Polytechnic admission 2025 is knocking at the door. Recently SSC and SSC Vocational result has published. Huge number of students are eagerly waiting for Polytechnic admission circular 2025. A variety of technologies offered by BTEB in different Polytechnic institutions. After passing SSC examination or Vocational SSC Examinations most of the students desire to get diploma in Engineering degree. In this post a candidate can learn a complete guideline of Diploma in Engineering or Polytechnic admission 2025.
সাধারণত শিক্ষা দুই ধরনের। তাত্ত্বিক এবং কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা। ডিপ্লোমা বা পলিটেকনিক শিক্ষা হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী একটি কোর্স। পলিটেকনিক ইন্সটিটিউটগুলোতে মূলত বিভিন্ন টেকনোলজি এর উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর উপর পাঠদান ও ব্যাবহারিক জ্ঞানদান করা হয়। পলিটেকনিক ইন্সটিউট থেকে পাশ করা একজন শিক্ষার্থীকে এইচএসসি সমমান ধরা হলেও চাকুরী বাজারে তাদের অনেক চাহিদা রয়েছে। তাছাড়া আগামী বিশ্বের কথা চিন্তা করে কারিগরি শিক্ষার হাতিয়াড় হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বা পলিটেকনিক ভর্তির বিকল্প নেই। পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা একজন শিক্ষার্থীর সামনে একাধারে বিএসসি ইঞ্জিনিয়ার, সরকারি ও বেসরকারি চাকুরির পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষারসহ নানা ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার অপার সম্ভাবনা থাকে।
শুরুটা যেভাবে হতে পারে
মাধ্যমিক থেকে পাশ করা একজন শিক্ষার্থী (এসএসসি/দাখিল অথবা ভোকেশনাল এসএসসি/দাখিল) সরাসরি অর্জিত জিপিএর এর মাধমে বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারে। অবশ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী চাইলে এইসএসসিতেও ভর্তি হতে পারে সেটা আলাদা বিষয়। এসএসসি/দাখিল ও ভোকেশনাল এসএসসি/দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার ২০-২৫ দিনের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন মেরিনসহ এইচএসসি বিএমটি এর বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশ করে থাকে। মূলত পলিটেকনিক ভর্তির প্রথম ধাপটি হল কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। ভোকেশনাল থেকে পাশ করে কোথায় ভর্তি হবে সংক্রান্ত ভিডিও দেখুতে ক্লিক করুন
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ২০২৪-২০২৫ সেশনে ১ম পর্বে ভর্তির ক্ষেত্রেঃ
বেসরকারি পলিটেকনিক ইন্সটিউটে ২০২৪-২০২৫ সেশনে ১ম পর্বে ভর্তির ক্ষেত্রেঃ
উপরে উল্লেখিত সকল যোগ্যতা একই থাকবে শুধু এসএসসি বা সমমানের জিপিএ কমপক্ষে ২.০০ থাকলেই হবে।
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর যেসব টেকনোলজিসমূহে পাঠদান করা হয়ঃ
তবে সব পলিটেকনিক ইন্সটিটিউট এর সকল টেকনোলজি নেই। সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে তার প্রছন্দের পলিটেকনিকে তার প্রছন্দের টেকনোলজি রয়েছে কিনা সেটা জেনে নিতে হবে। ভর্তি আবেদন করার সময় এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট সময় সীমার মধ্যে নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অলনাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রছন্দের পলিটেকনিক ইন্সটিটিউটে প্রছন্দের টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি আবেদন এর সময় শিক্ষার্থীদের সঠিক এবং কৌশলী হয়ে টেকনোলজি নির্বাচন করতে হবে। কম জিপিএ নিয়েও অনেক সুচতুর শিক্ষার্থী তাদের প্রছন্দের টেকনোলজিতে খুব সহজেই চান্স পেতে পারে। আবার খুব ভাল জিপিএ নিয়েও অনেক শিক্ষার্থী শুধুমাত্র সঠিকভাবে টেকনোলজি ও ইন্সটিটিউট নির্বাচন না করায় প্রছন্দের পলিটেকনিকে চান্স নাও পেতে পারে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২৩-২৪ অনুয়াযী সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের নিন্মোক্তভাবে মেধাক্রম নির্বাচিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৫ এও খুব ব্যাতিক্রম হবে না।
ডিপ্লোম ১ম পর্বের অনলাইন ক্লাস ও সুপার সাজেশন প্রোগ্রামে এনরুল করুন
Polytechnic admission 2025 এ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সেসকল কোটা সুবিধা পেতে পারে। নিন্মে Polytechnic admission Circular 2023-24 অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান কোটা ছিলঃ
প্রবিধান ২০২২ প্রকাশের পর প্রতিটি টেকনোলজিই ভাল। যার যে বিষয়ে পড়তে ভাল লাগে সেটিই সেরা। আগামী চার বছর পর চাকুরী বাজার কেমন হবে সেদিকে বিবেচনা সেরা টেকলোজির একটি তালিকা দেওয়া হলোঃ
Polytechnic admission 2025 and Diploma in Engineering Admission এর সকল ভিডিও দেখুন একসাথে