বেসিক ইলেকট্রিসিটি ডিপ্লোমা সাজেশন

Shape Image One
বেসিক ইলেকট্রিসিটি ডিপ্লোমা সাজেশন
বেসিক ইলেকট্রিসিটি সাজেশন ২০২২
ডিপ্লোমা প্রবিধান ২০২২

Basic Electricity বা বেসিক ইলেকট্রিসিটি সাজেশন ২০২২ ডিপ্লোমা ১ম পর্বের শিক্ষার্থীদের জন্য ১০০% কমন উপযোগী সাজেশন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা বা পলিটেকনিক ১ম পর্বের শিক্ষার্থীদের জন্য বেসিক ইলেকট্রিসিটি সাজেশন ২০২২। পাপেল এডু কেয়ার ডিপ্লোমা অনলাইন প্রাইভেট প্রোগ্রাম এর অংশ হিসেবে আজকে বেসিক ইলেকট্রিসিটি সাজেশন নিয়ে আলোচনা করা হবে। ইতোঃমধ্যে পদার্থ ১, রসায়ন ১, গণিত ১, আরএসি ফান্ডামেন্টালস সাজেশন দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বেসিক ইলেকট্রিসিটি সাজেশন ২০২২ নিয়ে আজকের আয়োজন।

ডিপ্লোমা ১ম পর্বের শিক্ষার্থীদের জন্য বেসিক ইলেকট্রিসিটি সাজেশন ২০২২ অত্যান্ত গুরুত্বপূর্ণ । বিশেষ করে যাদের ১ম পর্বে এই বিষয়টা রয়েছে। আজকের সাজেশন এর চারটি অংশ। এই চারটি অংশের মধ্যে আমরা আজকে প্রথম অংশের সাজেশন দেখব

  • অতি সংক্ষিপ্ত প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন

রচনামূলক প্রশ্ন এবং

গাণিতিক সমস্যাবলি

পাপেল এডু কেয়ার এর অনলাইন প্রাইভেট প্রোগামে ভর্তি হয়ে গুগল মিট লাইভ ক্লাস এবং সুপার সাজেশন পেতে

01723-474442 অথবা 01725-117988

অথবা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

পলিটেকনিক ১ম পর্ব বা সকল ডিপ্লোমা ১ম পর্বের বেসিক ইলেকট্রিসিটি সাজেশন এর অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি দেখে নেওয়া যাক

১। পরমাণুর মূল স্থায়ী কণিকাগুলো কী কী?

২। ইলেকট্রিসিটি কাকে বলে?

৩। বৈদ্যুতিক কারেন্ট বলতে কি বুঝায়?

৪। বিভব পার্থক্য কাকে বলে?

৫। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যু প্রবাহিত হলে কী কী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়?

৬। এক কুলম্ব= কত ইলেকট্রন চার্জ?

৭। পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন কোন চার্জ বহন করে ?

৮। অ্যাম্বিয়ার কাকে বলে?

৯। রোধ কাকে বলে?

১০। মুক্ত ইলেকট্রন বলতে কী বুঝ?

১১। সেমি কন্ডাক্টরের সংজ্ঞা দাও?

১২। আপেক্ষিক রোধ কাকে বলে?

১৩। রোধের তাপমাত্রা সহগ কী?

১৪। আপেক্ষিক রোধের একক লেখ?

১৫। ইনসুলেটর কাকে বলে?

১৬। ক্যাপাসিটরের একক লিখ?

১৭। C1 এবং C2 দুটি ক্যাপাসিটরের সিরিজ সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স কত হবে?

১৮। ক্যাপাসিটরের কাজ কী?

১৯। ক্যাপাসিট্যান্স বলতে কী বুঝ?

২০।ওহমের সূত্রটি লিখ।

২১। I, V ও R এর মধ্যে সম্পর্কে লিখ?

২২। ক্যালরি কিসের একক?

২৩। তাপের যান্ত্রিক সমমান বলতে কী বুঝ?

২৪। সিরিজ সার্কিট কাকে বলে?

২৫। একটি সাধারণ বর্তনীতে কমপ্ক্ষে কয়টি উপাদান প্রয়োজন এবং কী কী?

২৬। 10 ওহম দুটি রোধ সমান্তরালে সংযুক্ত করলে তুল্যরোধের মান কত হবে?

২৭। সমান্তরালে সংযুকত দুটি 2 ওহম রোধের তুল্যরোধ কত হবে?

২৮।এক অশ্বশক্তি সমান কত?

২৯। এনার্জি মিটারে ব্যবহূত দুটি কযেলের নাম লিখ?

৩০। বৈদ্যুতিক শক্তি পরিমাপক যন্ত্রের নাম লিখ?

৩১। কিলোওয়াট বলতে কি বুঝ?

৩২। BOT কি?

৩৩। PVC এর পূর্ণরূপ কি?

৩৪। কোন ধরনের সার্কিটে সকল লোডে ভোল্টেজ সমান থাকে?

৩৫। VIR এর পূর্ণনাম কি?

৩৬। বসতবাড়ী ও ওয়ার্কসপে কোন ধরনের ওয়ারিং করা হয়?

৩৭। অডিটোরিয়াম, কারখানা, সিনেমা হলে কোন ধরনের ওয়ারিং ব্যবহার করা হয়?

৩৮। SPDT এবং DPST এর পুর্ণনাম লিখ?

৩৯। মেইন সুইচ কি?

৪১। সার্কিট ব্রেকারের কাজ কী?

৪০। ওয়ারিং বলতে কি বুঝায়?

৪২। MCB এবং MCCB এর অর্থ কী?

৪৩। কন্ট্রোলিং ডিভাইস কী?

৪৪। ফিউজ তার কী কী পদার্থের তৈরি?

৪৫। মিনিয়েচার সার্কিট ব্রেকার কী?

৪৬। আর্থিং কী?

৪৭। প্রতি একক ক্ষেত্রফলে ফ্লাক্সের পরিমাণ কি বলে?

৪৮। এক ওয়েবার এ কত লাইনস?

৪৯। ডিসি জেনারেটরে EMF উৎপদানে কোন নীতি ব্যবহূত হয়?

৫০। ইন্ডাক্যান্সের একক সহ প্রতীক লেখ?

সংক্ষিপ্ত, রচনামূল এবং গাণিতিম সমস্যাবলি সাজেশন পরবর্তী পোস্টে দেওয়া হবে। আর একসাথে সবগুলো বিষয় এর সাজেশন সমাধানসহ (ভিডিও) পেতে দ্রুুত এনরুল করুন

ডিপ্লোমা ১ম পর্বের অনলাইন ক্লাস ও সুপার সাজেশন কোর্সে

পাপেল এডু কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকল আপডেট জানতে ভিজিট করতে পারেন

https://www.youtube.com/papeleducare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *