Diploma in Agriculture Admission- Complete Guideline.

Shape Image One
Diploma in Agriculture Admission- Complete Guideline.

Diploma in Agriculture admission process and opportunity. Bangladesh Technical Education Board offers 4 (four) years diploma in agriculture course. Like other diploma admission circular such as diploma in engineering, textile, vocational etc diploma in agriculture is also a prestigious course. After passing SSC or Equivalent Students can apply and admitted through online to diploma in agriculture course.

Diploma in agriculture admission
কৃশি ডিপ্লোমা ভর্তি তথ্য

Diploma in Agriculture

ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা কৃষি ডিপ্লোমা হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ (চার) বছর মেয়াদী একটি ডিগ্রি বা কোর্স। Diploma in agriculture admission কেন, কীভাবে এবং সুবিদাসমূহ কী কী? এসএসসি বা এসএসসি ভোকেশনাল থেকে পাশকৃত শিক্ষার্থী ন্যুনতম জিপিএ থাকা সাপেক্ষে ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্সে ভর্তি হতে পারে। সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট এ রয়েছে ভর্তির সুবিধা।

Why diploma in agriculture admission?

কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি ডিপ্লোমাধারীদের চাহিদা ব্যাপক। অন্যান্য ডিপ্লোমাধারীদের তুলনায় কৃষি ডিপ্লোমাধারী সংখ্যা কম হওয়ার এই ডিগ্রিতে রয়েছে সরকারি ও বেসরকারি চাকুরির অপার সম্ভাবনা। পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তো থাকছেই। ডিপ্লোম ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ও মেরিনের মতো ডিপ্লোমায় যেখানে ভর্তি হতে প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় সেখানে ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা কৃষি ডিপ্লোমা ভর্তিতে প্রতিযোগিতা কম হয়ে থাকে। সাধারণত, যাদের জিপিএ একটু কম তারা সহজেই কৃষি ডিপ্লোমা কে ভর্তির চয়েজ লিস্টে রাখতে পারেন।

List of Government Diploma in Agriculture Institute and Seat

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃৃৃক নিম্নোক্ত সরকারি ইনস্টিটিউটসমূহে ডিপ্লোম ইন এগ্রিকালচার এর উপর পাঠদান করানো হয়। সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি প্রায় ১৬২ টি প্রতিষ্ঠানে রয়েছে কৃষি ডিপ্লোমাতে ভর্তির সুযোগ।

ক্র.নংপ্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানাআসন সংখ্যা
1কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, তাজহাট, রংপুর250
2কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, বাংলাবাজার, গাইবান্ধা250
3কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা250
4কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ250
5কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা250
6কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, রহমতপুর, বরিশাল250
7কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, ফরিদপুর250
8কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, আড়াইহাজার, নারায়নগঞ্জ250
9কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, সাটারিয়া, মানিকগঞ্জ250
10কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, শিমুলতলী, গাজীপুর250
11কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা250
12কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, শেরপুর250
13কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, খাদিম নগর, সিলেট250
14কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া250
15কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, হোমনা, কুমিল্লা250
16কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, বেগমগঞ্জ, নোয়াখালী250
17কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, হাটহাজারী, চট্টগ্রাম250
18কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট, রাঙামাটি, (শুকুর ছড়ি)100
সরকারি কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট তালিকা ও আসন

Diploma in agriculture admission requirements

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে এসএসসি/সমমান পাশকৃত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন এগ্রিকালচার ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। তবে ভাল ইনস্টিটিউট এ চান্স পেতে অবশ্যই ভাল জিপিএ লাগবে।

ভবিষ্যৎ কী?

ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা কৃষি ডিপ্লোমা পাস করে সরকারি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে রয়েছে চাকুরীর সুযোগ। প্রতি বছর উপসহকারী কৃষি কর্মকর্তার বিশাল সংখ্যক পদের সার্কুলার হয়ে থাকে। এই পদটি কিন্ত ২য় শ্রেণির তথা ১০ম গ্রেডের। তাছাড়া রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি অধিপ্তর, খাদ্য, পাট, বস্ত্র, সার সহ অন্যান্য সরকারি দপ্তরে চাকুরির সুযোগ। অনূরূপভাবে রয়েছে সেচ, সার, বীজ ও কৃষি সম্পর্কিত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ভাল টাকার সেলারিতে চাকুরির সুযোগ। তাছাড়া উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার সুযোগ তো থাকছেই। কৃষি ডিপ্লোমাতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত আরও জানতে দেখুন Diploma in agriculture admission

যেভাবে আবেদন করবেন

ডিপ্লোমা ইন এগ্রিকালচার ভর্তি কার্যক্রম শুরু হয় অনলাইনে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে। যেখাবে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া সব কিছু অনলাইনে করতে হয়।

অনলাইনে আবেদন করুন

Diploma in agriculture admission

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *