HSC bmt accounting suggestions

Shape Image One

HSC bmt accounting Suggestions 2022 has given here. This super suggestions is 100% common and effective. HSC bmt examination will start from 6th November and accounting 1 examination will held in 17th November.

For getting hsc bmt super suggestion 2022 all subject with answer please call us at 01723-474442 or click here

Check our YouTube channel for watching suggestions related videos.

So lets go accounting 1 suggestions for bmt 1st year examination 2022

hsc bmt accounting suggestions 2022
hsc bmt accounting suggestions

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি) পরীক্ষা-২০২২

বিষয়ঃ হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১

বিষয় কোডঃ ২১৮১৫৫

সময়ঃ ৩ ঘন্টা                                                        পূর্ণমানঃ৪৫                                                           

[বিঃদ্রঃ) ডান পার্শের মান পূর্ণমান জ্ঞাপক। যে কোন বিভাগ হতে মোট ৫০% নম্বরের উত্তর দিতে হবে। ]

ক-বিভাগ (মানঃ ৪ x ৩=১২) hsc bmt accounting suggestions 2022

১। হিসাববিজ্ঞান এর সংজ্ঞা দাও। হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।  

২। মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা আলোচনা কর।  

৩। “হিসাববিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই”- ব্যাখ্যা কর।

৪। লেনদেন বলতে কী বুঝ? লেনদেন এর বৈশিষ্টসমূহ আলোচনা কর।

৫। “সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়” উক্তিটি বিশ্লেষণ কর।  

৬। দু’তরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা দাও। দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ।

৭। হিসাব সমীকরণ অনুযায়ী বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয় পদ্ধতি আলোচনা করা।

     অথবা হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো লেখ।  

৮। হিসাবচক্র বলতে কী বুঝ? হিসাবচক্রের ধাপগুলো সংক্ষেপে আলোচনা কর। (আসবেই)

৯। জাবেদাকে হিসাবের সহকারি বহি ও মৌলিক বহি বলা হয় কেন? (আসবেই)

১০। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন?

১১। নগদান বহি ও পাস বহির উদ্ধৃত্তের পার্থক্যের কারণগুলো কী কী?

১২। মূল্য সংযোজন কর কী?

১৩। মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও।  

(পরীক্ষায় ৭ টি প্রশ্ন আসবে। গতানুগতিক নিয়মে ৩টির উত্তর করতে হয়। কিন্তু যেহেতু এইবার ৫০% নম্বর উত্তর যেকোন বিভাগ থেকে করলেই হচ্ছে তাই আপনি চাইলে ক বিভাগ থেকে ৭টি প্রশ্নের উত্তরই দিতে পারবেন। সেইজন্য আমরা ১৩টি প্রশ্ন দিয়েছি।)

খ-বিভাগ (মানঃ ৭ x ৩=২১) hsc bmt accounting suggestions

১। ২০২২ সালের জুন ১ তারিখে জনাব তামিম নগদ ১,০০,০০০ টাকা এবং ৭৫,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসে তিনি নিন্মোক্ত লেনদেনগুলো সম্পন্ন করলেনঃ

      জুন ২০২২ ১   জনতা ব্যাংকে হিসাব খোলা হলো ২০,০০০ টাকা।

      জুন ২০২২ ৫   চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো ১০,০০০ টাকা।

      জুন ২০২২ ৮   শফিউলের নিকট পণ্য বিক্রয় ২০,০০০ টাকা।

      জুন ২০২২ ১৫ বেতন প্রদান করা হলো ৮,০০০ টাকা।

      জুন ২০২২ ২০ অনাদায়ী পাওনা ধরা হলো ২,০০০ টাকা।

      জুন ২০২২ ২৫ কারবার হতে উত্তোলন করা হলো ৫,০০০ টাকা।

      জুন ২০২২ ৩০ কমিশন পাওয়া গেল ১,০০০ টাকা।

করণীয়ঃ জনাব তামিমের হিসাব বইতে লেনদেনগুলোর জাবেদা তৈরি কর।

২। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে জনাব হাসান নগদ ২,০০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকার মালামাল নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসে তিনি নিন্মোক্ত লেনদেনগুলো সম্পন্ন করলেনঃ

      জানুয়ারি ২০২০ ০২       সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো ৩০,০০০ টাকা।

      ’’                ০৬        আবিদের নিকট পণ্য বিক্রয় করা হলো ৮,০০০ টাকা।

      ’’                ১০         চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ২২,০০০ টাকা।

      ’’                ১৫         কমিশন পাওয়া গেল ৭,০০০ টাকা।

      ’’                ২০         কারবার হতে উত্তোলন করা হলো ১০,০০০ টাকা।  

      ’’                ৩০        অনাদায়ী পাওনা ধরা হলো ৭,০০০ টাকা।

করণীয়ঃ জনাব হাসান এর হিসাব বইতে লেনদেনগুলোর জাবেদা তৈরি কর।

৩। ২০১৯ সালের জুলাই ১ তারিখে জনাব কৌশিক নগদ ৫০,০০০ টাকা, ২০,০০০ টাক মূল্যের যন্ত্রপাতি এবং ৫,০০০ টাকা মূল্যোর পণদ্রব্য আনয়ন করে ব্যবসায় আরম্ভ করলেন। উক্ত মাসে তিনি নিন্মোক্ত লেনদেনগুলো সম্পন্ন করলেনঃ

      জুলাই ২০১৯   ০৫       আজাদের নিকট পণ্য বিক্রয় করা হলো ৫,০০০ টাকা।

      ’’                ০৭         আজাদের নিকট কহতে প্রাপ্ত চেক সরাসরি ব্যাংকে জমা দেয়া হলো ৩,০০০ টাকা।

      ’’                ০৮        সোবহানকে চেকে প্রদান ৫,০০০ টাকা।

      ’’                ১০         কু-ঋণ ধরা হলো ১,০০০ টাকা।

      ’’                ২০         ব্যক্তিগত প্রয়োজন এ কারবার হতে উত্তোলন করা হলো ১,০০০ টাকা।  

      ’’                ২২         যন্ত্রপাতির অবচয় ধরা হলো ২০০ টাকা।

      ’’                ৩০        সেভিংস সার্টিফিকেট ক্রয় করা হয়েছে ২,০০০ টাকা। 

করণীয়ঃ জনাব কৌশিক এর হিসাব বইতে লেনদেনগুলোর জাবেদা লিখন দেখাও। 

৪। ২০২২ সালের জানুয়ারি মাসে মি. রাসেলের নিন্মলিখিত লেনদেনগুলো হতে জাবেদা ও খতিয়ান বহি প্রস্তুত কর।

জানুয়ারি ১                        মি. রাসেল ২৫,০০০ টাকা এবং ৫,০০০, টাকা মূল্যের পণদ্রব্য নিয়ে কারবার শুরু করলেন।

’’    ৪                 নগদে বিক্রয়                                                                                  ১৩,০০০

’’    ৬                নগদে ক্রয়                                                                                     ৮,০০০   

’’    ১০               ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন                                                  ৪,০০০

’’    ১৫               কলকব্জা ও যন্ত্রপাতি ক্রয়                                                                    ১৫,০০০

’’    ২০               মি. ইমরানের নিকট হতে চেক প্রাপ্তি                                                       ১০,০০০

’’    ২৫               ব্যাংকে জমা দেয়া হলো                                                                      ৪,৫০০

’’    ২৭               লিমনকে নগদ প্রদান                                                                         ৭০০      

’’    ২৯               চেকে ভাড়া পরিশোধ                                                                         ৫০০

’’    ৩০              মি.তুষারকে বেতন প্রদান                                                                   ৪০০      

৫। ছাব্বির ২০২০ সালের ১লা জানুয়ারি তারিখে ২,৫০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিন্মোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়েছে।

জানুয়ারি  ১           সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো                                                        ১০,০০০

’’          ৩          নগদ মূল্যো পণ্য ক্রয় করা হলো                                                                         ৪০,০০০

’’          ৭           নগদে পণ্য বিক্রয় করা হলো                                                                ৮০,০০০ 

’’          ১০         সাগরের কাছে নগদে পণ্য বিক্রয়                                                                        ৪,০০০

’’          ২১         আকাশ এর কাছ থেকে চেক প্রাপ্তি                                                          ৬০,০০০

’’          ২৩        ব্যাংক থেকে উঠানো হলো                                                                   ১৮,৫০০

’’          ২৫         টেলিফোন বিল প্রদান করা হলো                                                                        ৪,০০০

’’          ২৯         কর্মচারীদের বেতন দেয়া হলো                                                              ৭,০০০    

’’          ৩০        আয়কর প্রদান করা হলো                                                                    ৫,০০০

উপরোক্ত লেনদেনগুলোর খতিয়ান তৈরি কর।

৬। নিন্মলিখিত লেনদেনগুলো হতে জাবেদা ও খতিয়ান বহি প্রস্তুত কর।

জানুয়ারি ১                        মি. এজাজ নগদ ৪০,০০০ টাকা এবং ২০,০০০, টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন।

’’    ৩                মি. সমাট্রের নিকট নগদে বিক্রয়                                                                       ১৩,০০০

’’    ৫                ব্যাংকে জমা দেয়া হলো                                                                      ১৫,০০০  

’’    ৭                 তমার নিকট হতে চেক পাওয়া গেল                                                        ৮,০০০

’’    ১০               একটি কম্পিউটার ক্রয়                                                                       ৩০,০০০

’’    ১৩               চেকে ক্রয় ৫০% এবং বাকীটা ধারে ক্রয়                                                   ৮০,০০০

’’    ১৫               তাসফিয়ার কাছ থেকে চেক পাওয়া গেল                                                   ৫,০০০

’’    ২০               তাসফিয়ার চেক প্রত্যাখান হলো

’’    ২৫               ভাড়া ৪০% নগদে এবং বাকিটা চেকে প্রদান                                                           ৫,০০০   

’’    ৩০              কর্মচারীদের বেতন প্রদান করা হলো                                                        ৭০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *