে সিরিজ সংযোগে যুক্ত করলে V ভোল্টেজের আড়াআড়ি সংযোগ কর। মোট ক্যাপসিট্যান্স কত হবে?
  • ৬। “ও’হমের সূত্রের সীমাবদ্ধতা লেখ?
  • ৭। 250 V সরবরাহের সাথে একটি বৈদ্যুতিক ইস্ত্রি সংযোগ করলে এটির ভিতর দিয়ে 0.25 A বিদ্যুৎ প্রবাহিত হয়। রোধ কত?
  • ৮। জুলের তাপীয় সূত্রটি লিখ?
  • ৯। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যসমূহ লিখ?
  • ১০। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যসমূহ লিখ?
  • ১১। সিরিজ সার্কিটের সুবিধ- অসুবিধা লেখ।
  • ১২। আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদানের নাম লিখ
  • ১৩। আদর্শ সার্কিট অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।

রচনামূলক প্রশ্ন

  • ১। কপার পরমাণুর পারমাণবিক গঠন চিত্রসহ বর্ণনা দাও।
  • ২। ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর এর ব্যাখ্যা দাও।
  • ৩। রোধের সূত্র বর্ণনা দাও ।
  • ৪। প্রমাণ কর যে R=pL/ A.
  • ৫। তিনটি ক্যাপাসিটর C1, C2, C3 সিরেজে প্রমাণ কর যে, 1/Cs=1/C1+1/C2+1/C3
  • ৬। প্রমাণ কর যে, Cp= C1+C2+C3  
  • ৭। প্রমাণ কর যে, ক্যাপাসিটরে সঞ্চিত শক্তি, W=1/2 CV^2
  • ৮। ও’হমের সূত্রটি ব্যাখ্যা কর। অথবা প্রমাণ কর যে I=V/R
  • ৯। প্রমাণ কর যে, H=I^2Rt/J
  • ১০। সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ লিখ।
  • ১১। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ কর যে, 1/Rp= 1/R1+1/R2+1/R2+…..1/Rn
  • ১২। সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ কর যে, Rs= R1+R2+R3+…….Rn

সম্পূর্ণ সাজেশন পেতে আমাদের কোর্সে- এ জয়েন করুন অথবা কল করুন : +880 1723-474442

১ম সেমিস্টার কোর্স লিংক : https://papeleducare.com/courses/diploma_1st_semester_suggestion/

২য় সেমিস্টার কোর্স লিংক : https://papeleducare.com/courses/diploma-2nd-semester-online-class-super-suggestions/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *