HSC BM Accounting Suggestion- 100% common (2022)

Shape Image One
HSC BM Accounting Suggestion- 100% common (2022)
hsc bm accounting suggestion 2022
hsc bm accounting suggestion

HSC Bm accounting Suggestion 2022 has given here. This super suggestions is 100% common and effective. HSC bm examination will start from 6th November and accounting 2 examination will held in 17th November.

For getting hsc bm super suggestion 2022 all subject with answer please call us at 01723-474442 or click here

Check our YouTube channel for watching suggestions related videos.

So lets go accounting 2 suggestions for bm 2nd year student 2022

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা-২০২২

বিষয়ঃ হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২

বিষয় কোডঃ ১৮২৫

সময়ঃ ৩ ঘন্টা                                                        পূর্ণমানঃ৪৫                                                           

[বিঃদ্রঃ) ডান পার্শের মান পূর্ণমান জ্ঞাপক। যে কোন বিভাগ হতে মোট ৫০% নম্বরের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়। ]

HSC BM Accounting Suggestion ক-বিভাগ (মানঃ ৪ x ৩=১২)

১। প্রাপ্য হিসাব বলতে কী বুঝ? প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লেখ।

২। অনাদায়ী পাওনা বলতে কী বুঝায়? এর প্রকারভেদসমূহ লিখ।

৩। অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে কী বুঝ? অনাদায়ী পাওনা ও অনাদায়ী সঞ্চিতির মধ্যে পার্থক্য লেখ।

৪। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কী? অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু লেখ। অথবা চুক্তিই অংশীদারী কারবারের মূল ভিত্তি- ব্যাখ্যা কর।

৫। স্থিতিশীল মূলধন পদ্ধতি ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও।

৬। যৌথ মূলধনী কোম্পানী কাকে বলে। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য লেখ।

৭। শেয়ার কাকে বলে। শেয়ার কত প্রকার ও কী কী ? অথবা অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার এর পার্থক্য দাও।

৮। শেয়ার অধিহার কাকে বলে? ইহা কীভাবে হিসাবভুক্ত করা হয়? (আসবেই)

৯। বেতন ও মজুরি কী? বেতন ও মজুরির উপাদানসমূহ আলোচনাকর। (আসবেই)

১০। মূল্য সংযোজন কর বা ভ্যাট কী? মূল্য সংযোজন করের ভর প্রকৃতপক্ষে কে বহন করে।

(পরীক্ষায় ৭ টি প্রশ্ন আসবে। গতানুগতিক নিয়মে ৩টির উত্তর করতে হয়। কিন্তু যেহেতু এইবার ৫০% নম্বর উত্তর যেকোন বিভাগ থেকে করলেই হচ্ছে তাই আপনি চাইলে ক বিভাগ থেকে ৭টি প্রশ্নের উত্তরই দিতে পারবেন। সেইজন্য আমরা ১০টি প্রশ্ন দিয়েছি।)

খ-বিভাগ (মানঃ ৭ x ৩=২১)

১। যমুনা কোং এর নিম্নলিখিত তথ্যাবলি অবলম্বন করে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করঃ

২০২০ সালের ১লা ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা বাবদ হিসাবভুক্ত হয়েছে ২০০০ টাকা। উক্ত তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ২০,০০০ টাকা এবং এর উপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।

২০২১ সালের ৩১ শে ডিসেম্বর অনাদায়ী পাওনা ১,২০০ টাকা হিসাবভুক্ত করা হয়েছে। উক্ত তারিখে প্রাপ্য হিসাবের উদ্ধৃত্ত ছিল ২৫, ০০০ টাকা এবং এর উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।         

২। দিশা অ্যান্ড কোং এর ২০২১ সালের ১লা জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতির ক্রেডিট জের ১৫০০ টাকা ছিল। ঐ বছর মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৭০০ টাকা ছিল। ২০২১ সালের ডিসেম্বর ৩১ তারিখে প্রাপ্ত হিসাবের পরিমাণ ছিল ২৫৭০০ টাকা এবং প্রাপ্য হিসাবের ১০% সন্দেহজনক ঋণসঞ্চিতি রাখতে হবে। ২০২২ সালে মোট অনাদায়ী পাওনার পরিমাণ ছিল ৫০০ টাকা এবং বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ১০,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ৫% সন্দেহজনক ঋণ সঞ্চিতি রাখতে হবে। উক্ত বছরগুলোর জন্র জাবেদা দাখিলা, অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাব তৈরি কর।

৩। ২০২১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মেসার্স হানিফ অ্যান্ড কোং এর অনাদায়ী পাওনার পরিমাণ ছিল ১,২০০ টাকা। প্রাপ্য হিসাবের উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। ২০২১ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল ৩৬,০০০টাকা।

২০২২ সালের শেষে প্রকৃত অনাদায়ী পাওনার পরিমাণ ছিল ৯০০টাকা। ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ হল ৪৫,০০০ টাকা এবং এর উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হল।

মেসার্স হানিফ অ্যান্ড কোং এর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং প্রাপ্য হিসাব তৈরি কর।

৪। হাসি, খুশি ও লাকী একটি অংশীদারি কারবারে তিননজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ১/২ : ৩/১০ : ১/৫ অনুপাতে বন্টন করে নেয়। ১লা জানুয়ারি ২০২১ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা। ব্যবসা হতে হাসি বার্ষিক ২৫,০০০ টাকা এবং লাকী মাসিক ১,৫০০ টাকা বেতন পাবে। ১লা্ জুলাই ২০২১ তারিখে খুশি ব্যবসায়ে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করে। অংশীদারগণ প্রতি মাসে ব্যবসা হতে নগদ ২,০০০ টাকা করে উত্তোলন করে। এ ছাড়াও হাসি ৬,৫০০ টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয় নাই। লাকী বৎসরের মাঝামাঝি সময় ৫,০০০ টাকা মূলধন সরবরাহ কর্ েমূলধনের সুদ ১০%। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে ব্যবসায়ের লাভ ২,৮৮,০০০টাকায় উপনীত হয়।

করণীয়ঃ (ক) ৩১শে ডিসেম্বর ২০২১ তারিখে লাভ-লোকসান আবন্টন হিসাব।

            (খ) অংশীদারগণের মূলধন হিসাব।

৫। রিনা, মিনা ও শীলা একটি অংশীদারি করাবারে তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩ : ২ : ১ মোতাবেক ভাগ করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল রিনা, ২,০০,০০০ টাকা, মিনা ১, ৫০,০০০ টাকা, শীলা ২,০০,০০০ টাকা। রিনা ও শীলা তাদের সার্বক্ষণিক কাজের জন্য কারবার হতে যথাক্রমে মাসিক ৩,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে বেতন পাবেন। মূলধনের উপর ৬% হারে এবং উত্তোলনের উপর ৫% হাতে সুদ করতে হবে। প্রত্যেক মাসের শেষে সারা বছর নিরা, মিনা ও শীলা যথাক্রমে ৪,০০০ টাকা, ২,০০০ টাকা ও ২, ০০০ টাকা করে উত্তোলন করেন। মিনা ৩০ সেপ্টেম্বর ২০২১ সালে কারবারে ১০,০০০ টাকা ঋণ স্বরুপ প্রদান করেছে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা ৬৫,০০০ টাকায় উপনীত হল।

তোমার করণীয়ঃ     (ক) লাভ-লোকসান আবন্টন হিসাব;

                        (খ) অংশীদারগণের মূলধন হিসাব।

৬। প্রভা, অর্থী ও সুকী একটি অংশীদারী কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ২ : ২ : ১ অনুপাতে বন্টন করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিলঃ প্রভা এর ৪০,০০০ টাকা; অর্থী এর ৩০,০০০ টাকা এবং সুকী এর ৫০,০০০টাকা।

অংশীদারি চুক্তিপত্রে এ মর্মে ধারা সন্নিবেশিত আছে যে, প্রত্যেক অংশীদারদের মূলধন এবং উত্তোলন উভয়ের উপর বার্ষিক ১০% হারে সুদ করতে হবে। সুকী তার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে মাসিক ৫০০ টাকা করে বেতন পাবে।

২০২১ সালের ১ জুলাই তারিখে অর্থী কারবারে ১০,০০০ টাকা ঋণস্বরূপ আনয়ন করেছিল। বছরে অংশীদারগণের উত্তোলনের পরিমাণ ছিল প্রভা ৫,০০০ টাকা, অর্থী ৬,০০০ টাকা এবং সুকী ৪,০০০ টাকা। অংশীদারগণের উপরিউক্ত উত্তোলনের সুদ যথাক্রমে ২৫০ টাকা, ৩২৫ টাকা এবং ২২৫ টাকা সুদ নির্ধারণ করা হল।

উপরিউক্ত সমন্বয় সাধন করার পূর্বে ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের লাভ ৩০,০০০ টাকায় উপনীত হল।

তোমার করণীয়ঃ

(ক) লাভ লোকাসান আবন্টন হিসাব; এবং (খ) অংশীদারগণের মূলধন হিসাব।

৭। তাসনিম লিঃ ১০ টাকা মূল্যের ৪০,০০০ খানি শেয়ারে বিভক্ত ৪,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি এর মধ্যে ৫০% শেয়ার ১০% বাট্টায় ইস্যু করল। শেয়ারের মূল্য নিন্মে বর্ণিত কিস্তিতে প্রদেয় ছিল; আবেদনে ৩ টাকা, আবন্টনে ৩ টাকা (বাট্টা ব্যতীত), প্রথম তলবে ২ টাকা ও চূড়ান্ত তলবে ১ টাকা।

সকল শেয়ারের আবেদন ও আবন্টনের টাকা যথাসময়ে পাওয়া গেল। প্রথম তলব জারি করা হলে ৩০০ শেয়ারের টাকা অনাদায়ী থেকে যায় এবং ২০০ শেয়ারের চূড়ান্ত তলবের টাকা অগ্রিম পরিশোধ করে দেয়। এখনও চূড়ান্ত তলব জারি করা হয় নি।

করণীয়ঃ                          (ক) কোম্পানির হিসাব বহিতে প্রয়োজনীয় জাবেদা।

                                    (খ) ব্যাংক হিসাব।

                                    (গ) কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী।

৮। যমুনা কোম্পানি লিঃ এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা। এই অনুমোদিত প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি এর ৭,০০০ শেয়ার প্রতি শেয়ার ১০ টাকা অধিহারে আবন্টনের উদ্দেশ্যে জনসাধারণের নিকট ইস্যু করল। শেয়ারের টাকা শেয়ার প্রতি আবেদনপত্রের সঙ্গে জমা ১০ টাকা, আবন্টনে ৪০ টাকা (অধিহারসহ), প্রথম তলবে ৪০ টাকা এবং চূড়ান্ত তলবে ২০ টাকা প্রদেয়।

সর্বমোট ৭,০০০ শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল এবং শেয়ারগুলো যথারীতি আবন্টিত হলো। আবন্টনের সমুদয় অর্থ পাওয়া গেল। কিন্ত প্রথম তল জারি করা হলে মোট ৬০০ খানি শেয়ারের অধিকারী তিনজন শেয়ার হোল্ডার তাদের শেয়ারগুলো তলবের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়। পক্ষান্তরে মোট ৩০০ খানি শেয়ারের অধিকারী অপর দুজন শেয়ারহোল্ডার তাদের শেয়ারগুলোর চূড়ান্ত তলবের অরথ প্রথম তলবের অর্থের সাথে অগ্রিম পরিশোধ করছে। আর কোনো তলব এখনো জারি করা হয় নি।

করণীয়ঃ                          (ক) কোম্পানির হিসাব বহিতে প্রয়োজনীয় জাবেদা।

                                    (খ) কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী।

বিএম ২য় বর্ষ সহ ১ম বর্ষের সকল সাজেশন উত্তরসহ পেতে কল করুন 01723-474442 (৫১০ টাকা) .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *