General Textile Processing 2- Suggestions

Shape Image One
General textile processing 2 suggestions
Diploma in textile 2nd semester suggestions

General textile processing 2 textile diploma 2nd semester suggestions. Diploma in textile engineering 2nd semester exam. General textile processing 2 super suggestions. Like general textile processing 1 general textile processing 2 suggestions will be fruitful and effective for textile 2nd semester examinee.

General textile processing 2 suggestion

Diploma in textile engineering 2nd semester super suggestion and online private class. To enroll this course just Click here. Diploma in textile, agriculture, engineering and so on free video watch here

অধ্যায়-১

অতি সংক্ষিপ্ত

১. ওয়েট প্রসেসিং কাকে বলে?

২. সাওয়ারিং কী?

৩. মার্সেরাইজিং কী?

৪. ক্রোপিং কী?

৫. স্টিচিং কী?

৬. প্রিট্রিমেন্ট প্রক্রিয়ায় কী কী রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।

৭. ফিনিশিং কাকে বলে?

সংক্ষিপ্ত

১. টেক্সটাইল ওয়েট প্রসেসিং প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

২. প্রিটিমেন্ট বলতে কী বুঝায়?

৩. কাপড়ে কী কী ফিনিশিং করা হয়?

৪. Wet process-এ কী কী প্রিট্রিটমেন্ট সম্পন্ন করা হয়?

রচনামূলক

১. সুতা ওয়েট প্রসেসর ফ্লোচার্ট দেখাও।

২. কটন কাপড় ওয়েট প্রসেসর ফ্লোচার্ট লেখ।

৩. কটন ফাইবারের ওয়েট প্রসেসিং-এর ফ্লোচার্ট দেখাও।

৪. সিনথেটিক কাপড় ওয়েট প্রসেসের ফ্লোচার্ট দেখাও।

অধ্যায়-২

অতি সংক্ষিপ্ত

১. সিনজিং বলতে কী বুঝায়?

২. সিনজিং কেন করা প্রয়োজন?

৩. ডিসাইজিং বলতে কী বুঝায়?

৪. স্কাওয়ারিং কাকে বলে?

৫. স্যাপনিফিকেশন কী?

৬. ইমালসিফিকেশন কী?

৭. দুটি অ্যালকালির উদাহর দাও।

৮. স্যাপনিফিকেশনের বিক্রিয়াটি লেখ।

৯. স্কাওয়ারিং-এর মূল উপাদান কী লেখ।

১০. ব্লিচিং বলতে কী বুঝায়?

১১. অতিরিক্ত ব্লিচিং কাপড়ের কী ক্ষতি করে?

১২. মার্সেরাইজিং কত তাপমাত্রায় করা হয়?

১৩. গ্যাস সিজনিং-এর গতি কত?

১৪. হাইড্রোজেন পারক্সাইড (H2O2) কী ধরনের ব্লিচিং এজেন্ট?

সংক্ষিপ্ত

১. সিনজিং-এর উদ্দেশ্য কী?

২. ডিসাইজিং এর উদ্দেশ্য লিখ।

৩. এনজাইম ডিসাইজিং-এর রেসিপি লেখ।

৪. ডিসাইজিং পদ্ধতির প্রকারভেদ দেখাও।

৫. স্কাওয়ারিং-এর উদ্দেশ্য লেখ।

৬. কাটন স্কাওয়ারিং পদ্ধতির রেসিপি দেখাও।

৭. ব্লিচিং এর উদ্দেশ্য লেখ।

৮. স্যাপনিফিকেশন পদ্ধতি বর্ণনা কর।

৯. ব্লিচিং এর শ্রেনিবিভাগ কর।

১০. কটন কাপড়ে কিয়ার ব্লিচিং-এর রেসিপি লেখ।

১১. রাসায়নিক ব্যবহারের ওপর ভিত্তি করে ব্লিচিং-এর শ্রেণিগুলোর নাম লেখ।

১২. H2O2 – কে আদর্শ এজেন্ট বলা হয়।

রচণামূলক

১. এনজাইম ডিসাইজিং এর চিত্রসহ কার্যপ্রনালি বর্ণনা কর।

২. ব্লিচিং-এর শ্রেণিবিভাগ দেখাও।

৩. গ্যাস সিনজিং মেশিসের চিত্রসহ কার্যপ্রণালি বর্ণনা কর।

অধ্যায়-৩

অতি সংক্ষিপ্ত

১. কালার কী?

২. ডাই কী?

সংক্ষিপ্ত

১. ডাইস্টাফের শ্রেণিবিভাগ দেখাও।

রচণামূলক

১. বিভিন্ন প্রকার ডাইং মেশিনের তালিকা দেখাও।

অধ্যায়-৪

অতি সংক্ষিপ্ত

১. প্রিন্টিং কাকে বলে?

২. মেথড আব প্রিন্টিং কাকে বলে?

৩. স্টাইলস অব প্রিন্টিং কী?

৪. ট্রান্সফরমার প্রিন্টিং বলতে কী বুঝায়?

৫. থিকোনার কী?

৬. ক্যারিয়ারের ব্যবহার লেখ।

৭. টেক্সটাইল ফিনিশিং কাকে বলে?

৮. কয়েকটি যন্ত্রিক ফিনিশিং-এর উদাহরণ দাও।

৯. কয়েকটি ক্যামিক্যাল ফিনিশিং-এর নাম লেখ।

১০. মার্সেরাইজিং বলতে কী বুঝায়?

১২. স্থায়ী ফিনিশিং এর নাম লেখ।

১৩. ফায়ার ফ্রুফিং এজেন্ট হিসেবে কী ব্যবহৃত হয়।

১৪. অ্যান্টি-ক্রিজিং কী?

সংক্ষিপ্ত

১. প্রিন্টং পদ্ধিতির শ্রেণিবিভাগ লেখ।

২. প্রিন্টিং-এর উদ্দেশ্য লেখ।

৩. প্রিন্টিং পেস্টে ব্যবহৃত উপাদানগুলোর নাম লেখ।

৪. ফিনিশিং এর উদ্দেশ্য লিখ।

৫. কেমিক্যাল ফিনিশিং এর তালিকাসমূহ লেখ।

রচণামূলক

১. প্রিন্টিং পেস্ট এর উপাদানগুলোর সংক্ষিপ্ত বর্ণনা কর।

২. ডাইং ও প্রিন্টিং-এর মাধ্যে পার্থক্য লেখ।

৩. কেমিক্যাল ফিনিশিং এর বর্ণনা দাও।

অধ্যায়-৫

অতি সংক্ষিপ্ত

১. বাণিজ্যিকভাবে কোন সময় সেলাই মেশিন দ্বারা উৎপাদন শুরু হয়?

২. সর্ব প্রথম বিশ্বের কোথায় গামেন্টস ইন্ডাস্ট্রি স্থাপিত হয়?

৩. সর্বপ্রথম কে যান্ত্রিক সেলাই মশিন আবিষ্কার করেন?

৪. বাংলাদেশে প্রথম গার্মেন্টস স্থাপিত হয় কখন?

৫. কোথায়, কোন গার্মেন্টস ইন্ডাস্ট্রির সর্বপ্রথম চালু হয়?

৬. গার্মেন্টস বলেতে কী বুঝায়?

৭. (p) দ্বারা কী বুঝায়?

৮. BTUB এর পূর্ণরুপ কী? লেখ।

৯. পোস্ট বেড কাকে বলে?

১০. ব্যাকিং কাকে বলে?


সংক্ষিপ্ত

১. পোশাক প্রস্তুতিতে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধিতি বলতে কী বুঝায়?

২. গার্মেন্টস লেবেলিং-এর কোডসমূহের নাম ও প্রতিক দেখাও।

৩. গার্মেন্টস আয়রনিং কোডসমূহ দেখাও।

৪. পোশাক তৈরির প্রবাহ চিত্র লেখ।

৫. পাঁচটি ট্রিমিংস ও অ্যাকসেসরিজের নাম লেখ।

রচণামূলক

১. ইন্ডাস্ট্রিতে পোশাক তৈরির ফ্লোচার্ট দেখাও।

২. ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি ও টেইলারিং পদ্ধতির পার্থক্য লেখ।

অধ্যায়-৬

অতি সংক্ষিপ্ত

১. স্যাম্পল বলতে কী বুঝায়?

২. সেলসম্যান স্যাম্পল কী?

৩. স্যাম্পল সাধারণত কয় প্রকার?

৪. L.C – এর পূর্ণ অর্থ কী?

৫. নমুনা কিসের প্রতিনিধিত্ব করে?

সংক্ষিপ্ত

১. স্যাম্পল কত প্রকার ও কী কী?

২. শিপমেন্ট স্যাম্পল-এর সুবিধাসমূহ কী কী?

৩. অ্যাপ্রুভ স্যাম্পল বলতে কী বুঝায়?

রচণামূলক

১. স্যাম্পল কয় প্রকার ও কী কী, ব্যাখ্যা কর।

অধ্যায়-৭

অতি সংক্ষিপ্ত

১. প্যাটার্ন কী?

২. প্যাটার্ন কত প্রকার ও কী কী?

৩. স্যাম্পল প্যাটার্ন কী?

৪. মার্কার কী?

৫. মার্কারের দৈর্ঘ্য কী কী বিষয়ের উপর নির্ভর করে?

৬. মার্কারের দক্ষতা বলতে কী বুঝায়? মার্কারের সূত্রটি লিখ?

৭. কাপড় স্প্রেডিং কাকে বলে?

৮. কাপড়ের লে কাকে বলে?

৯. ড্রিলস – এ কী কী অংশ বিদ্যমান?

১০. ৯০° কোণে কাটার জন্য কী নাইফ ব্যবহার করা হয়?

১১. লক স্টিচ মেশিনের SPM (Stitcher per minute) কত?

১২. সিম বলতে কী বুঝায়?

১৩. ট্রিমিংস কী?

১৪. চেইন স্টিচের সংঙ্গা লেখ।

সংক্ষিপ্ত

১. প্যাটার্ন তৈরির উদ্দেশ্য লেখ।

২. প্যাটার্ন তৈরির ধাপ সংক্ষেপে আলোচনা কর।

৩. একটি প্যান্টের চিত্র অংকন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।

৪. মার্কারের দক্ষতা কী কী বিষয়ের ওপর নির্ভশীল?

৫. কাটিং মেশিনগুলোর নাম লেখ।

৬. কাটিং – এ কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন?

৭. ডাই কাটিং – এর সুবিধা ও অসুবিধা লেখ।

৮. বাণিজ্যিকভাবে ব্যবহৃত সেলাই মেশিনসমূহের নাম লেখ।

৯. সাধারণ সেলাই মেশিনের বিভিন্ন যন্ত্রাংশের নাম লেখ।

১০. চেইন স্টিচ ও লক স্টিচ – এর মাঝে পার্থক্য লেখ।

রচণামূলক

১. একটি শার্টের চিত্র অংকন করে শনাক্ত কর।

২. মার্কার সম্পর্কে বর্ণনা কর।

অধ্যায়-৮

অতি সংক্ষিপ্ত

১. ফ্যাশন কাকে বলে?

২. স্টাইল কাকে বলে?

৩. পোর্টফোলিও কাকে বলে?

৪. ক্লাসিক কাকে বলে?

সংক্ষিপ্ত

১. স্টাইল ও ফ্যাশনের মধ্যে চারটি পার্থক্য লেখ।

২. পাচজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের নাম লেখ।

৩. ফ্যাশন লিডার কী?

৪. ৫ টি ফ্যাশন শহরের নাম লেখ।

রচণামূলক

১. ফ্যাশন চক্র চিত্রসহ বর্ণনা কর।

২. তৈরি পোশাক এবং উচ্চ ফ্যাশনের মধ্যে পার্থক্য দেখাও।

অধ্যায়-৯

অতি সংক্ষিপ্ত

১. অনুপাত কাকে বলে?

২. সাদৃশ্য কী?

৩. রেখা কাকে বলে?

৪. ব্যবধান ককে বলে?

৫. রঙের শ্রেণিবিভাগ দেখাও।

সংক্ষিপ্ত

১. ডিজাইনের ৫ টি নীতির নাম লেখ।

২. ডিজাইনারের উপাদানগুলোর নাম লেখ।

রচণামূলক

১. ডিজাইনারের মূলনীতি বর্ণনা কর।

২. ফ্যাশন অভিযোজন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

অধ্যায়-১০

অতি সংক্ষিপ্ত

১. মার্চেন্ডাইজিং কাকে বলে?

২. মার্চেন্ডাইজারের ভূমিকাগুলো কী কী?

৩. টেক প্যাক কী?

৪. পোশাক আমদানিকারক ৪ টি দেশের নাম লেখ।

সংক্ষিপ্ত

১. মার্চেন্ডাইজারের শর্তাবলি লেখ।

২. ৫ টি বায়ার অ্যান্ড ব্র্যান্ডের নাম লেখ।

৩. সের্সিং – এর ৫ টি পয়েন্ট উল্লেখ কর।

৪. স্মার্ট মার্চেন্ডাইজারের গুনাবলী কী কী?

৫. পোশাক শিল্পে অর্ডার পাওয়ার পদ্ধতিগুলো লেখ।

রচণামূলক

১. মার্চেন্ডাইজিং – এর ধারাবাহিক প্রক্রিয়া দেখাও।

২. মার্চেন্ডাইজারের শ্রেণিবিভাগ আলোচনা কর।

৩. পোশাক শিল্পে অর্ডার পাওয়ার পদ্ধতিগুলো আলোচনা কর।

৪. টেক প্যাক সম্পর্কে আলোচনা কর।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *