HSC Vocational super suggestions 2022 I Bangla 1 100% common I

Shape Image One
HSC Vocational super suggestions 2022 I Bangla 1 100% common I

HSC Vocational super suggestions 2022 has given here. This super suggestions is 100% common and effective. HSC Vocational examination will start from 6th November and Bangla 1 examination will held in 17th November.

hsc vocational super suggestions 2022

For getting hsc vocational super suggestion 2022 all subject with answer please call us at 01723-474442 or click here

Check our YouTube channel for watching suggestions related videos.

So lets go Bangla 1 suggestions for Vocational 1st year examination 2022

ঘ-বিভাগ (মান ২৫)

১৩। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ                                                                         ৩ X ৫ = ১৫

      ক. সমাস কাকে বলে? সমাস প্রধানত কত প্রকার ও কী কী?  (আসবেই)

      খ. ব্যাসবাক্যসহ বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহারণ দাও।  

      গ. প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কত প্রকার ও কী কী?

ঘ. বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের শর্ত বা গুণগুলো কী কী? আলোচনা কর।  (আসবেই)

ঙ. সরল ও জটিল বাক্যের মধ্যে পার্থক্য নিরূপণ কর।   

চ. নিন্মলিখিত শব্দগুলোর পারিভাষিক শব্দ লিখ (যে কোন পঁচটি) (আসবেই)

                  i. Acting;

                  ii. Agenda;

                  iii. Urban;

                  iv. Bio-data;

                  v. Audit;

                  vi. Bail;

(আরও অতিরিক্ত পারিভাষিক শব্দ পড়ে যেতে হবে যেগুলো আমাদের সাজেশন উত্তরপত্রে দেওয়া হবে)

 আরও যা পড়ে যেতে হবে।

ছ. নিচের শব্দগুলোর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর। (আমাদের সাজেশন উত্তরপত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয় দেওয়া থাকবে)

জ. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ। (সাজেশন উত্তরপত্রে দেওয়া থাকবে)

১৪। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।                                                            ১০ X ১= ১০

      ক. কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাবরক্ষক পদে চাকরি প্রার্থনা করে একখানা আবেদনপত্র রচনা কর।

      খ. তোমার এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।

      আরও যা পড়তে হবে:

      গ. বিনা বেতনে অধ্যয়নের জন্য কলেজের অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র রচনা কর।

      ঘ. কক্সবাজার সমুদ্র শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদন কর।

——-০——–

এবার আসুন দেখি আমরা কীভাবে পড়ব।

আমাদের গদ্য আছে তিনটি যথা-আহ্বান, মানব-কল্যাণ ও রেইনকোর্ট এবং পদ্য আছে তিনটি যথা- সোনার তরী, তাহারেই পড়ে মনে, আমি কিংবদন্তির কথা বলছি। এখান থেকে আহ্বান ও মানব কল্যাণ থেকে কমপক্ষে ৩টি সৃজনশীল এবং সোনার তরী ও আমি কিংবদন্তির কথা বলছি থেকে কমপক্ষে ৩টি সৃজনশীলসহ মোট ৬টি সৃজনশীল প্রশ্ন আসবে। অর্থাৎ এই দুইটি কবিতা এবং দুইটি গল্প পড়লেই কিন্তু আমাদের ৩০ নম্বর উত্তর হয়ে যাবে। কিন্তু আমরা গ্রামার থেকে ২৫ এর উত্তর করব এবং যেকোনো একটা গদ্য বা পদ্য পড়ে যাব। আমাদের সাজেশন এর ব্যকরণ অংশ ভালকরে পড়ে গেলেই বাংলা ১ এ প্লাস আসবে)

এইসএসসি ভোকেশনাল বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, ট্রেড ১ ও ট্রেড ২ সাজেশন পেতে কল করুন 01723-474442

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *