Diploma admission circular 2024 has been published by BTEB. Diploma and hsc vocational , bmt admission circular 2024 also online application. Diploma in Engineer, Diploma in textile, diploma in marine, agriculture admission is going through online application and online payment. Applicants now can apply by visiting bteb.admission.gov.bd or click here. Before application an applicants should read or learn the following much important things.
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহের ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। যেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোম ইন ফিসারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রম এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষাক্রমে ১ম পর্বের ১ম ও ২য় শিফট এ শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
Diploma admission 2024 এর জন্য শিক্ষাগত যোগ্যতা
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
সকল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ
গণিত অথবা উচ্চতর গণিত দুটির যেকোনো একটিতে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
মোট জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
ছাত্রীদের জন্য মোট জিপিএ ২.৫ এবং গণিত বা উচ্চতর গণিতে ২.০০ থাকতে হবে।
যেকোনো সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাং বয়সের কোন সীমা নেই।
ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং
যেকোনো শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ।
এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
সর্বনিন্ম জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ১৮ বছর থাকতে পারবে।
শারীরিক উচ্চতা ছেলেদের জন্য ৫ ফিট ৪ ইঞ্চি এবং মেয়েদের জন্য ৫ ফিট ২ ইঞ্চি।
দৃষ্টিশক্তি ন্যুনতম ৬/১২ (চশমা সহ ৬/৬ ) হতে হবে।
ওজন মেয়েদের জন্য ৪৩-৫৭ কেজি এবং ছেলেদের জন্য ৪৫-৬৬ কেজি হতে হবে।
স্বীকৃত চিকিৎসক হতে মেডিকেল ফিটনেস সনদ, চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ ও হিয়ারিং ফিটনেস সনদপ্রাপ্ত হতে হবে।
যেকোন শিক্ষা বোর্ড হতে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ
জিপিএ কমপক্ষে ২.৫০ হতে হবে।
যেকোনো বয়সের অর্থাং যেকোনো সাল থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে।
ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ক্ষেত্রে জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩.০০ সহ বিজ্ঞান বিভাগ এবং ডিপ্লোমা ইন ফিসারিজ শিক্ষাক্রমের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ জিপিএ ৩.০০ সহ সম্প্রতি পাসকৃতদের অগ্রাধিকার দেয়া হবে।
Diploma admission 2024 বিষয়ক সাধারণ নির্দেশনা
ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী ও ফলাফল নির্ধারিত ওয়েবসাইট www.btebadmission.gov.bd ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর ওয়েবসাইট www.bteb.gov.be ওয়েবসাইট এ পাওয়া যাবে। তাছাড়া papeleducare.net ওয়েবসাইট ও papel edu care ইউটিউব চ্যানেল এর আপডেট পাওয়া যাবে।
অন-লাইনে সর্বোচ্চ সরকারী ১৫ টি প্রতিষ্ঠান/টেকনোলজি এবং বেসরকারী ১টি প্রতিষ্ঠান/টেকনোলজি তে আবেদনের জন্য ১৬২/- টাকা মাত্র রকেট, বিকাশ, নগদ, উপায় যেকোনো একটি মাধ্যমে প্রদান করতে হবে।
অন-লাইন আবেদন ও ভর্তি নিশ্চায়ন ফি সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন।
আবেদন ও নিশ্চায়নে ফি প্রদান পদ্ধতি উপরে উল্লেখিত ওয়েবসাইটে এবং papel edu care YouTube Channel এর প্লেলিস্ট থেকে ভিডিও করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Diploma admission circular 2024 এর ছোট একটি মন্তব্য
নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ডিফল্টভাবে খোলা থাকবে এবং পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে উপরের ক্রমিক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে যতবার অপেক্ষমান তালিকা হতে ফল প্রকাশ করা হবে, তার পূর্বে ততবার অটোমাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। অটোমাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষ যে টেকনোলীজ/প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন হবে সেখানেই ভর্তি হতে হবে। তবে শিক্ষার্থী চাইলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে। একবার অটোমাইগ্রেশন বন্ধ করলে পুনরায় চালু করার সুযোগ থাকবে না ।
প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তির সময়সূচি
শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, সদ্য তোলা ছবি (৩ কপি পাসপোর্ট সাইজ), প্রশংসাপত্র (ফটোকপি) জমাদান সাপেক্ষে ১১/০৮/২০২৪ হতে ২০/০৮/২০২৪ তারিখের মধ্যে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে বর্ণিত ডকুমেন্টসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে।
ডিপ্লোমা ১ম পর্ব অনলাইন ক্লাস প্রোগ্রামে দ্রুত ভর্তি হয়ে আসন নিশ্চিত করুন
অন-লাইনের মাধ্যমে ভর্তি ও আবেদন দাখিলের জন্য করণীয়
আবেদনকারী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি প্রদান করার মিনিট পর অন-লাইনে আবেদন শুরু করবে।
আবেদনকারী ফি প্রদান না করে থাকলে ‘আবেদনকারী ফি প্রদান করেনি’ এরকম মেসেজ প্রদর্শিত হবে।
আবেদনকারীর স্ক্যানকৃত jpg ফরমেট সাইজ 100 KB (150 px X 120 px) আপলোড করবে।ছবির সাইজ অবশ্যই ঠিক থাকতে হবে।
ছবি আপলোড করার পর Apply now অপশন পাবেন এবং সেখান থেকে আবেদন করবেন।
একজন শিক্ষার্থী যেকোনো শিফট এ সবোর্চ ১৫ টি প্রতিষ্ঠান অথবা ১৫ টি টেকনোলজিতে আবেদন করতে পারবে।
একই সাথে আলাদা আলাদা ফি প্রদান সাপেক্ষে যেকোন শিক্ষার্থী আলাদা আলাদা ডিপ্লোমা কোর্স এ আবেদন করতে পারবে। যেমন কেও চাইলে একই সাথে ডিপ্লোমা ইন এগ্রিকালচার ও ডিপ্লোমা ইন টেক্সটাইল অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আবেদন করতে পারবে।