পাপেল এডু কেয়ার কোর্সে কীভাবে ভর্তি হবেন?

Shape Image One
পাপেল এডু কেয়ার কোর্সে কীভাবে ভর্তি হবেন?

পাপেল এডু কেয়ার অনলাইন কোর্সে নিজেকে কীভাবে ভর্তি করাবেন? বা কীভাবে পাপেল এডু কেয়ার অনলাইন কোর্সে এনরুল করবেন?

আপনারা অনেকেই আমাদের পাপেল এডু কেয়ার সম্পর্কে বিস্তারিত জানেন। অনেকেই আমাদের বিভিন্ন কোর্সসমূহে ভর্তি হতে ইচ্ছুক। তাদের জন্য আজকের আলোচনা।

প্রথমেই জেনে নেওয়া যাক অনলাইন কোর্স কী?

পাপেল এডু কেয়ার এর অনলাইন কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তবে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। অথবা আপনি ক্লিক করুন এখানে

অথবা আপনি আমাদের নিচের নিয়মগুলো ফলো করবেন। আপনারা অনেকেই জানেন যে, পাপেল এডু কেয়ার মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জেনারেল শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। তার মধ্যে রয়েছে বিভিন্ন অনলাইন প্রাইভেট ক্লাস, সুপার সাজেশন ও অনলাইন পরীক্ষা প্রস্তুতিমূলক ক্রাশ কোর্স।

আপনি যদি পাপেল এডু কেয়ার এর কোর্সে ভর্তি হতে চান তবে আপনাকে যে পদ্ধতিতে ভর্তি হতে হবে সেগুলো হলঃ

১. প্রথমেই যেকোন ব্রাউজার চলে যান (সেটা মোবাইল অথবা কম্পিউটার যাই হোক না কেন)

২. গুগল সার্চ বক্সে গিয়ে লিখুন Papel Edu Care. নিচের চিত্র অনুযায়ী রেজাল্ট আসবে

Papel edu care home
ফাইল ছবিhttps://papeleducare.net/

৩. মার্ক করা স্থানে ক্লিক করবেন অথবা ফাইল ছবি এর এখানে লিংক আছে সেখানে ক্লিক করবেন।

৪. এখন আপনাকে পাপেল এডু কেযার এর হোম পেইজে নিয়ে আসা হবে । যা দেখতে নিচের ছবির মতোঃ

Papel edu care home
https://papeleducare.net/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b9/

৫। এখান থেকে আমাদের কোর্সসমূহ তে ক্লিক করবেন অথবা উপরের লিংকে ক্লিক করুন

৬। এখন আপনি পাপেল এডু কেয়ার সবগুলো কোর্স দেখতে পারবেন। আপনি আপনার প্রছন্দ মতো কোর্সে ভর্তি হতে পারেন। ধরে নিলাম আপনি সুপার সাজেশন কোর্স এ নিজেকে এনরুল করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে নিচেরে চিত্রটা দেখুন।

papel edu care Course
Papel Edu Care Super Suggestion Course

৭। আপনি চিত্রানুযায়ী Ad to cart এ ক্লিক করার সাথে সাথেই আপনার লগ ইন অপশন চলে আসবে। যদি আপনি পাপেল এডু কেয়ার ওয়েবসাইটে পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন তবে ইউজার নেম এর পাসওয়ার্ড দিয়ে Sign in করবেন। আর যদি রেজিস্টেশন না করে থাকেন তবে Register Now এ ক্লিক করবেন।

Papel edu care registration
পাপেল এডু কেয়ার রেজিস্ট্রেশন

৮। এই অংশে আমরা রেজিস্ট্রেশন দেখব। যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সরাসরি সাইন ইন করবেন আর এই অংশটুকু এড়িয়ে পরবর্তী অংশ দেখুন।

papel edu care registration form

User Name আপনি যেকোন একটা দিতে পারবেন কিন্তু ছোট হাতের অক্ষর দিতে হবে

E-Mail সঠিকভাবে দিবেন সব ছোট হাতের অক্ষর হবে এবং কোন স্পেস হবে না।

পাসওয়ার্ড নিজের মতো করে ছয় বা আট সংখ্যা বা অক্ষর এর দুই বার দিবেন

৯। এখন Register এ ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। তারপর আপনি এখন আপনার কোর্স এর View Cart এ ক্লিক করলেই Proceed to Checkout অপশন আসবে নিচের ছবির মতো ফলো করুন।

Papel edu care proceed to check out

১০। Proceed to checkout (উপরের চিত্রে দেখানো হয়েছে) তে ক্লিক করবেন। এই অংশে আপনার কিছু তথ্য পূরণ করতে হবে যা নিচের পিক এ দেখানো হয়েছে। লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে। এই তথ্যগুলো পূরণ করে আবার Proceed to checkout এ ক্লিক করবেন।

Papel edu care Checkout
Papel edu care Checkout
papel edu care checkout 3

১১. সকল তথ্য পূরণ করে আপনি Proceed to Checkout এ ক্লিক করলে আপনাকে Payment option এ নিয়ে আসবে। নিচের ছবিটা দেখুন

papel edu care payment
Payment

১২। এই অংশে আপনি কিভাবে পেমেন্ট করবেন অর্থাৎ মোবাইল ব্যাকিং এর মাধ্যমে সেন্ড মানি করবেন সেটি দেখাবে। আপনি যদি bkash এ ক্লিক করেন তবে নিচের চিত্রের মতো আসবে।

papel edu care bkash payment
bkakh payment

আপনি বিকাশে পেমেন্ট করতে হলে প্রাপক নাম্বার অথবা Show QR এর মাধ্যমে সেন্ড মানি করে যে ট্রানজেকশন আইডি টা আপনার মেসেজে আসবে সেটি উপরের চিত্রের Enter Transaction Id ঘরে বসিয়ে নিচের VERIFY এ ক্লিক করলেই আপনার লেনদেনটি ভেরিফাই হয়ে সরাসরি কোর্সে নিয়ে যাবে। আপনি চাইলে নগদেও সেন্ড মানি করতে পারেন সেটি কেমন চলুন নিচের চিত্রে দেখি।

Papel edu care Nagad Payment
Nagad Payment

নগদেও একই সিস্টেম অর্থাং আপনি যেকোনো নগদ নাম্বার থেকে উপরে দেওয়া নাম্বারে টাকার পরিমাণ এ যে অংক আছে সেটি সেন্ড মানি করে আপনার মোবাইল নগদ থেকে যে মেসেজ গিয়েছে সেখান থেকে ট্রানজেক্শন আইডি টা বসিয়ে নিচে ভেরিফাই এর ক্লিক করলেই আপনার ভর্তি সুনিশ্চত। এবং আপনাকে একটা আইডি সহ স্লিপ দেওয়া হবে সেটি আপনি আপনার কাছে রেখে দিতে পারেন। রকেটে লেনদেন কেমন চলুন দেখি।

Papel edu care Rocket Payment
Rocket Payment

এরপরেও যদি কোন সমস্যা হয় তবে আমাদের ফেসবুক পেইজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেইজের লিংক এখানে ক্লিক করুন

তাছাড়া সরাসরি কথা বলতে কল করুন 01723-474442 অথবা 01725-117988

বিঃদ্রঃ ১. এখানে ছবিতে যে টাকার পরিমানে দেখতে পাচ্ছেন সেটি শুধুমাত্র আমাদের বিভিন্ন কোর্সে পূর্বে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জন্য। যেহেতু তারা আগেই পেমেন্ট করেছে এবং তাদের সবাইকে আমরা আমাদের নতুন প্লার্টফর্মে নিয়ে আসতে চাই তাই এই ২০ টাকা শুধুমাত্র সার্ভার এর ব্যবস্থাপনার স্বার্থে রাখা হয়েছে। (পারলে ফ্রি করে দিতাম)

২. এই ২০ টাকার মেয়াদ থাকবে মাত্র দুইদিন।

৩. যারা নতুন তারা ২০ টাকার পিক দেখে অবাক হবেন না।

৪. আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনি যে নাম্বার ব্যবহার করেন বা আপনার পরিবার এর কোন অভিভাবক এর নাম্বার ব্যবহার করবেন। কিন্তু পেমেন্ট যেকোনো নাম্বার থেকে করলেই হবে শুধু ট্রানজেকশন আইডি টা লাগবে।

৫. কোর্সের লেসন ধাপে ধাপে পেয়ে যাবেন এবং এখানে আপনি আজীবন আপনার একসেস থাকবে।

৬. আপনার প্রোফাইল ড্যাশবোর্ড এ আপনার যাবতীয় তথ্য দেখা যাবে। এবং আপনার কোর্স এ আপনি কমেন্ট করে আপনার মতামত দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *